ETV Bharat / state

লকডাউন উপেক্ষা, বালুরঘাটে একাধিক রাস্তায় ব্যারিকেড - Lockdown

কোরোনা সংক্রমণ দিন দিন বাড়ছে ৷ তবে কনটেনমেন্ট জ়োনগুলিতে এখনও কড়া লকডাউন ৷ এবার বালুরঘাটের একাধিক রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হল পুলিশের তরফে ।

Balurghat
বালুরঘাট
author img

By

Published : Jul 12, 2020, 7:17 PM IST

Updated : Jul 12, 2020, 7:53 PM IST

বালুরঘাট, 12 জুলাই : লকডাউন উপেক্ষা করে কনটেনমেন্ট জ়োনে বের হচ্ছে অনেকেই । তাই বালুরঘাট শহরের ছ'টি রাস্তা ব্যারিকেড দিয়ে সিল করল পুলিশ-প্রশাসন । আজ দুপুর থেকে মূলত বালুরঘাট পৌরসভার চকভৃগু , রঘুনাথপুর , বাসস্ট্যান্ড , বিশ্বাসপাড়া , সাধনা মোড় ও মোক্তার পাড়া এলাকায় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় । প্রতিটি ব্যারিকেডে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার । লকডাউন না মানলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ ৷

9 জুলাই বিকেল পাঁচটা থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভার 10টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই 10টি ওয়ার্ডেই ওই দিন থেকেই লকডাউন কার্যকর হয়েছে । অভিযোগ, লকডাউন ঘোষণা করা হলেও কনটেনমেন্ট জ়োন সহ শহরে নিয়ম মানছিল না অনেকেই । অকারণে রাস্তাঘাটে বের হচ্ছিল তারা । এরপরই গতকাল বিকেলে পুলিশ ও পৌরসভার মধ্যে বৈঠক হয় । সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, আজ শহরের কয়েকটি এলাকাকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হবে । সেইমতো বালুরঘাট পৌরসভার চকভৃগু, রঘুনাথপুর, বাসস্ট্যান্ড , বিশ্বাসপাড়া , সাধনা মোড় ও মোক্তার পাড়া এলাকায় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় ।

এবিষয়ে মৃণ্ময় সাহা নামে একজন বলেন, নির্দিষ্ট সময়ের পরও রাস্তায় লোক বের হচ্ছে । পুলিশ-প্রশাসনের এমন উদ্যোগে খুশি তাঁরা ৷ তবে এভাবে হঠাৎ করে রাস্তা ব্যারিকেড করে দেওয়ায় অসুবিধায় পড়তে হবে ৷ আগে জানিয়ে ব্যারিকেড করলে সুবিধা হত ৷

সদর মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন , লকডাউনকে কঠোর করতে বালুরঘাট শহরজুড়ে ছয়টি এলাকায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে । এছাড়াও রাস্তাঘাট , বাজার ও বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।

শুনুন এলাকাবাসীর বক্তব্য
DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র বলেন, লকডাউন সফল করতে আজ শহরের কয়েকটি রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে । যাতে শহরের কনটেনমেন্ট জ়োনে লোকের আসা-যাওয়া কমে যায় ৷

বালুরঘাট, 12 জুলাই : লকডাউন উপেক্ষা করে কনটেনমেন্ট জ়োনে বের হচ্ছে অনেকেই । তাই বালুরঘাট শহরের ছ'টি রাস্তা ব্যারিকেড দিয়ে সিল করল পুলিশ-প্রশাসন । আজ দুপুর থেকে মূলত বালুরঘাট পৌরসভার চকভৃগু , রঘুনাথপুর , বাসস্ট্যান্ড , বিশ্বাসপাড়া , সাধনা মোড় ও মোক্তার পাড়া এলাকায় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় । প্রতিটি ব্যারিকেডে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার । লকডাউন না মানলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ ৷

9 জুলাই বিকেল পাঁচটা থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভার 10টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই 10টি ওয়ার্ডেই ওই দিন থেকেই লকডাউন কার্যকর হয়েছে । অভিযোগ, লকডাউন ঘোষণা করা হলেও কনটেনমেন্ট জ়োন সহ শহরে নিয়ম মানছিল না অনেকেই । অকারণে রাস্তাঘাটে বের হচ্ছিল তারা । এরপরই গতকাল বিকেলে পুলিশ ও পৌরসভার মধ্যে বৈঠক হয় । সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, আজ শহরের কয়েকটি এলাকাকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হবে । সেইমতো বালুরঘাট পৌরসভার চকভৃগু, রঘুনাথপুর, বাসস্ট্যান্ড , বিশ্বাসপাড়া , সাধনা মোড় ও মোক্তার পাড়া এলাকায় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় ।

এবিষয়ে মৃণ্ময় সাহা নামে একজন বলেন, নির্দিষ্ট সময়ের পরও রাস্তায় লোক বের হচ্ছে । পুলিশ-প্রশাসনের এমন উদ্যোগে খুশি তাঁরা ৷ তবে এভাবে হঠাৎ করে রাস্তা ব্যারিকেড করে দেওয়ায় অসুবিধায় পড়তে হবে ৷ আগে জানিয়ে ব্যারিকেড করলে সুবিধা হত ৷

সদর মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন , লকডাউনকে কঠোর করতে বালুরঘাট শহরজুড়ে ছয়টি এলাকায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে । এছাড়াও রাস্তাঘাট , বাজার ও বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।

শুনুন এলাকাবাসীর বক্তব্য
DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র বলেন, লকডাউন সফল করতে আজ শহরের কয়েকটি রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে । যাতে শহরের কনটেনমেন্ট জ়োনে লোকের আসা-যাওয়া কমে যায় ৷
Last Updated : Jul 12, 2020, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.