গঙ্গারামপুর, 6 জুলাই: লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল হ্যাক করার অভিযোগে 3 অভিযুক্তকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ ৷ ধৃতরা হলেন নাজিমুল হক, সুভাষ রবিদাস, বিকাশ রবিদাস ৷ প্রত্যেকেই গঙ্গারামপুর থানার জাহাঙ্গিপুর গ্রাম পঞ্চায়েতের ফয়েজপুর ওরামদেবপুর এলাকার বাসিন্দা (Police Arrest Three People) ৷
ব্লক প্রশাসন সূত্রে খবর, জাহাঙ্গিপুর গ্রাম পঞ্চায়েতের রামদেবপুর এলাকার এক গৃহবধূ লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছিলেন । কিন্তু তাঁর নথিপত্রে অসঙ্গতি থাকায় গত 30 জুন জেলাশাসকের দফতর থেকে আবেদনটি ফেরত পাঠিয়ে দেওয়া হয় গঙ্গারামপুর ব্লক প্রশাসনের কাছে । ব্লক প্রশাসন সেই নথিপত্রের ভুলের কারণ খুঁজতে লক্ষীর ভাণ্ডারের আবেদনকারীকে ডেকে জিজ্ঞাসা করতেই টনক নড়ে গঙ্গারামপুর ব্লক প্রশাসনের ।
সেই মহিলার সূত্র ধরেই তাঁর স্বামী বিকাশ রবিদাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে ব্লক প্রশাসন । রবির কথায় অসঙ্গতি ধরা পড়ায় গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে ৷ বিকাশ রবিদাসকে জিজ্ঞাসাবাদ করে গঙ্গারামপুর থানার পুলিশ রহস্যভেদ করে । তাকে জিজ্ঞাসাবাদ করে তিন যুবকের নাম জানা গিয়েছে । পুলিশি জেরায় জানা গিয়েছে তাপস বসাক নামে এক যুবক 600 টাকার বিনিময়ে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বিক্রি করত তাদের ৷ তিন অভিযুক্তকে গ্রেফতার করলেও এখন অধরা মূল অভিযুক্ত তাপস ।
আরও পড়ুন: ভুয়ো নিয়োগ ! কলকাতা পৌরনিগমে আটক 3 জালিয়াত
ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক দাওয়া সেরপা জানিয়েছেন, ঘটনার পরেই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পাশাপাশি বিগত দিনে যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে সেদিকে ব্লক প্রশাসন নজর রাখবে ।