বালুরঘাট, 24 মে: এবার দিল্লি, মহারাষ্ট্র ও গুজরাত থেকে আসা পরিযায়ী শ্রমিকসহ সকলের সোয়াব টেস্ট বাধ্যতামূলক করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । পাশাপাশি এই তিনটি রাজ্য থেকে আসা সকলকে থাকতে হবে ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারে ।
দেশে আক্রান্তের নিরিখে প্রথমদিকে রয়েছে মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লি । আর এই তিন রাজ্যেই দক্ষিণ দিনাজপুরের সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন । লকডাউনের কারণে তাঁরা আটকে পড়েছেন । কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উদ্যোগে ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে। এদিকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতেই একের পর এক কোরোনা আক্রান্তের হদিস মিলছে। সম্প্রতি শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় 11 হাজার মানুষ বাড়ি ফিরতে চেয়ে আবেদন করেছেন। এঁদের বাড়ি ফেরাতে তৎপর হয়েছে সরকার ।
তাই এবার দেশের সবচেয়ে সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লি থেকে যে-ই ফিরবেন তাঁকে ফেসিলিটি কোয়ারানটিনে রাখা এবং তাঁর লালারস সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় । জেলায় এপর্যন্ত প্রায় সাড়ে 4 হাজার লালারস সংগ্রহ করা হয়েছে । প্রায় প্রতিদিনই কয়েক হাজার পরিযায়ী শ্রমিক ফিরে আসছেন । এঁদের বেশিরভাগকেই হোম কোয়ারানটিনে রাখা হচ্ছে । এদিন পর্যন্ত প্রায় 6 হাজার মানুষকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে।
এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুকুমার দে জানান, " অন্যান্য রাজ্য থেকে আসা মানুষদেরও লালারস সংগ্রহ করা হবে। কিন্তু দিল্লি, মহারাষ্ট্র ও গুজরাত থেকে আসা মানুষদের ক্ষেত্রে তা বাধ্যতামূলক করা হয়েছে ।"