ETV Bharat / state

বালুরঘাটে বাড়ছে ঠান্ডা, শীতের আমেজ উপভোগ জেলাবাসীর - বালুরঘাটে বাড়ছে ঠাণ্ডা

আজ সকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বালুরঘাটে ৷ গত দু'দিন একেবারে ছিল না বললেই চলে ৷

ছবি
ছবি
author img

By

Published : Jan 13, 2021, 2:05 PM IST

বালুরঘাট, 13 জানুয়ারি: দু'দিনে শীতের আমেজ বেড়েছে উত্তরবঙ্গে । বালুরঘাটে এক ধাক্কায় নেমেছে তাপমাত্রা ।

তবে আজ ছবিটা অন্যরকম । সকাল থেকে কুয়াশার দেখা নেই । কিন্তু কনকনে উত্তুরে হাওয়া শীতের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে । জানুয়ারির প্রথম সপ্তাহে ঠান্ডার দেখা মেলেনি দক্ষিণ দিনাজপুর জেলায় । গত দু'দিন ধরে চারিদিক কুয়াশাচ্ছন্ন থাকলেও ছিল না শীতের প্রকোপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জেলায় তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রি সেলসিয়াসে ।

বালুরঘাটে শীতের আমেজ দেখুন

প্রাতঃভ্রমণকারী রামকৃষ্ণ দাস বলেন, "অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি শীত পড়েছে । ভালো লাগছে । শীতের দিনে শীত না পড়ে খুব তাড়াতাড়ি চলে গেলে ভাল লাগে না ।"

বালুরঘাট, 13 জানুয়ারি: দু'দিনে শীতের আমেজ বেড়েছে উত্তরবঙ্গে । বালুরঘাটে এক ধাক্কায় নেমেছে তাপমাত্রা ।

তবে আজ ছবিটা অন্যরকম । সকাল থেকে কুয়াশার দেখা নেই । কিন্তু কনকনে উত্তুরে হাওয়া শীতের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে । জানুয়ারির প্রথম সপ্তাহে ঠান্ডার দেখা মেলেনি দক্ষিণ দিনাজপুর জেলায় । গত দু'দিন ধরে চারিদিক কুয়াশাচ্ছন্ন থাকলেও ছিল না শীতের প্রকোপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জেলায় তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রি সেলসিয়াসে ।

বালুরঘাটে শীতের আমেজ দেখুন

প্রাতঃভ্রমণকারী রামকৃষ্ণ দাস বলেন, "অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি শীত পড়েছে । ভালো লাগছে । শীতের দিনে শীত না পড়ে খুব তাড়াতাড়ি চলে গেলে ভাল লাগে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.