ETV Bharat / state

'বিপজ্জনক সেতু'; নিষেধাজ্ঞা উড়িয়েই চলছে যাতায়াত - বালুরঘাটের বিপদজনক সেতু

বালুরঘাটের ডাকবাংলোপাড়া ও গীতাঞ্জলির মধ্যে আত্রেয়ী খাড়ির উপর ফুটব্রিজটির একাংশ ভেঙে পড়ে যায় বৃহস্পতিবার ৷ বাম আমলে ফুটব্রিজটি তৈরি হলেও পরে আর সেভাবে কোনওদিন সংস্কার করা হয়নি । বৃহস্পতিবার দুপুরে প্রথমবার ব্রিজটির একাংশ ভেঙে যায় । বিকেলের দিকে দ্বিতীয়বার ঝাঁকুনি দিয়ে ব্রিজটি আরও ঝুঁকে যায় । ঘটনা পৌরসভার নজরে আসতে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় ৷ ব্রিজের দু'পাশে মোতায়েন করা হয় সিভিক ভলান্টিয়ার । ব্রিজে পাকাপাকি ভাবে লাগিয়ে দেওয়া হয় লোহার রড । এরপরও পুলিশের ব্যারিকেড ও আটকানো লোহা টপকে যাতায়াত করছে সাধারণ মানুষ । যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ।

'বিপদজনক সেতু, যাতায়াত নিষেধ'
author img

By

Published : Nov 10, 2019, 1:27 PM IST

বালুরঘাট, 10 নভেম্বর: সেতুর শুরুতে লেখা 'বিপজ্জনক সেতু, যাতায়াত নিষেধ' ৷ তার মধ্যেই ঝুঁকিপূর্ণভাবে চলছে সেতু পারাপার ৷ বালুরঘাটের ডাকবাংলোপাড়া ও গীতাঞ্জলির মধ্যে আত্রেয়ী খাড়ির উপর ফুটব্রিজটির একাংশ ভেঙে পড়ে যায় বৃহস্পতিবার ৷ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে সেতু পারাপার ৷ যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ ঘটনা নজরে আসতে তড়িঘড়ি ব্যবস্থা নেয় বালুরঘাট পৌরসভা ৷ সেতুর দুপাশে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা ৷ পথচলতি মানুষকে সেতু ব্যবহারে নিষেধ করা হচ্ছে ৷

বালুরঘাট পৌরসভার অন্তর্গত ডাকবাংলোপাড়া ও গীতাঞ্জলির মধ্যে আত্রেয়ী খাড়ির উপর এই ফুটব্রিজটি তৈরি হয়েছিল বাম আমলে ৷ সেতুটি তৈরি হওয়ায় খুব কম সময়ে পৌঁছে যাওয়া যেত গীতাঞ্জলি বাজারে ৷ অভিযোগ উঠছে, বাম আমলে ফুটব্রিজটি তৈরি হলেও পরে আর সেভাবে কোনওদিন সংস্কার করা হয়নি । সেতুটির রেলিং একাধিক জায়গায় ভাঙা ৷ বছর খানেক আগে ঘটনাটি প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ । ফুটব্রিজের উপর দিয়ে মোটর বাইক ও টোটো চলাচল বন্ধ করতে নির্দেশিকা জারি করা হয় । ব্রিজের দু'পাশে কংক্রিটের ব্যারিকেডও করা হয়েছিল পৌরসভার তরফে ৷ কিছুদিন যেতেই সেই ব্যারিকেড ভেঙে ফের মোটরবাইক ও টোটো চলাচল শুরু হয় । বৃহস্পতিবার দুপুরে প্রথমবার ব্রিজটির একাংশ ভেঙে যায় । বিকেলের দিকে দ্বিতীয়বার ঝাঁকুনি দিয়ে ব্রিজটি আরও ঝুঁকে যায় । ঘটনা পৌরসভার নজরে আসতে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় ৷ সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ ব্রিজে পাকাপাকি ভাবে লাগিয়ে দেওয়া হয় লোহার রড । এরপরও পুলিশের ব্যারিকেড ও আটকানো লোহা টপকে যাতায়াত করছে সাধারণ মানুষ । যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ।

ভিডিয়োয় দেখুন সেতু নিয়ে কী বলছেন স্থানীয়রা

স্থানীয় বাসিন্দা আরতি বসাক বলেন, "ব্রিজ ভেঙে যাচ্ছে । তাও লোকজন তার উপর দিয়ে যাতায়াত করছে । এর আগে কংক্রিটের দেওয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছিল । তা ভেঙে দিয়ে যাতায়াত শুরু করে । আবার এখনও পুলিশের ব্যারিকেড ও লোহা দিয়ে ঘেরা রয়েছে । তাও তার উপর দিয়ে লোক যাতায়াত করছে। মানুষই যদি নিজের ভালো না বোঝে তাহলে কী করার আছে ।"

অন্যদিকে বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়েই ব্রিজের দু'পাশে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে । যাতে এই ব্রিজের উপর দিয়ে কেউ যাতায়াত না করে ।

বালুরঘাট, 10 নভেম্বর: সেতুর শুরুতে লেখা 'বিপজ্জনক সেতু, যাতায়াত নিষেধ' ৷ তার মধ্যেই ঝুঁকিপূর্ণভাবে চলছে সেতু পারাপার ৷ বালুরঘাটের ডাকবাংলোপাড়া ও গীতাঞ্জলির মধ্যে আত্রেয়ী খাড়ির উপর ফুটব্রিজটির একাংশ ভেঙে পড়ে যায় বৃহস্পতিবার ৷ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে সেতু পারাপার ৷ যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ ঘটনা নজরে আসতে তড়িঘড়ি ব্যবস্থা নেয় বালুরঘাট পৌরসভা ৷ সেতুর দুপাশে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা ৷ পথচলতি মানুষকে সেতু ব্যবহারে নিষেধ করা হচ্ছে ৷

বালুরঘাট পৌরসভার অন্তর্গত ডাকবাংলোপাড়া ও গীতাঞ্জলির মধ্যে আত্রেয়ী খাড়ির উপর এই ফুটব্রিজটি তৈরি হয়েছিল বাম আমলে ৷ সেতুটি তৈরি হওয়ায় খুব কম সময়ে পৌঁছে যাওয়া যেত গীতাঞ্জলি বাজারে ৷ অভিযোগ উঠছে, বাম আমলে ফুটব্রিজটি তৈরি হলেও পরে আর সেভাবে কোনওদিন সংস্কার করা হয়নি । সেতুটির রেলিং একাধিক জায়গায় ভাঙা ৷ বছর খানেক আগে ঘটনাটি প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ । ফুটব্রিজের উপর দিয়ে মোটর বাইক ও টোটো চলাচল বন্ধ করতে নির্দেশিকা জারি করা হয় । ব্রিজের দু'পাশে কংক্রিটের ব্যারিকেডও করা হয়েছিল পৌরসভার তরফে ৷ কিছুদিন যেতেই সেই ব্যারিকেড ভেঙে ফের মোটরবাইক ও টোটো চলাচল শুরু হয় । বৃহস্পতিবার দুপুরে প্রথমবার ব্রিজটির একাংশ ভেঙে যায় । বিকেলের দিকে দ্বিতীয়বার ঝাঁকুনি দিয়ে ব্রিজটি আরও ঝুঁকে যায় । ঘটনা পৌরসভার নজরে আসতে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় ৷ সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ ব্রিজে পাকাপাকি ভাবে লাগিয়ে দেওয়া হয় লোহার রড । এরপরও পুলিশের ব্যারিকেড ও আটকানো লোহা টপকে যাতায়াত করছে সাধারণ মানুষ । যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ।

ভিডিয়োয় দেখুন সেতু নিয়ে কী বলছেন স্থানীয়রা

স্থানীয় বাসিন্দা আরতি বসাক বলেন, "ব্রিজ ভেঙে যাচ্ছে । তাও লোকজন তার উপর দিয়ে যাতায়াত করছে । এর আগে কংক্রিটের দেওয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছিল । তা ভেঙে দিয়ে যাতায়াত শুরু করে । আবার এখনও পুলিশের ব্যারিকেড ও লোহা দিয়ে ঘেরা রয়েছে । তাও তার উপর দিয়ে লোক যাতায়াত করছে। মানুষই যদি নিজের ভালো না বোঝে তাহলে কী করার আছে ।"

অন্যদিকে বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়েই ব্রিজের দু'পাশে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে । যাতে এই ব্রিজের উপর দিয়ে কেউ যাতায়াত না করে ।

Intro:বন্ধ করে দেওয়ার পরও ঝুঁকিপূর্ণ ভাবে চলছে ফুটব্রিজের উপর দিয়ে যাতায়াত, যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।।

বালুরঘাট, ৯ নভেম্বর: গত বৃহস্পতিবারই বালুরঘাট ফুটব্রিজের একাংশ ভেঙে পড়ে বসে যায়। তড়িঘড়ি বালুরঘাট পৌরসভা ও পুলিশের পক্ষ থেকে ফুটব্রিজের দু'পাশ বন্ধ করে দেওয়া হয়। এদিকে ফুটব্রিজ বন্ধ করে দিল তার উপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবে যাতায়ত করছে সাধারণ মানুষ। এর ফলে আশঙ্কা থেকেই যায় বড়সড় দুর্ঘটনার। এদিকে বিষয়টি নজরে আসতে ব্রিজের দু'পাশে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পথচলতি মানুষদের ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রায় এক যুগ আগে বাম আমলে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট ডাকবাংলােপাড়া ও গীতাঞ্জলি মধ্যে আত্রেয়ী খাড়ির উপর ফুটব্রিজটি তৈরি করা হয়। ব্রিজটি হওয়ার ফলে খুব তাড়াতাড়ি ও কম সময়ে গীতাঞ্জলি বাজারে যাওয়া যেত। অভিযােগ, বাম আমলে ফুট ব্রিজটি তৈরি করা হলেও পরে তার আর সেভাবে কোনদিন সংস্কার করা হয়নি। এর ফলে ব্রিজের একাধিক জায়গায় রেলিং ভেঙ্গে যায়। একরকম ভগ্নদশায় পরিণত হয় ব্রিজটি। বছর খানেক আগে সংবাদ মাধ্যমে বেহালদশা খবরটি প্রকাশ হওয়ার পরই নড়েচড়ে বসে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। ফুট ব্রিজের উপর দিয়ে মােটর বাইক বা টোটো চলাচল বন্ধ করতে নির্দেশিকা জারি করা হয়। এমনকি ব্রিজের দু'পাশে কংক্রিটের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। কিছুদিন যেতেই সে ব্যারিকেড ভেঙে ফেলে যাতায়াত শুরু করে সাধারণ মানুষ। প্রতিনিয়ত মােটরবাইক ও টোটো এই ফুট বিষয়ের উপর দিয়ে যাতায়াত করত। গত বৃহস্পতিবার দুপুরে প্রথমবার ব্রিজটির একাংশ ভেঙে বসে যায়। বিকেলের দিকে দ্বিতীয়বার ঝাঁকুনি দিয়ে ব্রিজটি আরও বসে এবং ঝুঁকে যায়। ওই রাস্তা দিয়ে চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। ব্রিজে লোহার রড পাকাপাকি ভাবে লাগিয়ে দেওয়া হয়। এরপরও পুলিশের ব্যারিকেড ও আটকানো লোহা টপকে যাতায়াত করছে সাধারণ মানুষ। এর ফলে যে কোন সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা আরতি বসাক জানান, ব্রিজ ভেঙে যাচ্ছে। তাও লোক ওর উপর দিয়ে যাতায়াত করছেই। এর আগে কংক্রিটের দেওয়া দিয়ে আটকে দেওয়া হয়েছিল। তা ভেঙে দিয়ে যাতায়াত শুরু করে। আবার এখনো পুলিশের ব্যারিকেড ও লোহা দিয়ে ঘেরা রয়েছে। তাও তার উপর দিয়ে লোক যাতায়াত করছে। মানুষই যদি নিজের ভাল না বোঝে তাহলে কি করার আছে।

অন্য দিকে বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়েই ব্রিজের দু'পাশে সিভিক ভলেন্টিয়ার মোতায়ন করা হয়েছে। যাতে এই ব্রিজের উপর দিয়ে কেউ যাতায়াত না করে।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.