ETV Bharat / state

অবৈধ টোটো এবং রেজিস্ট্রেশনহীন ই-রিকশা চলাচল বন্ধ করতে বালুরঘাটে ধরপাকড় - বালুরঘাটের খবর

জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা বলেন, "অবৈধ টোটো ও নথিভুক্তহীন ই-রিকশাগুলিকে ধরে রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে । এখন থেকে আর কোন টোটোকে অবৈধভাবে চলাচল করতে দেওয়া হবে না । এই অভিযান লাগাতার চলবে এবং এর মাধ্যমে বালুরঘাট শহরে যানযট অনেকটাই কমে যাবে ।"

balurghat news
balurghat news
author img

By

Published : Sep 26, 2020, 10:18 PM IST

বালুরঘাট, 26 সেপ্টেম্বর : লকডাউন শিথিল হতেই বালুরঘাটে অবাধে যাতায়াত করছে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিকশা । অবশেষে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিকশা ধরপাকড় শুরু করল জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর(RTO) । আজ দুপুরে বালুরঘাট থানা মোড়ে RTO সন্দীপ সাহা নিজে ধরপাকড় অভিযান শুরু করেন ।

মূলত অবৈধ টোটো এবং রেজিস্ট্রেশনহীন ই-রিকশা চলাচল বন্ধ করতে এই অভিযান । এবং তাঁদের রেজিস্ট্রেশন করার জন্য বলা হচ্ছে এবং নাম নথিভুক্ত করা হচ্ছে বলে জানান জেলা আঞ্চলিক প্রধান দপ্তর আধিকারিক সন্দীপ সাহা । আজ সব মিলিয়ে 60টি অবৈধ টোটো ও ই-রিকশা আটকিয়ে তাঁদের চিহ্নিত করা হয় । সরকারি লাইসেন্স ও নির্দিষ্ট রুটে চললে যানজট কমবে বলে আশা করছেন তিনি ।

প্রসঙ্গত, বালুরঘাট শহর জুড়ে প্রচুর সংখ্যক টোটো রাস্তায় নেমেছে । যার ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে যানযটের সৃষ্টি হচ্ছে । যার মধ্যে বেশিরভাগ টোটোই বেআইনি বলে জানা গেছে । এছাড়াও বাইরে থেকে অনেক টোটো এসে শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে । যার মধ্যে অনেকেরই নম্বর নেই । বেআইনি টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিকশা রুখতে বালুরঘাট শহরে লকডাউনের আগেই এই অভিযান শুরু হয়েছিল । লকডাউনের কারণে সেই অভিযান বন্ধ ছিল । লকডাউন শিথিল হতেই বালুরঘাটে অবাধে যাতায়াত করছে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিকশা । অবশেষে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিকশা ধরপাকড় করে চিহ্নিতকরণ এবং নম্বরের ব্যবস্থা করা হচ্ছে । নিজস্ব ব্লক অনুযায়ী টোটো চলাচল করবে বলে জানা গেছে ।

এবিষয়ে জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা বলেন, "অবৈধ টোটো ও নথিভুক্তহীন ই-রিকশাগুলিকে ধরে রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে । এগুলো অবৈধভাবে চলাচল করে গোটা বালুরঘাট শহরকে যানজট করে দিচ্ছে । যাদের লাইসেন্স রয়েছে, তাঁদের নম্বর দিয়ে দেওয়া হচ্ছে । তাই এখন থেকে আর কোন টোটোকে অবৈধভাবে চলাচল করতে দেওয়া হবে না । এই অভিযান লাগাতর চলবে এবং এর মাধ্যমে বালুরঘাট শহরে যানজট অনেকটাই কমে যাবে । কেউ নিজের নিজের এলাকার বাইরে টোটো চালাতে পারবে না ।"

বালুরঘাট, 26 সেপ্টেম্বর : লকডাউন শিথিল হতেই বালুরঘাটে অবাধে যাতায়াত করছে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিকশা । অবশেষে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিকশা ধরপাকড় শুরু করল জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর(RTO) । আজ দুপুরে বালুরঘাট থানা মোড়ে RTO সন্দীপ সাহা নিজে ধরপাকড় অভিযান শুরু করেন ।

মূলত অবৈধ টোটো এবং রেজিস্ট্রেশনহীন ই-রিকশা চলাচল বন্ধ করতে এই অভিযান । এবং তাঁদের রেজিস্ট্রেশন করার জন্য বলা হচ্ছে এবং নাম নথিভুক্ত করা হচ্ছে বলে জানান জেলা আঞ্চলিক প্রধান দপ্তর আধিকারিক সন্দীপ সাহা । আজ সব মিলিয়ে 60টি অবৈধ টোটো ও ই-রিকশা আটকিয়ে তাঁদের চিহ্নিত করা হয় । সরকারি লাইসেন্স ও নির্দিষ্ট রুটে চললে যানজট কমবে বলে আশা করছেন তিনি ।

প্রসঙ্গত, বালুরঘাট শহর জুড়ে প্রচুর সংখ্যক টোটো রাস্তায় নেমেছে । যার ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে যানযটের সৃষ্টি হচ্ছে । যার মধ্যে বেশিরভাগ টোটোই বেআইনি বলে জানা গেছে । এছাড়াও বাইরে থেকে অনেক টোটো এসে শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে । যার মধ্যে অনেকেরই নম্বর নেই । বেআইনি টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিকশা রুখতে বালুরঘাট শহরে লকডাউনের আগেই এই অভিযান শুরু হয়েছিল । লকডাউনের কারণে সেই অভিযান বন্ধ ছিল । লকডাউন শিথিল হতেই বালুরঘাটে অবাধে যাতায়াত করছে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিকশা । অবশেষে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ই-রিকশা ধরপাকড় করে চিহ্নিতকরণ এবং নম্বরের ব্যবস্থা করা হচ্ছে । নিজস্ব ব্লক অনুযায়ী টোটো চলাচল করবে বলে জানা গেছে ।

এবিষয়ে জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা বলেন, "অবৈধ টোটো ও নথিভুক্তহীন ই-রিকশাগুলিকে ধরে রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে । এগুলো অবৈধভাবে চলাচল করে গোটা বালুরঘাট শহরকে যানজট করে দিচ্ছে । যাদের লাইসেন্স রয়েছে, তাঁদের নম্বর দিয়ে দেওয়া হচ্ছে । তাই এখন থেকে আর কোন টোটোকে অবৈধভাবে চলাচল করতে দেওয়া হবে না । এই অভিযান লাগাতর চলবে এবং এর মাধ্যমে বালুরঘাট শহরে যানজট অনেকটাই কমে যাবে । কেউ নিজের নিজের এলাকার বাইরে টোটো চালাতে পারবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.