ETV Bharat / state

বিকল একমাত্র ফোন, দমকল অফিসে গিয়ে দিতে হচ্ছে খবর ! - BSNL Phone Trouble

9 অগাস্ট দুপুরের পর থেকেই বালুরঘাট দমকল অফিসের BSNL ল্যান্ডলাইন ফোনটি অকেজো হয়ে যায়

বিকল একমাত্র ফোন, দমকল অফিসে গিয়ে দিতে হচ্ছে খবর !
author img

By

Published : Aug 18, 2019, 9:30 AM IST

Updated : Aug 18, 2019, 9:44 AM IST

বালুরঘাট, 17 অগস্ট : প্রায় এক সপ্তাহ ধরে বিকল বালুরঘাট দমকল অফিসের একমাত্র ফোন ৷ তাই কোনও দুর্ঘটনা ঘটলে ফোন করে পাওয়া যাচ্ছে না । অগত্যা অফিস গিয়ে জানাতে হচ্ছে সমস্যা ৷ BSNL অফিস থেকে জেলা প্রশাসনের কাছে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ । দমকলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা না পেয়ে না পেয়ে ঘটনাস্থানে পৌঁছালে কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ বাসিন্দারা ।

অনেক দিন আগেই টোল ফ্রি 101 নম্বরটি অকেজো ছিল । 9 অগাস্ট দুপুরের পর থেকেই বালুরঘাট দমকল অফিসের BSNL ল্যান্ডলাইন ফোনটি অকেজো হয়ে যায় । প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে ফোন অকেজো হওয়ার বিষয়টি দমকল কর্মীরা বুঝতে পারেন । পরদিন অর্থাৎ 10 আগস্ট BSNL অফিস-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কাছে ঘটনা জানানো হয় । অভিযোগ জানানোর পরও কেটে গেছে 7 দিন । এখনও ঠিক হয়নি বালুরঘাট দমকল অফিসের ল্যান্ডফোন । কেউ ফোন করলে রিং শোনা যাচ্ছে না । তাই দমকল ফোন তুলছে না বলে মনে করছেন সবাই । বিভ্রান্তিতে বাড়ছে সমস্যা ৷

image
9 অগাস্ট দুপুরের পর থেকেই বালুরঘাট দমকল অফিসের BSNL ল্যান্ডলাইন ফোনটি অকেজো হয়ে যায়

গত শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট BJP মোড় এলাকায় নর্দমায় একটি ষাঁড় পড়ে যায় । স্থানীয়রা ষাঁড়টিকে উদ্ধারের জন্য দমকলে ফোন করেন । অবশেষে স্থানীয় এক ব্যক্তি দমকল অফিসে গিয়ে ঘটনার খবর দিয়ে আসেন । ঘটনাস্থানে গিয়ে নর্দমা থেকে ষাঁড়টিকে উদ্ধার করেন দমকল কর্মীরা । সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের ৷

image
বিভ্রান্তিতে বাড়ছে সমস্যা ৷

এবিষয়ে স্থানীয় বাসিন্দা অপূর্ব সরকার বলেন, গতকাল যখন BJP মোড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন সে সময় দেখেন একটি ষাঁড় নর্দমায় পড়ে গেছে । দমকলে ফোন করে লাভ হয়নি । পরে জানতে পারেন দমকল অফিসের ফোনটি বিকল । বালুরঘাট দমকলের স্টেশন অফিসার শম্ভুনাথ গোপ বলেন, ''15 দিন আগে এখানে জয়েন করেছি । 9 তারিখ থেকেই অফিসের ল্যান্ড ফোন নম্বরটি বন্ধ । বিষয়টি BSNL থেকে জেলা প্রশাসনের আধিকারিক প্রত্যেককেই জানানো হয়েছে বেশ কয়েকবার । তবে পরিষেবা এখনও বন্ধ । গুরুত্বপূর্ণ কিছু হয়ে গেলে মুশকিল ৷ দমকল খবর পেয়ে পৌঁছানোর পর আবার আমাদের গালিগালাজ করছে বিক্ষুব্ধ জনতা ।''

বিকল বালুরঘাট দমকল অফিসের একমাত্র ফোন

অন্যদিকে বালুরঘাট BSNL আধিকারিক (AGM) নীতেন্দ্রনাথ সরকার বলেন, ''বালুরঘাট-হিলি জাতীয় সড়ক হওয়ার জন্য ফাইবারের তার কাটা পড়েছে ৷ ঠিক কোথায় তার ছিড়ে গেছে, তা জানা যায়নি । '' দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি ৷

বালুরঘাট, 17 অগস্ট : প্রায় এক সপ্তাহ ধরে বিকল বালুরঘাট দমকল অফিসের একমাত্র ফোন ৷ তাই কোনও দুর্ঘটনা ঘটলে ফোন করে পাওয়া যাচ্ছে না । অগত্যা অফিস গিয়ে জানাতে হচ্ছে সমস্যা ৷ BSNL অফিস থেকে জেলা প্রশাসনের কাছে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ । দমকলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা না পেয়ে না পেয়ে ঘটনাস্থানে পৌঁছালে কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ বাসিন্দারা ।

অনেক দিন আগেই টোল ফ্রি 101 নম্বরটি অকেজো ছিল । 9 অগাস্ট দুপুরের পর থেকেই বালুরঘাট দমকল অফিসের BSNL ল্যান্ডলাইন ফোনটি অকেজো হয়ে যায় । প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে ফোন অকেজো হওয়ার বিষয়টি দমকল কর্মীরা বুঝতে পারেন । পরদিন অর্থাৎ 10 আগস্ট BSNL অফিস-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কাছে ঘটনা জানানো হয় । অভিযোগ জানানোর পরও কেটে গেছে 7 দিন । এখনও ঠিক হয়নি বালুরঘাট দমকল অফিসের ল্যান্ডফোন । কেউ ফোন করলে রিং শোনা যাচ্ছে না । তাই দমকল ফোন তুলছে না বলে মনে করছেন সবাই । বিভ্রান্তিতে বাড়ছে সমস্যা ৷

image
9 অগাস্ট দুপুরের পর থেকেই বালুরঘাট দমকল অফিসের BSNL ল্যান্ডলাইন ফোনটি অকেজো হয়ে যায়

গত শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট BJP মোড় এলাকায় নর্দমায় একটি ষাঁড় পড়ে যায় । স্থানীয়রা ষাঁড়টিকে উদ্ধারের জন্য দমকলে ফোন করেন । অবশেষে স্থানীয় এক ব্যক্তি দমকল অফিসে গিয়ে ঘটনার খবর দিয়ে আসেন । ঘটনাস্থানে গিয়ে নর্দমা থেকে ষাঁড়টিকে উদ্ধার করেন দমকল কর্মীরা । সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের ৷

image
বিভ্রান্তিতে বাড়ছে সমস্যা ৷

এবিষয়ে স্থানীয় বাসিন্দা অপূর্ব সরকার বলেন, গতকাল যখন BJP মোড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন সে সময় দেখেন একটি ষাঁড় নর্দমায় পড়ে গেছে । দমকলে ফোন করে লাভ হয়নি । পরে জানতে পারেন দমকল অফিসের ফোনটি বিকল । বালুরঘাট দমকলের স্টেশন অফিসার শম্ভুনাথ গোপ বলেন, ''15 দিন আগে এখানে জয়েন করেছি । 9 তারিখ থেকেই অফিসের ল্যান্ড ফোন নম্বরটি বন্ধ । বিষয়টি BSNL থেকে জেলা প্রশাসনের আধিকারিক প্রত্যেককেই জানানো হয়েছে বেশ কয়েকবার । তবে পরিষেবা এখনও বন্ধ । গুরুত্বপূর্ণ কিছু হয়ে গেলে মুশকিল ৷ দমকল খবর পেয়ে পৌঁছানোর পর আবার আমাদের গালিগালাজ করছে বিক্ষুব্ধ জনতা ।''

বিকল বালুরঘাট দমকল অফিসের একমাত্র ফোন

অন্যদিকে বালুরঘাট BSNL আধিকারিক (AGM) নীতেন্দ্রনাথ সরকার বলেন, ''বালুরঘাট-হিলি জাতীয় সড়ক হওয়ার জন্য ফাইবারের তার কাটা পড়েছে ৷ ঠিক কোথায় তার ছিড়ে গেছে, তা জানা যায়নি । '' দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি ৷

Intro:সপ্তাহ ধরে বিকল বালুঘাট দমকল অফিসের একমাত্র ফোন, খবর দিতে যেতে সশরীরে।।

বালুরঘাট, ১৭ আগস্ট: এক সপ্তাহের বেশি সময় ধরে বিকল বালুঘাট দমকল অফিসের একমাত্র ল্যান্ডফোন। বারংবার বিএসএনএল অফিস থেকে জেলা প্রশাসনের কাছে জানিয়েও লাভ হয়নি কোন। দমকল খবর দিতে হলে যেতে হচ্ছে সশরীরে। এদিকে দমকলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা লোক না পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে কর্মীদের ধরে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুদ্ধ জনতারা। ফলে এক রকম ব্যাপক সমস্যায় পড়েছে বালুরঘাটের দমকল কর্মীরা।

জানা গেছে, গত ৯ আগস্ট দুপুরের পর থেকেই হঠাৎই বালুরঘাট দমকল অফিসের বিএসএনএল ল্যান্ডলাইন ফোনটি অকেজো হয়ে পরে। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে ফোন খারাপের বিষয়টি পরিষ্কার হয়ে যায় দমকল কর্মীদের কাছে। কাল বিলম্ব না করে পর দিনই অর্থাৎ ১০ আগস্ট বিএসএনএল অফিস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কাছে পুরো ঘটনা জানানো হয়। এদিকে অভিযোগ জানানোর পরেও কেটে গেছে ৭ দিন। এখনো ঠিক হয়নি বালুরঘাট দমকল অফিসের ল্যান্ড ফোন। এদিকে অনেক দিন আগেই টোল ফ্রি নাম্বার ১০১ নাম্বারটিও অকেজো হয়ে রয়েছে। এদিকে দমকলের ল্যান্ড ফোন খারাপ থাকলেও কেউ ফোন করলে তার আর রিং শুনতে পাচ্ছেন। ফলে দমকলে ফোন করলেও ফোন তুলছে না এমন ভ্রান্ত ধারণা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে দমকলে খবর দিতে গেলে সশরীরে হাজির হতে হচ্ছে অফিসে। তারপরই ঘটনাস্থলে যাচ্ছেন তো দমকল কর্মীরা।

যেমন, গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট বিজেপি মোড় এলাকায় ড্রেনে একটি ষাঁড় পরে যায়। স্থানীয়রা ষাঁড়টিকে উদ্ধারের জন্য দমকলে বারংবার ফোন করেও ফোন ধরা হয়নি। অবশেষে স্থানীয় একজন দমকল অফিসে গিয়ে ঘটনার খবর দিয়ে আসেন। তারপরই ঘটনাস্থলে গিয়ে ড্রেন থেকে ষাঁড়টিকে উদ্ধার করে দমকল কর্মীরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যেতে স্থানীয়রা বিক্ষোভ দেখায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ফোন কেন ধরছে না তারও তারা জবাবদিহি চায়।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা অপূর্ব সরকার জানান, গতকাল যখন বিজেপি মোড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন সে সময় দেখেন একটি শষাঁড় ড্রেনে পড়ে গেছে। স্থানীয়রা বারবার করে দমকলে ফোন করছিল কিন্তু কেউ তারা ফোন তুলছো না। পরে জানতে পারেন দমকল অফিসের ফোনটি খারাপ রয়েছে। কেউ ফোন করলে ফলস রিং শুনতে পাচ্ছে। বিএসএনএল ও দমকলকে এবিষয়ে আরও নজর দেওয়া উচিত। এটা একটি গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবা।

এবিষয়ে বালুরঘাট দমকলের স্টেশন অফিসার শম্ভুনাথ গোপ জানান, দিন পনেরো আগে তিনি এখানে জয়েন করেছেন। গত ৯ তারিখ থেকেই অফিসের ল্যান্ড ফোন নাম্বারটি বন্ধ রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিএসএনএল থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে। একবার নয় বেশ কয়েকবার জানানো হয়েছে। তবে এখন এখনো ঠিক হয়নি অফিসের ফোন। এরপর তাদের জন্য সমস্যা হচ্ছে তেমনি গুরুত্বপূর্ণ কিছু হয়ে গেলে সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে। ধৃত পৌঁছানোর পর আবার তাদেরকে গালিগালাজ করছে ক্ষুব্ধ জনতা।

অন্যদিকে বালুরঘাট বিএসএনএল আধিকারিক (এজিএম) নিতেন্দ্র নাথ সরকার জানান, বালুরঘাট হিলি জাতীয় সড়ক হওয়ার জন্য ফাইবারের তার কাটা পড়েছে। বিষয়টি তার নজরে এসেছে। ঠিক কোথায় কাটা পড়েছে তা এখনো জানা যায়নি। দ্রুত পরিষ্কার স্বাভাবিক এর জন্য চেষ্টা করছেন তারা।


Body:Balurghat


Conclusion:Balurghat
Last Updated : Aug 18, 2019, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.