ETV Bharat / state

নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার ব্যক্তি - sexual assault

চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিগ্রহের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ৷ অভিযুক্ত নেপাল সূত্রধরকে পুলিশ গ্রেফতার করেছে ৷

one-person-arrests-for-sexual-assault-of-a-minor-in-south-dinajpur
নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার 1 ব্যক্তি
author img

By

Published : Mar 14, 2021, 10:57 PM IST

গঙ্গারামপুর, 14 মার্চ : চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কদমতলার কাদিঘাটে ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নেপাল সূত্রধর ওই নাবালিকাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে নিগ্রহ করে ৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গঙ্গারামপুর থানায় নেপাল সূত্রধরের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নেপাল সূত্রধর নামে এক ব্যক্তি তার প্রতিবেশী নাবালিকাকে প্রায়ই চকলেটের লোভ দেখিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যেত ৷ সেখানে তাকে যৌন নিগ্রহ করত সে ৷ শনিবার বিকেলেও ওই নাবালিকাকে সেখানে নিয়ে গিয়েছিল অভিযুক্ত নেপাল কিন্তু, বিষয়টি জানাজানি হয়ে যায় ৷ স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই তারা নাবালিকার পরিবারকে বিষয়টি জানায় ৷ এরপর পরিবারের তরফে নেপাল সূত্রধরের নামে গঙ্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নেপাল সূত্রধরকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন : আগের বছরের তুলনায় ভারতীয় সংস্থায় যৌন হেনস্থার অভিযোগ বাড়ল

নাবালিকার শারীরিক পরীক্ষার করানো হয়েছে ৷ অভিযুক্তকে আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ সেখানে পুলিশের তরফে অভিযুক্তকে তিনদিনের হেফাজতে চায় পুলিশ ৷ তবে, বিচারক অভিযুক্তকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

গঙ্গারামপুর, 14 মার্চ : চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কদমতলার কাদিঘাটে ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নেপাল সূত্রধর ওই নাবালিকাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে নিগ্রহ করে ৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গঙ্গারামপুর থানায় নেপাল সূত্রধরের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নেপাল সূত্রধর নামে এক ব্যক্তি তার প্রতিবেশী নাবালিকাকে প্রায়ই চকলেটের লোভ দেখিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যেত ৷ সেখানে তাকে যৌন নিগ্রহ করত সে ৷ শনিবার বিকেলেও ওই নাবালিকাকে সেখানে নিয়ে গিয়েছিল অভিযুক্ত নেপাল কিন্তু, বিষয়টি জানাজানি হয়ে যায় ৷ স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই তারা নাবালিকার পরিবারকে বিষয়টি জানায় ৷ এরপর পরিবারের তরফে নেপাল সূত্রধরের নামে গঙ্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নেপাল সূত্রধরকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন : আগের বছরের তুলনায় ভারতীয় সংস্থায় যৌন হেনস্থার অভিযোগ বাড়ল

নাবালিকার শারীরিক পরীক্ষার করানো হয়েছে ৷ অভিযুক্তকে আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ সেখানে পুলিশের তরফে অভিযুক্তকে তিনদিনের হেফাজতে চায় পুলিশ ৷ তবে, বিচারক অভিযুক্তকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.