ETV Bharat / state

আবারও কুশমণ্ডিতে কোরোনা আক্রান্তের হদিস, দক্ষিণ দিনাজপুরে বেড়ে 4 - covid 19

কুশমণ্ডিতে মিলল আরও এক কোরোনা আক্রান্তের হদিস । তিনি সম্প্রতি ভিনরাজ্য থেকে ফিরেছেন বলে খবর ।

corona
কোরোনা
author img

By

Published : May 21, 2020, 2:38 PM IST

বালুরঘাট, 21 মে : দক্ষিণ দিনাজপুরে আরও একজনের শরীরে মিলল কোরোনার হদিস । আক্রান্ত যুবকের বাড়ি কুশমণ্ডিতে । গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তাঁর রিপোর্ট আসে। যদিও এবিষয়ে প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি । আজ বিকালে সরকারিভাবে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হবে জানা গেছে । সেই বিজ্ঞপ্তিতে জেলার সামগ্রিক বিষয়ে তথ্য থাকবে । এনিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার ।

জানা গেছে, আক্রান্ত যুবক হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন । সম্প্রতি তিনি হরিয়ানা থেকে কুশমণ্ডির বাড়িতে ফিরেছেন । ওই যুবকের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ এসেছে । আক্রান্ত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

শনিবার দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম কোরোনা আক্রান্তের হদিস মেলে । ভিনরাজ্য থেকে কুশমণ্ডিতে ফেরা তিন শ্রমিক কোরোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর মেলে । চিকিৎসার জন্য রায়গঞ্জের বেসরকারি হাসপাতালে তাঁদের ভরতি করা হয় । এদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওই তিনজনের সংস্পর্শে আসা তিন শিশুসহ মোট 40জনকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

কোরোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ওই তিন শিশুর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রু নাটস মেশিনের মাধ্যমে কোরোনা পরীক্ষা করা হয়েছিল । তাদের রিপোর্ট নেগেটিভ আসে । বাকি 37জনের লালারসের নমুনা পাঠানো হলেও তাঁদের রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি জেলা স্বাস্থ্য বিভাগের হাতে । বাকিদের রিপোর্ট কবে আসবে তা নিয়ে ধন্দে জেলা স্বাস্থ্য বিভাগ । কারণ ইতিমধ্যেই মালদা ও শিলিগুড়ি মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় 600-র মতো রিপোর্ট পেন্ডিং রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর । এদিকে গতকালই কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালসহ আক্রান্তদের এলাকা স্যানিটাইজ় করা হয় ।

বালুরঘাট, 21 মে : দক্ষিণ দিনাজপুরে আরও একজনের শরীরে মিলল কোরোনার হদিস । আক্রান্ত যুবকের বাড়ি কুশমণ্ডিতে । গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তাঁর রিপোর্ট আসে। যদিও এবিষয়ে প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি । আজ বিকালে সরকারিভাবে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হবে জানা গেছে । সেই বিজ্ঞপ্তিতে জেলার সামগ্রিক বিষয়ে তথ্য থাকবে । এনিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার ।

জানা গেছে, আক্রান্ত যুবক হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন । সম্প্রতি তিনি হরিয়ানা থেকে কুশমণ্ডির বাড়িতে ফিরেছেন । ওই যুবকের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ এসেছে । আক্রান্ত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

শনিবার দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম কোরোনা আক্রান্তের হদিস মেলে । ভিনরাজ্য থেকে কুশমণ্ডিতে ফেরা তিন শ্রমিক কোরোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর মেলে । চিকিৎসার জন্য রায়গঞ্জের বেসরকারি হাসপাতালে তাঁদের ভরতি করা হয় । এদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওই তিনজনের সংস্পর্শে আসা তিন শিশুসহ মোট 40জনকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

কোরোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ওই তিন শিশুর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রু নাটস মেশিনের মাধ্যমে কোরোনা পরীক্ষা করা হয়েছিল । তাদের রিপোর্ট নেগেটিভ আসে । বাকি 37জনের লালারসের নমুনা পাঠানো হলেও তাঁদের রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি জেলা স্বাস্থ্য বিভাগের হাতে । বাকিদের রিপোর্ট কবে আসবে তা নিয়ে ধন্দে জেলা স্বাস্থ্য বিভাগ । কারণ ইতিমধ্যেই মালদা ও শিলিগুড়ি মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় 600-র মতো রিপোর্ট পেন্ডিং রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর । এদিকে গতকালই কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালসহ আক্রান্তদের এলাকা স্যানিটাইজ় করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.