ETV Bharat / state

কুশমণ্ডিতে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার, পিটিয়ে খুনের অভিযোগ

হরিহর দাস নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। কুশমণ্ডির মালিগাঁওয়ের ঘটনা।

হরিহর দাসের মৃতদেহ
author img

By

Published : Mar 23, 2019, 9:55 AM IST

Updated : Mar 23, 2019, 2:00 PM IST

কুশমণ্ডি, 23 মার্চ : কুশমণ্ডি থানার মালিগাঁও এলাকায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম হরিহর দাস (50)। বাড়ি পাঁচহাটা এলাকায়। আজ সকালে পাঁচহাটা শিশু শিক্ষাকেন্দ্রেরথেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে।

গতকাল দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল হরিহর দাস। এরপর আজ সকালে বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা হরিহরকে অন্য কোনও জায়গায় খুন করে পাঁচহাটা শিশুকেন্দ্রের মাঠে ফেলে রেখে গেছে। পাশের পুকুর থেকে একটি রক্তমাখা বাঁশ উদ্ধার হয়েছে।

খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ ঘটনাস্থানে গেলে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের বক্তব্য, খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এরপর পুলিশের আশ্বাসে এলাকাবাসীরা বিক্ষোভ তুলে নেন।

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামল সাহা বলেন, "হরিহর দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী। আর কয়েকদিন পর লোকসভা নির্বাচন। ভোটের জন্য সে যথেষ্ট সময় দিত। দলের কর্মীদের সঙ্গেও কথা বলত। আমরা আলোচনার মাধ্যমে চেষ্টা করছি যাতে পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারে।"

কুশমণ্ডি, 23 মার্চ : কুশমণ্ডি থানার মালিগাঁও এলাকায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম হরিহর দাস (50)। বাড়ি পাঁচহাটা এলাকায়। আজ সকালে পাঁচহাটা শিশু শিক্ষাকেন্দ্রেরথেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে।

গতকাল দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল হরিহর দাস। এরপর আজ সকালে বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা হরিহরকে অন্য কোনও জায়গায় খুন করে পাঁচহাটা শিশুকেন্দ্রের মাঠে ফেলে রেখে গেছে। পাশের পুকুর থেকে একটি রক্তমাখা বাঁশ উদ্ধার হয়েছে।

খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ ঘটনাস্থানে গেলে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের বক্তব্য, খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এরপর পুলিশের আশ্বাসে এলাকাবাসীরা বিক্ষোভ তুলে নেন।

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামল সাহা বলেন, "হরিহর দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী। আর কয়েকদিন পর লোকসভা নির্বাচন। ভোটের জন্য সে যথেষ্ট সময় দিত। দলের কর্মীদের সঙ্গেও কথা বলত। আমরা আলোচনার মাধ্যমে চেষ্টা করছি যাতে পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারে।"

Intro:হরিরামপুর ব্লকে বিজেপির পক্ষ থেকে মহিলারা দেওয়াল লিখনে অংশগ্রহণ করছে ।
হরিরামপুর ; ২২ মার্চ ;- সমস্ত পশ্চিম বঙ্গ যখন রং খেলায় ব্যাস্ত ঠিক সেই সময় অন্য চিত্র ধরা পড়ল হরিরামপুর ব্লকে । শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হবার পরের দিন দেওয়াল লিখন শুরু করে দিলো কর্মী সমর্থকেরা। এদিন হরিরামপুর ব্লক বিজেপি মন্ডল কমিটি সকাল থেকে হোলির রং খেলে কর্মী সমর্থকেরা বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে। দেওয়াল লিখন এবং প্রচারে মহিলারা এগিয়ে এসেছে । হরিরামপুর ব্লকের বেশ কয়েকটি দেওয়াল লিখন করে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পরে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বালুরঘাট খাদিমপুর এলাকার বাসিন্দা পেশায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেলার ভূমি পুত্রকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপিকে জেতাতে প্রার্থী ঘোষণার পর থেকে কোমর বেঁধে নেমে পরে বিজেপি কর্মী সমর্থকেরা।
জেলা বিজেপির সদস্য শ্যামল দাস বলেন বুধবার রাতে কেন্দ্রীয় নেতৃত্ব বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। ইতিমধ্যেই গোটা জেলা জুড়ে আমরা দেওয়াল সাদা করে সাইড করে রেখে দিয়েছি। সকাল থেকে কর্মীদের সাথে হোলির রং খেলে বিজেপি প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি প্রচার ও দেওয়াল লিখন করে প্রচার শুরু করে দিয়েছি এবং বাম ফ্রন্ট পারথী রনেন বর্মণের হয়ে দেওয়াল লিখন চলছে জোরকদমে ।
Body:হরিরামপুর ব্লকে বিজেপির পক্ষ থেকে মহিলারা দেওয়াল লিখনে অংশগ্রহণ করছে ।
হরিরামপুর ; ২২ মার্চ ;- সমস্ত পশ্চিম বঙ্গ যখন রং খেলায় ব্যাস্ত ঠিক সেই সময় অন্য চিত্র ধরা পড়ল হরিরামপুর ব্লকে । শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হবার পরের দিন দেওয়াল লিখন শুরু করে দিলো কর্মী সমর্থকেরা। এদিন হরিরামপুর ব্লক বিজেপি মন্ডল কমিটি সকাল থেকে হোলির রং খেলে কর্মী সমর্থকেরা বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে। দেওয়াল লিখন এবং প্রচারে মহিলারা এগিয়ে এসেছে । হরিরামপুর ব্লকের বেশ কয়েকটি দেওয়াল লিখন করে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পরে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বালুরঘাট খাদিমপুর এলাকার বাসিন্দা পেশায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেলার ভূমি পুত্রকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপিকে জেতাতে প্রার্থী ঘোষণার পর থেকে কোমর বেঁধে নেমে পরে বিজেপি কর্মী সমর্থকেরা।
জেলা বিজেপির সদস্য শ্যামল দাস বলেন বুধবার রাতে কেন্দ্রীয় নেতৃত্ব বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। ইতিমধ্যেই গোটা জেলা জুড়ে আমরা দেওয়াল সাদা করে সাইড করে রেখে দিয়েছি। সকাল থেকে কর্মীদের সাথে হোলির রং খেলে বিজেপি প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি প্রচার ও দেওয়াল লিখন করে প্রচার শুরু করে দিয়েছি এবং বাম ফ্রন্ট পারথী রনেন বর্মণের হয়ে দেওয়াল লিখন চলছে জোরকদমে ।
Conclusion:হরিরামপুর ব্লকে বিজেপির পক্ষ থেকে মহিলারা দেওয়াল লিখনে অংশগ্রহণ করছে ।
হরিরামপুর ; ২২ মার্চ ;- সমস্ত পশ্চিম বঙ্গ যখন রং খেলায় ব্যাস্ত ঠিক সেই সময় অন্য চিত্র ধরা পড়ল হরিরামপুর ব্লকে । শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হবার পরের দিন দেওয়াল লিখন শুরু করে দিলো কর্মী সমর্থকেরা। এদিন হরিরামপুর ব্লক বিজেপি মন্ডল কমিটি সকাল থেকে হোলির রং খেলে কর্মী সমর্থকেরা বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে। দেওয়াল লিখন এবং প্রচারে মহিলারা এগিয়ে এসেছে । হরিরামপুর ব্লকের বেশ কয়েকটি দেওয়াল লিখন করে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পরে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বালুরঘাট খাদিমপুর এলাকার বাসিন্দা পেশায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেলার ভূমি পুত্রকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপিকে জেতাতে প্রার্থী ঘোষণার পর থেকে কোমর বেঁধে নেমে পরে বিজেপি কর্মী সমর্থকেরা।
জেলা বিজেপির সদস্য শ্যামল দাস বলেন বুধবার রাতে কেন্দ্রীয় নেতৃত্ব বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। ইতিমধ্যেই গোটা জেলা জুড়ে আমরা দেওয়াল সাদা করে সাইড করে রেখে দিয়েছি। সকাল থেকে কর্মীদের সাথে হোলির রং খেলে বিজেপি প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি প্রচার ও দেওয়াল লিখন করে প্রচার শুরু করে দিয়েছি এবং বাম ফ্রন্ট পারথী রনেন বর্মণের হয়ে দেওয়াল লিখন চলছে জোরকদমে ।
Last Updated : Mar 23, 2019, 2:00 PM IST

For All Latest Updates

TAGGED:

murderTMC
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.