ETV Bharat / state

"শেষ সম্বল ফিরিয়ে দে", জমি ফিরে পেতে মেয়ের বাড়ির সামনে ধরনায় বৃদ্ধ - শেষ সম্বল ফিরিয়ে দে

মেয়ে নাকি ভুল বুঝিয়ে জমি লিখিয়ে নিয়েছে । তাই প্ল্যাকার্ড নিয়ে মেয়ের বাড়ির সামনে ধরনায় বসলেন বৃদ্ধ ।

ধরনায় বৃদ্ধ
author img

By

Published : Jun 21, 2019, 3:00 AM IST

Updated : Jun 21, 2019, 7:59 AM IST

হিলি, 21 জুন : হাতে প্ল্যাকার্ড । তাতে লেখা "আমার শেষ সম্বল ফিরিয়ে দে" । নিজের হারানো জমি ফেরতের দাবিতে ধরনায় বসেছেন বৃদ্ধ । তাও আবার নিজের মেয়ের বাড়ির সামনে । হিলির ত্রিমোহিনী এলাকার ঘটনা ।

হিলির ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিনয়কৃষ্ণ সরকার (74) । চার মেয়ের সকলেরই বিয়ে হয়ে গেছে । সংসারে রয়েছেন স্ত্রী তুলসী সরকার । বিনয়কৃষ্ণবাবু বর্তমানে ছোটো মেয়ে আরতির বাড়িতে থাকেন । গতকাল সকাল থেকে ত্রিমোহিনীতে মেজ মেয়ের বাড়ির সামনে ধরনায় বসেছেন বৃদ্ধ । তিনি জানান, কয়েক মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন । তখন মেজ মেয়ে শিপ্রা তাঁকে মালদায় চিকিৎসার জন্য নিয়ে যায় । বিনয়কৃষ্ণবাবুর অভিযোগ, সেই সময় তাঁকে ভুল বুঝিয়ে তাঁর সমস্ত জমি নিজের নামে লিখিয়ে নেয় মেজ মেয়ে ।

বৃদ্ধ জানান, ওই জমি তিনি বিক্রি করবেন বলে দু'ই ব্যক্তির কাছ থেকে অগ্রিম নিয়ে রেখেছেন । তারই মাঝে মেয়ে চক্রান্ত করে সব হাতিয়ে নিয়েছে । শুধু তাই নয়, বাবার জমি হাতিয়ে তা নাকি নিজের মেয়েদের নামে লিখে দিয়েছে শিপ্রা ।

ভিডিয়োয় শুনুন বিনয়কৃষ্ণ সরকারের বক্তব্য

বিনয়কৃষ্ণবাবুর অভিযোগ, প্রশাসনের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি । তাই তিনি ধরনায় বসেছেন ।

শিপ্রার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি ।

হিলি, 21 জুন : হাতে প্ল্যাকার্ড । তাতে লেখা "আমার শেষ সম্বল ফিরিয়ে দে" । নিজের হারানো জমি ফেরতের দাবিতে ধরনায় বসেছেন বৃদ্ধ । তাও আবার নিজের মেয়ের বাড়ির সামনে । হিলির ত্রিমোহিনী এলাকার ঘটনা ।

হিলির ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিনয়কৃষ্ণ সরকার (74) । চার মেয়ের সকলেরই বিয়ে হয়ে গেছে । সংসারে রয়েছেন স্ত্রী তুলসী সরকার । বিনয়কৃষ্ণবাবু বর্তমানে ছোটো মেয়ে আরতির বাড়িতে থাকেন । গতকাল সকাল থেকে ত্রিমোহিনীতে মেজ মেয়ের বাড়ির সামনে ধরনায় বসেছেন বৃদ্ধ । তিনি জানান, কয়েক মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন । তখন মেজ মেয়ে শিপ্রা তাঁকে মালদায় চিকিৎসার জন্য নিয়ে যায় । বিনয়কৃষ্ণবাবুর অভিযোগ, সেই সময় তাঁকে ভুল বুঝিয়ে তাঁর সমস্ত জমি নিজের নামে লিখিয়ে নেয় মেজ মেয়ে ।

বৃদ্ধ জানান, ওই জমি তিনি বিক্রি করবেন বলে দু'ই ব্যক্তির কাছ থেকে অগ্রিম নিয়ে রেখেছেন । তারই মাঝে মেয়ে চক্রান্ত করে সব হাতিয়ে নিয়েছে । শুধু তাই নয়, বাবার জমি হাতিয়ে তা নাকি নিজের মেয়েদের নামে লিখে দিয়েছে শিপ্রা ।

ভিডিয়োয় শুনুন বিনয়কৃষ্ণ সরকারের বক্তব্য

বিনয়কৃষ্ণবাবুর অভিযোগ, প্রশাসনের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি । তাই তিনি ধরনায় বসেছেন ।

শিপ্রার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি ।

Intro:'আমার শেষ সম্বল আমাকে ফিরিয়ে দে', অন্যায় করে আত্মসাৎ করা নিজের জমি ফেরত পেতে মেয়ের বাড়ির সামনে ধর্না বৃদ্ধ বাবার।।

হিলি, ২১ জুন: চিকিৎসা করানোর নামে অন্যায় ভাবে মেয়ে জমি আত্মসাৎ করেছে। নিজের সেই জমি উদ্ধারের দাবীতে এবার মেয়ের বাড়ির সামনে হাতে 'আমার শেষ সম্বল আমাকে ফিরিয়ে দে' প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন বৃদ্ধ বাবা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হিলি থানার ত্রিমোহিনী এলাকায়। এদিকে এনিয়ে অবশ্য বিভিন্ন মহলে অভিযোগও জানিয়েছে ওই ব্যক্তি। যত দিন না নিজের জমি ফেরত পাচ্ছেন ততদিন ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিনয় কৃষ্ণ সরকার।

জানা গেছে, হিলির ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চকদাপট এলাকার বাসিন্দা বিনয় কৃষ্ণ সরকার(৭৪)। সংসারে বর্তমানে স্ত্রী তুলসি সরকার রয়েছেন। পাঁচ মেয়ের অনেক আগেই বিয়েই হয়ে গেছে। বিনয়বাবু তার চতুর্থ মেয়ে আরতি দাসের বাড়িতে থাকেন। অভিযোগ, তার ৬৯ শতকের মধ্যে ডাঙা জমির পরিমান ৫২ শতক। মাস কয়েক আগে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে মালদা নিয়ে যান ত্রিমোহিনীর দ্বিতীয় মেয়ে শ্রিপ্রা দেবনাথ। মালদার বৃদ্ধ বাবার অসুস্থতার সুযোগে দ্বিতীয় মেয়ে শিপ্রাদেবী সব জমি লিখিয়ে নেন। পরবর্তীতে ওই বৃদ্ধ সব বুঝতে পারেন। এরপর তিনি জমি উদ্ধারে প্রশাসনিক বিভিন্ন মহলে দরবার করেন। কিন্তু সেই জমি উদ্ধার করতে পারেননি। অবশেষে জমি ফেরতের দাবীতে বৃহস্পতিবার বিকেল থেকে বৃদ্ধ বিনয় কৃষ্ণ সরকার তার মেয়ের বাড়ির সামনে ধর্নায় বসেন। হাতে 'আমার শেষ সম্বল আমাকে ফিরিয়ে দে' প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেন।

এবিষয়ে অভিযোগকারী বিনয় কৃষ্ণ সরকার বলেন, তিনি জমিগুলি বিক্রিয় করবেন বলে আগেই দুই ব্যক্তির কাছে অগ্রিম নিয়ে রেখেছেন। এরই মাঝে চক্রান্ত করে তার এক মেয়ে শিপ্রা দেবনাথ জমি হরফ করেছেন। সেই মেয়ে আবার তার মেয়ের নামে জমি লিখে দিয়েছেন। কাউকেই তিনি পাওয়ার অফ অ্যাটনি দেন নি। ওই জমি অন্যকে বিক্রি করবেন বলে টাকা বায়না নিয়েছেন। জমিগুলি ফেরতের দাবীতে তিনি ধর্ণায় বসেছেন বলে জানান বৃদ্ধ বিনয় কৃষ্ণ সরকার।

যদিও এবিষয়ে অভিযোগ ওঠা শিপ্রা দেবনাথের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। Body:HiliConclusion:Hili
Last Updated : Jun 21, 2019, 7:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.