হিলি, 21 জুন : হাতে প্ল্যাকার্ড । তাতে লেখা "আমার শেষ সম্বল ফিরিয়ে দে" । নিজের হারানো জমি ফেরতের দাবিতে ধরনায় বসেছেন বৃদ্ধ । তাও আবার নিজের মেয়ের বাড়ির সামনে । হিলির ত্রিমোহিনী এলাকার ঘটনা ।
হিলির ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিনয়কৃষ্ণ সরকার (74) । চার মেয়ের সকলেরই বিয়ে হয়ে গেছে । সংসারে রয়েছেন স্ত্রী তুলসী সরকার । বিনয়কৃষ্ণবাবু বর্তমানে ছোটো মেয়ে আরতির বাড়িতে থাকেন । গতকাল সকাল থেকে ত্রিমোহিনীতে মেজ মেয়ের বাড়ির সামনে ধরনায় বসেছেন বৃদ্ধ । তিনি জানান, কয়েক মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন । তখন মেজ মেয়ে শিপ্রা তাঁকে মালদায় চিকিৎসার জন্য নিয়ে যায় । বিনয়কৃষ্ণবাবুর অভিযোগ, সেই সময় তাঁকে ভুল বুঝিয়ে তাঁর সমস্ত জমি নিজের নামে লিখিয়ে নেয় মেজ মেয়ে ।
বৃদ্ধ জানান, ওই জমি তিনি বিক্রি করবেন বলে দু'ই ব্যক্তির কাছ থেকে অগ্রিম নিয়ে রেখেছেন । তারই মাঝে মেয়ে চক্রান্ত করে সব হাতিয়ে নিয়েছে । শুধু তাই নয়, বাবার জমি হাতিয়ে তা নাকি নিজের মেয়েদের নামে লিখে দিয়েছে শিপ্রা ।
বিনয়কৃষ্ণবাবুর অভিযোগ, প্রশাসনের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি । তাই তিনি ধরনায় বসেছেন ।
শিপ্রার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি ।