ETV Bharat / state

করোনা যোদ্ধা পুলিশ কর্মীদের মধ্যে মাস্ক বিলি স্বেচ্ছাসেবী সংস্থার

পুলিশ কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার এবং ফেসশিল্ড বিলি করল বালুরঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ প্রথম সারির করোনা যোদ্ধা পুলিশ ও সিভিক কর্মীরা সারা বছর ধরে কাজ করে চলেছেন ৷ এদিন তাঁদের সম্মান জানাতে ও সুরক্ষার কথা ভেবে সংস্থার তরফে এই কর্মসূচি পালন করা হল বলে জানান সংস্থার কর্মীরা ৷

দ্য লিলি ফাউন্ডেশন
দ্য লিলি ফাউন্ডেশন
author img

By

Published : May 16, 2021, 4:01 PM IST

বালুরঘাট, 16 মে: করোনা যোদ্ধা পুলিশ কর্মীদের পাশে দাঁড়ালো দ্য লিলি ফাউন্ডেশন । করোনার প্রকোপ রুখতে রবিবার সকালে বালুরঘাট থানার কর্তব্যরত পুলিশ ও সিভিক কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার এবং ফেসশিল্ড বিতরণ করল স্বেচ্ছাসেবী সংগঠন লিলি ফাউন্ডেশন ।

রাজ্যে যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সংক্রমণ বেড়েই চলেছে, সেই মুহূর্তেও মানুষকে পরিষেবা দিতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন প্রথম সারির করোনা যোদ্ধা পুলিশ ও সিভিক কর্মীরা । রবিবার তাঁদের সম্মান জানাতে ও সুরক্ষার কথা ভেবে মাস্ক, স্যানিটাইজার এবং ফেস শিল্ড বিতরণ করল লিলি ফাউন্ডেশন । এদিন এই সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্যরা বালুরঘাট থানার সামনে এই কর্মসূচি পালন করলেন ৷

পুলিশ কর্মীদের সুরক্ষার কথা ভেবে বালুরঘাটে মাস্ক, স্যানিটাইজার ও ফেস শিল্ড বিলি করল দ্য লিলি ফাউন্ডেশন ৷

করোনার মধ্যে গত এক বছর ধরেই মানুষের পাশে আছে দ্য লিলি ফাউন্ডেশন । প্রথম সারির যোদ্ধা পুলিশ কর্মীদের সুরক্ষার জন্য তাঁদের এদিনের উদ্যোগ বলে সংগঠনের সদস্যরা জানান ৷ সংস্থার কর্মী পিয়ালী চক্রবর্তী বলেন, "বিগত কয়েক বছর ধরেই আমরা মানুষের সেবায় কাজ করে চলেছি । করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । এদিন বালুরঘাট থানায় পুলিশ ও সিভিক কর্মীদের সুরক্ষা দিতে তাঁদের হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দেওয়া হল ।"

আরও পড়ুন: রাজ্যে আরও কড়াকড়ি, হাওড়া ব্রিজে শুরু নাকা চেকিং

বালুরঘাট, 16 মে: করোনা যোদ্ধা পুলিশ কর্মীদের পাশে দাঁড়ালো দ্য লিলি ফাউন্ডেশন । করোনার প্রকোপ রুখতে রবিবার সকালে বালুরঘাট থানার কর্তব্যরত পুলিশ ও সিভিক কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার এবং ফেসশিল্ড বিতরণ করল স্বেচ্ছাসেবী সংগঠন লিলি ফাউন্ডেশন ।

রাজ্যে যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সংক্রমণ বেড়েই চলেছে, সেই মুহূর্তেও মানুষকে পরিষেবা দিতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন প্রথম সারির করোনা যোদ্ধা পুলিশ ও সিভিক কর্মীরা । রবিবার তাঁদের সম্মান জানাতে ও সুরক্ষার কথা ভেবে মাস্ক, স্যানিটাইজার এবং ফেস শিল্ড বিতরণ করল লিলি ফাউন্ডেশন । এদিন এই সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্যরা বালুরঘাট থানার সামনে এই কর্মসূচি পালন করলেন ৷

পুলিশ কর্মীদের সুরক্ষার কথা ভেবে বালুরঘাটে মাস্ক, স্যানিটাইজার ও ফেস শিল্ড বিলি করল দ্য লিলি ফাউন্ডেশন ৷

করোনার মধ্যে গত এক বছর ধরেই মানুষের পাশে আছে দ্য লিলি ফাউন্ডেশন । প্রথম সারির যোদ্ধা পুলিশ কর্মীদের সুরক্ষার জন্য তাঁদের এদিনের উদ্যোগ বলে সংগঠনের সদস্যরা জানান ৷ সংস্থার কর্মী পিয়ালী চক্রবর্তী বলেন, "বিগত কয়েক বছর ধরেই আমরা মানুষের সেবায় কাজ করে চলেছি । করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । এদিন বালুরঘাট থানায় পুলিশ ও সিভিক কর্মীদের সুরক্ষা দিতে তাঁদের হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দেওয়া হল ।"

আরও পড়ুন: রাজ্যে আরও কড়াকড়ি, হাওড়া ব্রিজে শুরু নাকা চেকিং

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.