বালুরঘাট, 11 জুন: দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন জন । যা একদিনে আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ । এই জনেই পরিযায়ী শ্রমিক বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে । এর ফলে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 60 । যদিও আশার খবর যে, 60 জনের মধ্যে 42 জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন । তাঁরা বর্তমানে বাড়িতেই আছেন । যার ফলে অনেকটা স্বস্তিতে জেলা স্বাস্থ্য দপ্তর । মনোবল বাড়ছে জেলাবাসীরও । আক্রান্তের সংখ্যা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় গত 16 মে প্রথম কুশমণ্ডির 3 জনের শরীরে কোরোনার হদিস মেলে । এরপর দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল আক্রান্তের সংখ্যা । যদিও 5 জুনের পর জেলায় কোনও কোরোনা পজ়িটিভের খবর মেলেনি । তবে , চিন্তায় ফেলেছে গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যাকলগ থেকে আসা রিপোর্ট ৷ এই রির্পোট অনুযায়ী নতুন করে 17 জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ এসেছে । আক্রান্তদের বাড়ি কুশমণ্ডি, কুমারগঞ্জ, বংশীহারী ও বালুরঘাট ব্লকে । ইতিমধ্যে আক্রন্তদের কোভিড ও অ্যানেক্স কোভিড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে । এদিকে আক্রান্তদের সংস্পর্শে আসাদের কোয়ারানটাইন করা হচ্ছে ।
নতুন করে কোরোনা আক্রান্তের বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ।