ETV Bharat / state

Bansihari Murder Allegation : ত্রিকোণ প্রেমের জেরে স্বামীকে খুনের অভিযোগ, মৃতের স্ত্রী-সহ এক যুবককে গণপিটুনি - গণপিটুনি

ত্রিকোণ প্রেমের জেরে স্বামীকে খুনের অভিযোগ ৷ কাঠগড়ায় স্ত্রী ও তাঁর প্রেমিক-সহ বেশ কয়েকজন ৷ দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকার ঘটনা ৷ ঘটনার পর অভিযুক্ত মহিলা-সহ এক যুবককে বেধড়ক মারধর করেন প্রতিবেশীরা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

murder allegation in Bansihari due to love triangle
Bansihari Murder Allegation : ত্রিকোণ প্রেমের জেরে স্বামীকে খুনের অভিযোগ, মৃতের স্ত্রী-সহ এক যুবককে গণপিটুনি
author img

By

Published : Sep 25, 2021, 3:28 PM IST

বংশীহারি, 25 সেপ্টেম্বর : ত্রিকোণ প্রেমের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল ৷ দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকার ঘটনা ৷ এলাকাবাসীর দাবি, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন করেন স্ত্রী ৷ তারপর খুনের ঘটনা আড়াল করতেই বাড়ির সামনে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয় ৷ শনিবার সকালে ওই ব্যক্তির দেহ দেখেই ফুঁসে ওঠেন প্রতিবেশীরা ৷ অভিযুক্ত মহিলা-সহ এক যুবককে বেধড়ক মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারি থানার পুলিশ ৷ অভিযুক্তদের আটক করে নিয়ে যায় তারা ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷ মৃতদেহটিকেও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

আরও পড়ুন : Malda Murder: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ, গ্রেফতার 2

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অনুপ সরকার ৷ তাঁর স্ত্রী কাঞ্চনা সরকার বাড়িতেই তন্ত্রসাধনা করেন বলে দাবি এলাকাবাসীর ৷ এমনকী, বিভিন্ন সময় তিনি নানা ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়েছেন বলে অভিযোগ ৷ সম্প্রতি ওই মহিলার সঙ্গে ঝাড়খণ্ডের বাসিন্দা ইমেল হাঁসদার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি প্রতিবেশীদের ৷ এ নিয়ে স্বামীর সঙ্গে বেশ কিছু দিন ধরে বিবাদ চলছিল কাঞ্চনার ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতে মহিলা তাঁর বাড়িতেই মদের আসর বসান ৷ সেখানে ইমেল হাঁসদা-সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন ৷ সেখানেই স্বামী অনুপ সরকারের সঙ্গে গন্ডগোল বাধে কাঞ্চনার ৷ অভিযোগ, তখনই অনুপকে মারধর করেন বাকিরা ৷ তাতে অনুপের মৃত্যু হলে তাঁর গলায় ফাঁস লাগিয়ে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয় দরজার বাইরে ৷

ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ ৷

আরও পড়ুন : Liluah Murder: প্রেমিকের মদতে স্বামীকে খুন, অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে চম্পট অভিযুক্তদের

শনিবার সকালে ওই মৃতদেহ এলাকার লোকজনের নজরে পড়তেই চাঞ্চল্য ছড়ায় ৷ খবর পাঠানো হয় বংশীহারী থানায় ৷ পুলিশ মৃতদেহ নিতে এলে তাদের বাধার মুখে পড়তে হয় ৷ পরবর্তীতে বাহিনী এনে মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয় ৷ তার আগেই মৃতের স্ত্রী কাঞ্চনা সরকার ও অপু প্রামাণিক নামে এক যুবককে বেধড়ক মারধর করেন এলাকাবাসী ৷ পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ তবে ঘটনায় অন্যতম অভিযুক্ত ইমেল হাঁসদা-সহ বাকিরা পলাতক ৷

বংশীহারি, 25 সেপ্টেম্বর : ত্রিকোণ প্রেমের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল ৷ দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকার ঘটনা ৷ এলাকাবাসীর দাবি, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন করেন স্ত্রী ৷ তারপর খুনের ঘটনা আড়াল করতেই বাড়ির সামনে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয় ৷ শনিবার সকালে ওই ব্যক্তির দেহ দেখেই ফুঁসে ওঠেন প্রতিবেশীরা ৷ অভিযুক্ত মহিলা-সহ এক যুবককে বেধড়ক মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারি থানার পুলিশ ৷ অভিযুক্তদের আটক করে নিয়ে যায় তারা ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷ মৃতদেহটিকেও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

আরও পড়ুন : Malda Murder: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ, গ্রেফতার 2

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অনুপ সরকার ৷ তাঁর স্ত্রী কাঞ্চনা সরকার বাড়িতেই তন্ত্রসাধনা করেন বলে দাবি এলাকাবাসীর ৷ এমনকী, বিভিন্ন সময় তিনি নানা ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়েছেন বলে অভিযোগ ৷ সম্প্রতি ওই মহিলার সঙ্গে ঝাড়খণ্ডের বাসিন্দা ইমেল হাঁসদার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি প্রতিবেশীদের ৷ এ নিয়ে স্বামীর সঙ্গে বেশ কিছু দিন ধরে বিবাদ চলছিল কাঞ্চনার ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতে মহিলা তাঁর বাড়িতেই মদের আসর বসান ৷ সেখানে ইমেল হাঁসদা-সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন ৷ সেখানেই স্বামী অনুপ সরকারের সঙ্গে গন্ডগোল বাধে কাঞ্চনার ৷ অভিযোগ, তখনই অনুপকে মারধর করেন বাকিরা ৷ তাতে অনুপের মৃত্যু হলে তাঁর গলায় ফাঁস লাগিয়ে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয় দরজার বাইরে ৷

ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ ৷

আরও পড়ুন : Liluah Murder: প্রেমিকের মদতে স্বামীকে খুন, অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে চম্পট অভিযুক্তদের

শনিবার সকালে ওই মৃতদেহ এলাকার লোকজনের নজরে পড়তেই চাঞ্চল্য ছড়ায় ৷ খবর পাঠানো হয় বংশীহারী থানায় ৷ পুলিশ মৃতদেহ নিতে এলে তাদের বাধার মুখে পড়তে হয় ৷ পরবর্তীতে বাহিনী এনে মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয় ৷ তার আগেই মৃতের স্ত্রী কাঞ্চনা সরকার ও অপু প্রামাণিক নামে এক যুবককে বেধড়ক মারধর করেন এলাকাবাসী ৷ পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ তবে ঘটনায় অন্যতম অভিযুক্ত ইমেল হাঁসদা-সহ বাকিরা পলাতক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.