বংশীহারি, 6 ফেব্রুয়ারি : দক্ষিণ দিনাজপুর জেলায় তথ্য সংস্কৃতি ,আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হল শুক্রবার । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসবের সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র ৷ পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, বুনিয়াদপুরের পৌরপতি অখিল চন্দ্র বর্মণ, বিডিও সুদেষ্ণা পাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা । তবে উল্লেখযোগ্যভাবে এই অনুষ্ঠানে ডাক পেলেন না হরিরামপুর বিধান সভার বিধায়ক রফিকুল ইসলাম ৷
যদিও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি ৷ হরিরামপুর বিধান সভার বিধায়কের বিষয়টি নিয়ে কোনও কথাই বললেন না তিনি । তবে মঞ্চে উৎসবের সূচনার সময় গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিকের পেছনে 2 বিজেপি কর্মীকে খুনের ঘটনার মুল অভিযুক্ত, ও গঙ্গারামপুর ব্লকের তৃণমূলের সভাপতি মৃণাল সরকার উপস্থিত ছিলেন ।
শান্তনু চক্রবর্তী এইবিষয়ে বলেন, ‘‘হরিরামপুরের বিধায়ক চিঠি পেয়েছে কি না ঠিক জানা নেই ৷ তবে কী কারণে তিনি আসেননি, আমি জানি না ৷ হয়ত ব্যক্তিগত কারণের জন্য আসতে পারেননি ।’’ এই বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য সঞ্জীব দাস বলেন, ‘‘এটা নতুন কিছু না ৷ সরকারি আধিকারিকরা এখন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে ।’’
হরিরামপুর বিধান সভার বিধায়ক রফিকুল ইসলাম বলেন, ‘‘ আমাকে কেউ চিঠি দেয়নি । আমি এখন কলকাতায় বাজেট অধিবেশনে ব্যস্ত ৷’’