ETV Bharat / state

দু‘বছর ধরে মিলছে না সংখ্যালঘু ছাত্রদের স্কলারশিপ, ইসলামপুর হাইস্কুলে বিক্ষোভ - ইসলামপুর

মাধ্যমিক পাশ করার পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের স্কলারশিপ ঐক্যশ্রীর ফর্ম ফিলআপ করেছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলের ছাত্ররা । এদের মধ্যে অনেকে ক্লাস টুয়েলভ পাশ করে কলেজেও ভর্তি হয়ে গিয়েছেন ৷ অনেকে আবার এবার উচ্চমাধ্যমিকের ছাত্র । কিন্তু আজও তারা ওই স্কলারশিপের টাকা পায়নি বলে অভিযোগ ৷

minority-students-not-getting-money-of-aikyashree-scholarship-demonstration-at-islampur-high-school
minority-students-not-getting-money-of-aikyashree-scholarship-demonstration-at-islampur-high-school
author img

By

Published : Jun 29, 2021, 7:18 PM IST

রায়গঞ্জ, 29 জুন : সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য স্কলারশিপ ঐক্যশ্রীর টাকা দু‘বছর ধরে না পাওয়ায় স্কুলের গেট বন্ধ করে গেটের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাল ছাত্ররা । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইসলামপুর হাইস্কুলে । বঞ্চিত ছাত্রদের দাবি, অবিলম্বে তাদের স্কলারশিপের টাকা প্রদান করা না হলে লাগাতার আন্দোলন চালানো হবে । স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, জেলা থেকে ভাতা প্রাপক ছাত্রদের নাম পাঠানো হয়েছে । কবে তা আসবে তা জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর জানাতে পারবে ।

মাধ্যমিক পাশ করার পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের স্কলারশিপ ঐক্যশ্রীর ফর্ম ফিলআপ করেছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলের ছাত্ররা । এদের মধ্যে অনেকে ক্লাস টুয়েলভ পাশ করে কলেজেও ভর্তি হয়ে গিয়েছেন ৷ অনেকে আবার এবার উচ্চমাধ্যমিকের ছাত্র । কিন্তু আজও তারা ওই স্কলারশিপের টাকা পায়নি বলে অভিযোগ ৷ গত দু‘মাস ধরে স্কুলের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলেও কেউ কিছু জানাতে পারেনি । অভিযোগ, অল্প কয়েকজন ছাত্রের স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে । কিন্তু, বেশিরভাগ ছাত্রই স্কলারশিপের টাকা পায়নি । কেন তারা টাকা পাচ্ছে না তার উত্তরও দিতে পারছে না স্কুল কর্তৃপক্ষও । এই অবস্থায় স্কলারশিপের টাকা আদায়ের দাবিতে ইসলামপুর হাইস্কুলের ছাত্ররা স্কুলের গেট বন্ধ করে গেটের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাল । ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ।

আরও পড়ুন: করোনা রুখতে ইসলামপুরে সিটু’র তরফে শহরে স্যানিটাইজেশনের উদ্যোগ

ইসলামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, জেলায় মোট 30 শতাংশ ছাত্রছাত্রীর স্কলারশিপের টাকা বরাদ্দ হয়েছে । উত্তর দিনাজপুর জেলা থেকে এবারও 603 জনের স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন পাঠানো হয়েছে । কবে তা আসবে তা জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর জানাতে পারবে ।

রায়গঞ্জ, 29 জুন : সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য স্কলারশিপ ঐক্যশ্রীর টাকা দু‘বছর ধরে না পাওয়ায় স্কুলের গেট বন্ধ করে গেটের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাল ছাত্ররা । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইসলামপুর হাইস্কুলে । বঞ্চিত ছাত্রদের দাবি, অবিলম্বে তাদের স্কলারশিপের টাকা প্রদান করা না হলে লাগাতার আন্দোলন চালানো হবে । স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, জেলা থেকে ভাতা প্রাপক ছাত্রদের নাম পাঠানো হয়েছে । কবে তা আসবে তা জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর জানাতে পারবে ।

মাধ্যমিক পাশ করার পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের স্কলারশিপ ঐক্যশ্রীর ফর্ম ফিলআপ করেছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলের ছাত্ররা । এদের মধ্যে অনেকে ক্লাস টুয়েলভ পাশ করে কলেজেও ভর্তি হয়ে গিয়েছেন ৷ অনেকে আবার এবার উচ্চমাধ্যমিকের ছাত্র । কিন্তু আজও তারা ওই স্কলারশিপের টাকা পায়নি বলে অভিযোগ ৷ গত দু‘মাস ধরে স্কুলের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলেও কেউ কিছু জানাতে পারেনি । অভিযোগ, অল্প কয়েকজন ছাত্রের স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে । কিন্তু, বেশিরভাগ ছাত্রই স্কলারশিপের টাকা পায়নি । কেন তারা টাকা পাচ্ছে না তার উত্তরও দিতে পারছে না স্কুল কর্তৃপক্ষও । এই অবস্থায় স্কলারশিপের টাকা আদায়ের দাবিতে ইসলামপুর হাইস্কুলের ছাত্ররা স্কুলের গেট বন্ধ করে গেটের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাল । ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ।

আরও পড়ুন: করোনা রুখতে ইসলামপুরে সিটু’র তরফে শহরে স্যানিটাইজেশনের উদ্যোগ

ইসলামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, জেলায় মোট 30 শতাংশ ছাত্রছাত্রীর স্কলারশিপের টাকা বরাদ্দ হয়েছে । উত্তর দিনাজপুর জেলা থেকে এবারও 603 জনের স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন পাঠানো হয়েছে । কবে তা আসবে তা জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর জানাতে পারবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.