বালুরঘাট, 12 মে : লকডাউনের ফলে ভিন জেলার প্রায় 300 শ্রমিক আটকে পড়েছেন দক্ষিণ দিনাজপুরে । কোচবিহার, আলিপুরদুয়ার ও নদিয়া থেকে সার্কাস দেখাতে এসে বালুরঘাটে আটকে পড়েছেন 13 জন । বর্তমানে তাঁরা খোলা মাঠে টিনের ঘেরাতে কোনওরকমে দিন কাটাচ্ছেন । কবে লকডাউন খুলবে, কবে বাড়ি ফিরতে পারবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে ।
প্রসঙ্গত, কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । প্রায় দেড় মাস ধরে দক্ষিণ দিনাজপুর জেলায় লকডাউন চলছে । আর লকডাউনের ফলেই সমস্যায় পড়েছেন ভিন জেলা থেকে দক্ষিণ দিনাজপুরে কাজ করতে আসা শ্রমিকরা । লকডাউনের ফলে বন্ধ কাজ । আর এর ফলেই বন্ধ হয়ে গেছে রুজি-রোজগার । এমত অবস্থায় আর্থিক ও খাদ্য সংকটে রয়েছেন এসব শ্রমিকরা ।
![Lockdown](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-sdin-01-labour-problem-chairman-sir-special-7204480_24042020085617_2404f_00188_699.jpg)
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলায় এমন প্রায় 300 জন শ্রমিক আটকে রয়েছেন । এদের মধ্যে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা চাটাকালী পুজো মেলায় সার্কাস দেখাতে এসে আটকে পড়েছেন 13 জন কর্মী । গত 3 মার্চ বালুরঘাটে আসেন সার্কাস খেলা দেখাতে । মেলা শেষ হতেই বাড়ি ফেরার তোড়জোড় শুরু করেছিলেন । ঠিক রওনা দেওয়ার আগে মুহূর্তে লকডাউনের ঘোষণা করা হয় । এর ফলে ঘুঘুডাঙ্গা এলাকাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা । 13 জনের মধ্যে 6 জন মহিলা ও 7 জন পুরুষ রয়েছেন । বর্তমানে তাঁরা খোলা মাঠে অস্থায়ী তাবু করে সেখানেই থাকছেন । পকেটে যেটুকু যা সঞ্চয় ছিল, তা আগেই ফুরিয়েছে । সার্কাস কর্মীদের অর্থ ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে । এমত অবস্থায় এইসব অসহায় শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা । পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য রেশন সামগ্রী দেওয়া হচ্ছে । কবে লকডাউন শিথিল হবে সেদিকে তাকিয়ে রয়েছেন তাঁরা । লকডাউন শিথিল বা উঠে গেলেই তাঁরা বাড়ি রওনা দেবেন ।
এ-বিষয়ে সার্কাস কর্মী মদন কার্গি ও বিশ্বজিৎ দেবনাথ জানান, তারা কেউ ফালাকাটা, কেউ আলিপুরদুয়ার আবার কেউ নদিয়া থেকে এসেছেন । গত 5 মার্চ তাঁরা ঘুঘুডাঙ্গায় সার্কাস খেলা দেখানোর জন্য আসেন । মেলা শেষ হওয়ার পরই শুরু হয় লকডাউন । ফলে তাঁরা আর বাড়ি ফিরতে পারেননি । তাই খোলা মাঠেই অস্থায়ী তাবু করে সেখানে থাকতে শুরু করেছেন তাঁরা । এদিকে উপার্জনের অর্থ অনেক আগেই শেষ হয়েছে । এই পরিস্থিতিতে,খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে তাঁদের ।