ETV Bharat / state

তৃণমূল ছেড়ে BJP-তে প্রত্যাবর্তন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যার

13 জুলাই BJP ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের 10 সদস্য ৷ আর এবার তৃণমূল ছেড়ে পুরোনো দল BJP-তে ফিরলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যা ৷

BJP-তে যোগ
author img

By

Published : Jul 20, 2019, 8:30 PM IST

বালুরঘাট, 20 জুলাই : পাঁচ দিনের মাথায় ফের BJP-তে যোগ দিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চমী বর্মণ ৷ আজ বালুরঘাটে দলীয়কার্যালয়ে জেলা সভাপতি শুভেন্দু সরকার ও সাধারণ সম্পাদক বাপি সরকারের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নেন তিনি ।

TMC
বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চমী বর্মণ

লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে চলছে দলবদলের পালা । কেউ তৃণমূল ছেড়ে BJP-তে, কেউ আবার BJP ছেড়ে তৃণমূলে যাচ্ছেন৷ কিন্তু, তাঁদের অনেকেই ফিরেছেন পুরোনো দলে ৷ এই তালিকায় এবার যুক্ত হল পঞ্চমী বর্মণের নাম ৷

বিগত পঞ্চায়েত নির্বাচনে চিঙ্গিশপুর এলাকা থেকে BJP-র টিকিটে জয়ী হয়েছিলেন পঞ্চমী ৷ সেই চিঙ্গিশপুরেই 15 জুলাই এক সভায় দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি ৷ আর আজ BJP-তে ফিরে বলেন, "আমাকে ভুল বুঝিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছিল ৷"

শুভেন্দু সরকার বলেন, "পঞ্চমী বর্মণ BJP-তেই ছিলেন ৷ আর BJP-তেই থাকবেন ৷ আমাদের কেউ তৃণমূলে যাচ্ছে না ৷ বরং তৃণমূলের অনেকে BJP-তে আসছে ৷" এবিষয়ে অর্পিতা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও সম্ভব হয়নি ৷

বালুরঘাট, 20 জুলাই : পাঁচ দিনের মাথায় ফের BJP-তে যোগ দিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চমী বর্মণ ৷ আজ বালুরঘাটে দলীয়কার্যালয়ে জেলা সভাপতি শুভেন্দু সরকার ও সাধারণ সম্পাদক বাপি সরকারের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নেন তিনি ।

TMC
বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চমী বর্মণ

লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে চলছে দলবদলের পালা । কেউ তৃণমূল ছেড়ে BJP-তে, কেউ আবার BJP ছেড়ে তৃণমূলে যাচ্ছেন৷ কিন্তু, তাঁদের অনেকেই ফিরেছেন পুরোনো দলে ৷ এই তালিকায় এবার যুক্ত হল পঞ্চমী বর্মণের নাম ৷

বিগত পঞ্চায়েত নির্বাচনে চিঙ্গিশপুর এলাকা থেকে BJP-র টিকিটে জয়ী হয়েছিলেন পঞ্চমী ৷ সেই চিঙ্গিশপুরেই 15 জুলাই এক সভায় দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি ৷ আর আজ BJP-তে ফিরে বলেন, "আমাকে ভুল বুঝিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছিল ৷"

শুভেন্দু সরকার বলেন, "পঞ্চমী বর্মণ BJP-তেই ছিলেন ৷ আর BJP-তেই থাকবেন ৷ আমাদের কেউ তৃণমূলে যাচ্ছে না ৷ বরং তৃণমূলের অনেকে BJP-তে আসছে ৷" এবিষয়ে অর্পিতা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও সম্ভব হয়নি ৷

Intro:তৃণমূলে যোগদানের পাঁচ দিনের মাথায় ফের বিজেপিতে যোগ বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যার।।

বালুরঘাট, ২০ জুলাই: "আজকে যিনি দক্ষিণেতে কাল সে তিনি বামের। আর আজকে যিনি তেরঙ্গাতে, কাল সে তিনি ভক্ত রামের। অনেকটা মিউজিক্যাল চেয়ারের মত। এদিকটা না হলে ওদিকটা। একটা চেয়ার হলেই হল"। এক সময়ের নচিকেতার এই গানটি বর্তমান সময়ে খুবই প্রযোজ্য। কে কখন কোন দলে তা বলাই মুশকিল। দল পরিবর্তনের পালা অব্যাহত দক্ষিণ দিনাজপুরেও। বিজেপি থেকে তৃণমূলে যোগদানের পাঁচ দিনের মাথায় ফের তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চমী বর্মণ। শনিবার দুপুরর বিজেপির জেলা কার্যালয় বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চমী বর্মণের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক বাপি সরকার।

উল্লেখ্য, দিন পাঁচেক আগে চলতি মাসের ১৫ তারিখে চিঙ্গিশপুরে এক সভায় তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে পতাকা নিয়ে বিজেপির এই পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চমী বর্মণ তৃণমূলে যোগ দেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে বালুরঘাট পঞ্চায়েত সমিতির চিঙ্গিশপুর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। এদিকে চলতি লোকসভা নির্বাচনে বালুরঘাটে তৃণমূলের ভরাডুবি হয়। এরপরই জেলা সভাপতির পদ যায় বিপ্লব মিত্রের। পদ যাওয়ার কিছু দিন পরেই তিনি সহ জেলা পরিষদের ১০ সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। এদিকে চলতি মাসেই আবার বিজেপিতে যোগদানকারী তিন জেলা পরিষদের সদস্য ফের তৃণমূলে যোগ দেয়।

ভুল বুঝিয়ে, চাপ দিয়ে, প্রয়োজনে ভয় দেখিয়ে চলছে দলবদলের খেলা। সেই চাপ উপেক্ষা করে এবার বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চমী বর্মণ তৃণমূলে যোগদান করেও ফিরে এলেন বিজেপিতে। বালুঘাট পঞ্চায়েত সমিতির চিঙ্গিশপুরের সদস্যা পঞ্চমী বর্মণ। এদিন বিজেপিতে পুনরায় যোগ দেন।

যদিও এদিন পঞ্চমী দেবী জানান, তাকে ভুল বুঝিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছিল। এদিন বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে তিনি জেলা সভাপতি শুভেন্দু সরকারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে আবার বিজেপিতে ফিরে আসেন।

অন্য দিকে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার সাংবাদিক সম্মেলনে জানান, পঞ্চায়েত সদস্য পঞ্চমী বর্মণ বিজেপিতে ছিলেনই এবং বর্তমানে বিজেপিতেই রয়েছেন। তিনি আরও জানান, বিজেপির কেউ তৃণমূলে যাচ্ছে না বরঞ্চ তৃণমূলের অনেকেই বিজেপিতে আসছেন। যদিও তার অভিযোগ, তৃণমূল ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

অন্য দিকে এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.