বালুরঘাট , 20 এপ্রিল : কালবৈশাখি ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল গ্রাম ৷ ভেঙে পড়েছে বাড়ি । কোরোনা আতঙ্কের মধ্যেই ঝড়ে বাড়ি ঘড় ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছে বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালিকাপুর এলাকার প্রায় 40 টি পরিবার । এছাড়াও বালুরঘাট ব্লকের চকভৃগু , অমৃতখণ্ড , চিঙ্গিশপুর সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ঝড়ে ভেঙে গেছে একাধিক গাছ । উড়ে গেছে বাড়ির ছাউনি ৷ পাশাপাশি এই ঝড়ের ফলে বোরো ধানের চাষে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা ৷ এদিকে , BDO-দের কাছ থেকে ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা শাসক নিখিল নির্মল ।
গতকাল অর্থাৎ রবিবার বিকেল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল । অবশেষে গতকাল গভীর রাতে কালবৈশাখি ঝড়ের পাশাপাশি মুষলধারে বৃষ্টি শুরু হয় । ঝড়ে জেলার একাধিক গাছ ভেঙে পড়ে । বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালিকাপুর এলাকায় ভেঙে পড়ে একাধিক বাড়ি । ঝড় থামার পর সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্তরা ঘর পুনরায় ঠিক করতে শুরু করে । যদিও এখন পর্যন্ত ঝড়ে হতাহতের কোনও খবর নেই । পশ্চিম কালিকাপুরের পাশাপাশি চকভৃগু গ্রাম পঞ্চায়েতের পর্ষদপাড়া , চিঙিশপুরের ঘুঘুডাঙ্গা , অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা বড়খইল সহ বিভিন্ন এলাকায় ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় একাধিক বাড়ি । এদিকে , ঝড়ের ফলে বোরো ধান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা ৷ কারণ এই মুহূর্তে বোরো ধান বের হতে শুরু করেছে । ঝড়ের ফলে ফলন কমতে পারে । যদিও , জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দীপক মল্লিক , মন্টু লাকরা জানান, কাল রাতের ঝড় বৃষ্টিতে বাড়ির ছাউনি উড়ে গেছে । এলাকায় কম করে 30-40 টি বাড়ির চাল উড়ে গেছে । বাড়ির মধ্যে গাছ ভেঙে পড়েছে ৷ এমনি কোরোনা ও লকডাউনের জন্য আর্থিক সংকট । তার মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তাঁরা আরও বেশি বিপদে পড়েছেন । নিজেরা যতটা পেরেছেন বাড়ি-ঘর ঠিক করেছেন । তবে সরকারি আর্থিক সাহায্য না পেলে ঘর ঠিক করতে অসুবিধা হবে । তাই সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা ।
অন্যদিকে, এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান , ঝড় বৃষ্টিতে কী ক্ষতি হয়েছে তার রিপোর্ট BDO-দের কাছ থেকে চাওয়া হয়েছে । রিপোর্ট পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়টি খতিয়ে দেখা হবে ।