বালুরঘাট, 30 এপ্রিল : লকডাউনের মাঝেই রাতে গাড়ি ভাড়া করে পটনা থেকে এলেন জামাই ৷ সোজা ঢুকে পড়লেন শ্বশুরবাড়িতে । এরপরই আজ সকালে জামাই সহ গোটা পরিবারকে কোয়ারানটিনে পাঠানোর দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ। আসেন স্বাস্থ্যকর্মীরাও । যদিও ওই ব্যক্তি এবং পরিবারকে কোয়ারানটিনে পাঠাতে পারেনি স্বাস্থ্যকর্মীরা । পরে আজ বিকেলে ওই পরিবারকে হোম কোয়ারানটিনে থাকার কথা বলে বাড়িতে ঢুকিয়ে দেয় পুলিশ । বালুরঘাট পৌরসভার বঙ্গবাসী এলাকার ঘটনা ।
জানা গেছে, ওই ব্যক্তির স্ত্রী ও শালিকা বালুরঘাট থেকে গাড়ি ভাড়া করে গতকাল ডালখোলা গিয়েছিলেন । অন্যদিকে, রাতেই পাটনা থেকে ডালখোলাতে চলে আসেন ওই ব্যক্তি । সেখান থেকে রাতেই তাঁরা বালুরঘাটে ফেরেন ৷ এরপর এলাকার বাসিন্দারা স্বাস্থ্যবিভাগে খবর দিলে তাঁদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয় । অভিযোগ, আজ সকাল হতেই তাঁরা বাড়ি থেকে বেরিয়ে পড়েন । পরে তাঁরা বাড়ি ঢোকার সময় এলাকার বাসিন্দারা পথ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন । এরপর ঘটনাস্থানে আসে পুলিশ । পরে স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থানে আসেন । তবে তাঁদের কোয়ারানটিন সেন্টারে নিয়ে যেতে ব্যর্থ হন ।
এবিষয়ে এক এলাকাবাসী মন্মথ মহন্ত বলেন, " লকডাউন চলাকালীন কীভাবে তারা এখানে আসে । তারা কোয়ারানটিনে না গিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে । আমরা কিছু বললেই রাজনৈতিক দলের কথা শোনাচ্ছে । আমরা এখানে ওদের থাকতে দেব না । " বালুরঘাট থানার পুলিশের তরফে জানা গেছে, এলাকাবাসীদের বুঝিয়ে শান্ত করা যায়নি । এলাকার বাসিন্দারা তাঁদের কোয়ারানটিনে নিয়ে যাওয়ার দাবি তোলেন । পরে তাঁদের বাড়িতে ঢুকিয়ে দেয় পুলিশ । এরপরই পুলিশ ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীকেও বাড়িতে ঢুকিয়ে দেয় ।