কুমারগঞ্জ (দক্ষিণ দিনাজপুর), 28 অগাস্ট : পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার । অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে জুয়ার ঠেক থেকে পালাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তার । মৃতের নাম কমলেশ বর্মণ (35) । পুলিশের বিরুদ্ধে তাড়া করার অভিযোগ তুলে গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা । পেশায় ছুতোরমিস্ত্রি কমলেশের বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের দিওর এলাকায় ।
জানা গেছে, গতরাতে দিওর বাজার এলাকার একটি বাড়িতে জুয়া খেলছিল কয়েকজন যুবক । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । চারজনের মধ্যে একজন ধরা পড়ে যায় । বাকি তিনজনের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । রাত-ভোর খোঁজ চালানোর পর আজ সকালে স্থানীয় একটি পুকুরে কমলেশের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । পুলিশ এসে দেহ উদ্ধার করে ।
এরপরই আজ পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা । যদিও গাড়ি ভাঙচুরের কথা অস্বীকার করেছে পুলিশ ।
মৃতের এক আত্মীয় বলেন, "চোর ডাকাত না ধরে নিরীহ মানুষকে ধরতে এসেছিল পুলিশ । ওরা জুয়া নয়, সামান্য তাস খেলছিল । পুলিশের তাড়া খেয়েই জলে ডুবে মৃত্যু হয়েছে কমলেশের । পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা হোক ।"
স্থানীয় BJP নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা বলেন, "ওই যুবক গাড়ি চালিয়ে দিন গুজরান করে । গতকাল ওরা তাস খেলছিল । পুলিশের তাড়া খেয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে কমলেশের ।"
DSP অমিত পাল বলেন, "ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে ।"