ETV Bharat / state

পুলিশি তাড়ায় জলে ডুবে মৃত্যু যুবকের ! - POLICE RAID DEATH

কুমারগঞ্জে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ । অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে জুয়ার ঠেক থেকে পালাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তার ।

কমলেশ বর্মণ
author img

By

Published : Aug 28, 2019, 11:28 PM IST

Updated : Aug 28, 2019, 11:34 PM IST

কুমারগঞ্জ (দক্ষিণ দিনাজপুর), 28 অগাস্ট : পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার । অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে জুয়ার ঠেক থেকে পালাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তার । মৃতের নাম কমলেশ বর্মণ (35) । পুলিশের বিরুদ্ধে তাড়া করার অভিযোগ তুলে গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা । পেশায় ছুতোরমিস্ত্রি কমলেশের বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের দিওর এলাকায় ।

জানা গেছে, গতরাতে দিওর বাজার এলাকার একটি বাড়িতে জুয়া খেলছিল কয়েকজন যুবক । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । চারজনের মধ্যে একজন ধরা পড়ে যায় । বাকি তিনজনের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । রাত-ভোর খোঁজ চালানোর পর আজ সকালে স্থানীয় একটি পুকুরে কমলেশের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । পুলিশ এসে দেহ উদ্ধার করে ।

স্থানীয় বাসিন্দার বক্তব্য

এরপরই আজ পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা । যদিও গাড়ি ভাঙচুরের কথা অস্বীকার করেছে পুলিশ ।

মৃতের এক আত্মীয় বলেন, "চোর ডাকাত না ধরে নিরীহ মানুষকে ধরতে এসেছিল পুলিশ । ওরা জুয়া নয়, সামান্য তাস খেলছিল । পুলিশের তাড়া খেয়েই জলে ডুবে মৃত্যু হয়েছে কমলেশের । পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা হোক ।"

স্থানীয় BJP নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা বলেন, "ওই যুবক গাড়ি চালিয়ে দিন গুজরান করে । গতকাল ওরা তাস খেলছিল । পুলিশের তাড়া খেয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে কমলেশের ।"

DSP অমিত পাল বলেন, "ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে ।"

কুমারগঞ্জ (দক্ষিণ দিনাজপুর), 28 অগাস্ট : পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার । অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে জুয়ার ঠেক থেকে পালাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তার । মৃতের নাম কমলেশ বর্মণ (35) । পুলিশের বিরুদ্ধে তাড়া করার অভিযোগ তুলে গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা । পেশায় ছুতোরমিস্ত্রি কমলেশের বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের দিওর এলাকায় ।

জানা গেছে, গতরাতে দিওর বাজার এলাকার একটি বাড়িতে জুয়া খেলছিল কয়েকজন যুবক । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । চারজনের মধ্যে একজন ধরা পড়ে যায় । বাকি তিনজনের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । রাত-ভোর খোঁজ চালানোর পর আজ সকালে স্থানীয় একটি পুকুরে কমলেশের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । পুলিশ এসে দেহ উদ্ধার করে ।

স্থানীয় বাসিন্দার বক্তব্য

এরপরই আজ পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা । যদিও গাড়ি ভাঙচুরের কথা অস্বীকার করেছে পুলিশ ।

মৃতের এক আত্মীয় বলেন, "চোর ডাকাত না ধরে নিরীহ মানুষকে ধরতে এসেছিল পুলিশ । ওরা জুয়া নয়, সামান্য তাস খেলছিল । পুলিশের তাড়া খেয়েই জলে ডুবে মৃত্যু হয়েছে কমলেশের । পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা হোক ।"

স্থানীয় BJP নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা বলেন, "ওই যুবক গাড়ি চালিয়ে দিন গুজরান করে । গতকাল ওরা তাস খেলছিল । পুলিশের তাড়া খেয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে কমলেশের ।"

DSP অমিত পাল বলেন, "ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে ।"

Intro:পুলিশি ধাওয়ায় পালাতে গিয়ে জলে পরে মৃত্যু হল ব্যক্তির, উত্তেজিত জনতার কুমারগঞ্জে পুলিশি গাড়ি ভাংচুর।।

কুমারগঞ্জ, ২৮ আগস্ট: পুলিশি ধাওয়া খেয়ে পালাতে গিয়ে জলে পরে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম কমলেশ বর্মণ(৩৫)। পেশায় কাঠমিস্ত্রি। বাড়ি কুমারগঞ্জ থানার দিওর এলাকায়। ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিকে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ। এদিকে ঘটনায় ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাংচুর করে বলে সূত্রের খবর। যদিও গাড়ি ভাংচুরের ঘটনা অস্বীকার করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে কুমারগঞ্জ থানার দিওর বাজারে একটি বাড়ির ছাদে জুয়া খেলছি স্থানীয় কয়েকজন। গোপন সূত্রে খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ সেখানে হানা মারে। পুলিশি হানার ভয়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ছাদ থেকে লাফ দিয়ে পালাতে যায়। চারজনের মধ্যে একজন লাফ দিতে না পারায় তাকে গ্রেফতার করে পুলিশ। বাকি তিনজন লাফ দিয়ে পালায়। এদিকে ওই ঘটনার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না কমলেশ বর্মণকে। গ্রামবাসী ও পরিবারের লোকেরা রাতভর তল্লাশি চালিয়েও খোঁজ পাননি।

এদিকে বুধবার বেলা ১০ টা নাগাদ জুয়ার আসর সংলগ্ন পুকুরে ভাসতে দেখা যায় কমলেশের মৃতদেহ। পরিবার পরিজন ও এলাকার মানুষের দাবি পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পুকুরে পরে মৃত্যু হয়েছে কমলেশ বর্মণের। এদিকে মৃতদেহ উদ্ধার হবার পর থেকেই তা রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে আনতে গেলে পুলিশকে সেই বিক্ষোভের মুখে পড়তে হয়। সেখানে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করেছে উত্তেজিত জনতা বলে খবর।

এবিষয়ে মৃতের মামাতো ভাই (আত্মীয়) কানু বর্মণ বলেন, চোর ডাকাত বা দাগী অপরাধী না ধরে নিরিহ মানুষকে ধরতে এসেছিল পুলিশ। যারা কিনা সামান্য তাস খেলছিল। সেটা পয়সার বিনিময়ে জুয়া ছিল না। সেখানে কমলেশ দেখতে গিয়েছিল। পরিবারের একমাত্র উপার্জন কর্তার মৃত্যু হল পুলিশের ধাওয়া খেয়ে। ফলে স্ত্রী, তিন বছরের সন্তান এবং দুই অসুস্থ দিদি বিপদে পরল। তাদের দাবি ওই পরিবারকে সরকারি ভাবে আর্থিক সাহায্য করা হোক।

এবিষয়ে স্থানীয় বিজেপি নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মোফিজ উদ্দিন মিয়াঁ জানান, ছেলে পেলে সব গাড়ি চালায়। তারাই অবসর সময়ে তাস খেলছিল। সেই সময় পুলিশ ধাওয়া দেয়। আজ সেই জায়গার পাশে থাকা একটি পুকুর থেকে উদ্ধার হয় কমলেশ বর্মণের মৃতদেহ। তারা টাকার বিনিময়ে কোন রকম তাস বা জুয়া খেলছিলেন না বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে ডিএসপি অমিত পাল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কি করে এই মৃত্যু তা জানার চেষ্টা চলছে।Body:KumarganjConclusion:Kumarganj
Last Updated : Aug 28, 2019, 11:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.