বালুরঘাট, 15 মে : যুবতিকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ । মৃতার নাম রুমা মণ্ডল (24) । বাড়ি হরিরামপুর ব্লকের ঝিনাইকুড়ি এলাকায় । বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের তুরষাল এলাকার ঘটনা । ঘটনায় অভিযুক্ত স্বামী বিদ্যুৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
কয়েক বছর আগে হরিরামপুরে রুমা মণ্ডলের সঙ্গে বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিদ্যুৎ মণ্ডলের বিয়ে হয় । বিদ্যুৎ মণ্ডল পেশায় রাজমিস্ত্রি ৷ তাদের তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই নানান সময় নানা কারণে ওই দম্পতির অশান্তি লেগেই থাকত । এমনকি কখনও রুমার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত স্বামীসহ শশুর বাড়ির লোকেরা । মৃতের পরিবারের অভিযোগ, গতকাল ফের বচসা শুরু হওয়ায় রুমাদেবীকে মারধর করে জোর করে কীটনাশক খাইয়ে দেয় বিদ্যুৎ । বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশীরা ছুটে আসে ঘটনাস্থানে । তড়িঘড়ি রুমাদেবীকে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয় । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান রুমাদেবী ৷
এবিষয়ে মৃতের বাবা সুজিত মণ্ডল বলেন, " অনেক দিন ধরেই আমার মেয়েকে জামাই ও শ্বশুরবাড়ির সবাই মিলে মারধর করত । গতকাল অশান্তির জেরেই মেয়েকে মারধর করেছে ৷ এরপর সবাই মিলে জোর করে কীটনাশক খাইয়ে দিয়েছে । আমার মেয়ে গতকাল হাসপাতালে ভরতি থাকাকালীন আমাকে অভিযুক্তদের চরমতম শাস্তির কথা জানিয়েছে । রাতের দিকে মেয়ে মারা যায় । আমরা থানায় অভিযোগ করেছি । অভিযুক্তদের কঠোর শাস্তি চাই । " এবিষয়ে DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র বলেন, " ওই গৃহবধূর বাপের বাড়ির তরফ থেকে অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগ পেতেই মৃতার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ তদন্ত করছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । "
অন্যদিকে, আজ হিলি ব্লকের ত্রিমোহীনি এলাকায় আর এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত যুবকের নাম নীলকমল সরকার (22) । পরিবারের লোকেদের দাবি, প্রেমঘটিত কারণে গলায় দঁড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে ।