বংশীহারী, 14 জুলাই : ত্রিকোণ প্রেমের জের । সেই সূত্রেই খুন হতে হয়েছে এক যুবককে, অভিযোগ এমনটাই । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বংশীহারী থানার পুলিশ । ধৃত যুবকের নাম সন্দীপ লাকড়া (23) । বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার অন্তর্গত জনতিপুর এলাকায় । গতকাল সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়য়েছে । আজ তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় । আদালতের তরফে TI প্যারেডের নির্দেশ দেওয়া হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, ত্রিকোণ প্রেমের জেরেই গত বৃহস্পতিবার সকালে খুন হয়েছেন হরিরামপুর থানার ডাঙাপাড়ার বিপ্লব পাহান নামে এক যুবক । তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক যুবতির । অন্যদিকে সন্দীপ নামে অপর এক যুবকের সঙ্গেও ওই যুবতির সম্পর্কের কথা জানাজানি হয় । গত বুধবার পেশায় লরির খালাসি বিপ্লব দিল্লি থেকে হরিরামপুরের ডাঙাপাড়ায় ফিরছিলেন । এরপর সন্দীপ বিপ্লবকে বুনিয়াদপুরে একটি হোটেলে দেখা করতে বলে । রাতে একসঙ্গে ওই হোটেলেই ছিলেন, বলে জানায় পুলিশ। পর দিন সকালে বিপ্লবকে খুন করে পালায় সন্দীপ ।
গঙ্গারামপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া বলেন, "বৃহস্পতিবার সকালে বুনিয়াদপুরের একটি হোটেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়য়েছে । তদন্তে নেমে হিলি থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে, স্বীকার করেছে অভিযুক্ত । আমরা অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছি ।"