ETV Bharat / state

NRC আতঙ্ক ! ডিজিটাল রেশন কার্ডের লাইনে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির - queue for digital ration card at Balurghat BDO

বালুরঘাট BDO অফিসে ডিজিটাল রেশন কার্ডের জন্য লাইন দিয়েছিলেন জলঘর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙা এলাকার বাসিন্দা মিন্টু সরকার (52) ৷ অসুস্থ হয়ে পড়লে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

মৃত ব্যক্তি
author img

By

Published : Sep 20, 2019, 7:10 PM IST

Updated : Sep 20, 2019, 11:36 PM IST

বালুরঘাট, 20 সেপ্টেম্বর: ডিজিটাল রেশন কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে সান স্ট্রোকে মৃত্যু হল এক ব্যক্তির ৷ বালুরঘাটের BDO অফিসের ঘটনা ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

9 সেপ্টেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে ডিজিটাল রেশন কার্ডে নাম তোলার কাজ ৷ চলবে 27 তারিখ পর্যন্ত ৷ অসমে NRC থেকে 19 লাখ মানুষের নাম বাদ পড়ার পর থেকেই আতঙ্কিত সাধারণ মানুষ ৷ প্রতিদিনই সকাল থেকে জেলার 8টি ব্লক ও পৌরসভাগুলিতে ডিজিটাল রেশন কার্ডে নাম তোলার জন্য ভিড় করছেন তাঁরা ৷ দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে অপেক্ষা করায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন ৷

দেখুন ভিডিয়ো...

আজ সকালে বালুরঘাট BDO অফিসে আবেদনপত্র পূরণের জন্য লাইনে দাঁড়ান জলঘর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙা এলাকার বাসিন্দা মিন্টু সরকার (52) ৷ কিন্তু রোদে, ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ স্থানীয়রা বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান তাঁকে ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ চিকিৎসকদের অনুমান সান স্ট্রোকেই মৃত্যু হয়েছে তাঁর ৷

এবিষয়ে মিন্টুবাবুর আত্মীয় নবিউল ইসলাম জানান, তাঁরা BDO অফিসে এসেছিলেন ডিজিটাল কার্ডের জন্য ৷ ভিড়ে অসুস্থ হয়ে পড়েন মিন্টুবাবু ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷ কার্ডের কাজ হয়নি ৷ বলেন, "অনেক ভিড় ৷ যা পরিস্থিতি তাতে দু'দিন পর আরও অনেকে অসুস্থ হয়ে মারা যেতে পারেন ৷ এভাবে এসব কাছ করা ঠিক নয় ৷"

মিন্টুবাবুর প্রতিবেশী মোক্তার মণ্ডল জানান, গ্রামে NRC-র আতঙ্ক ছড়িয়েছে । যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তাদের নাম তুলতে হবে । তাই সবাই বালুরঘাট BDO অফিসে আসেন । বলেন, "আমরা শুনেছি NRC হবে ৷ তার জন্য ডিজিটাল রেশন কার্ড করতে হবে ৷ আমাদের কার্ড নেই ৷ "

এবিষয়ে বালুরঘাটের BDO অনুজ শিকদার জানান, তিনি জেলা প্রশাসনিক ভবনে মিটিংয়ে ছিলেন । খবর পেয়ে ঘটনাস্থানে যান । বিষয়টি খতিয়ে দেখছেন । মৃত ব্যক্তির পরিবারকে সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷

বালুরঘাট, 20 সেপ্টেম্বর: ডিজিটাল রেশন কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে সান স্ট্রোকে মৃত্যু হল এক ব্যক্তির ৷ বালুরঘাটের BDO অফিসের ঘটনা ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

9 সেপ্টেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে ডিজিটাল রেশন কার্ডে নাম তোলার কাজ ৷ চলবে 27 তারিখ পর্যন্ত ৷ অসমে NRC থেকে 19 লাখ মানুষের নাম বাদ পড়ার পর থেকেই আতঙ্কিত সাধারণ মানুষ ৷ প্রতিদিনই সকাল থেকে জেলার 8টি ব্লক ও পৌরসভাগুলিতে ডিজিটাল রেশন কার্ডে নাম তোলার জন্য ভিড় করছেন তাঁরা ৷ দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে অপেক্ষা করায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন ৷

দেখুন ভিডিয়ো...

আজ সকালে বালুরঘাট BDO অফিসে আবেদনপত্র পূরণের জন্য লাইনে দাঁড়ান জলঘর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙা এলাকার বাসিন্দা মিন্টু সরকার (52) ৷ কিন্তু রোদে, ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ স্থানীয়রা বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান তাঁকে ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ চিকিৎসকদের অনুমান সান স্ট্রোকেই মৃত্যু হয়েছে তাঁর ৷

এবিষয়ে মিন্টুবাবুর আত্মীয় নবিউল ইসলাম জানান, তাঁরা BDO অফিসে এসেছিলেন ডিজিটাল কার্ডের জন্য ৷ ভিড়ে অসুস্থ হয়ে পড়েন মিন্টুবাবু ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷ কার্ডের কাজ হয়নি ৷ বলেন, "অনেক ভিড় ৷ যা পরিস্থিতি তাতে দু'দিন পর আরও অনেকে অসুস্থ হয়ে মারা যেতে পারেন ৷ এভাবে এসব কাছ করা ঠিক নয় ৷"

মিন্টুবাবুর প্রতিবেশী মোক্তার মণ্ডল জানান, গ্রামে NRC-র আতঙ্ক ছড়িয়েছে । যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তাদের নাম তুলতে হবে । তাই সবাই বালুরঘাট BDO অফিসে আসেন । বলেন, "আমরা শুনেছি NRC হবে ৷ তার জন্য ডিজিটাল রেশন কার্ড করতে হবে ৷ আমাদের কার্ড নেই ৷ "

এবিষয়ে বালুরঘাটের BDO অনুজ শিকদার জানান, তিনি জেলা প্রশাসনিক ভবনে মিটিংয়ে ছিলেন । খবর পেয়ে ঘটনাস্থানে যান । বিষয়টি খতিয়ে দেখছেন । মৃত ব্যক্তির পরিবারকে সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷

Intro:NRC আতঙ্কে বালুরঘাটে ডিজিটাল রেশন কার্ড করাতে এসে সান স্ট্রোকে মৃত্যু ব্যক্তির।।

বালুরঘাট, ২০ সেপ্টেম্বর: এনআরসি আতঙ্ক আতঙ্কিত সাধারণ মানুষ। ডিজিটাল রেশন কার্ডের জন্য সকাল থেকে ভিড় জমছে জেলার ব্লক অফিস গুলোতে। ফর্ম ফিলাপের জন্য লাইনে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। একদিকে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। শুক্রবার সকালেই বালুরঘাট বিডিও অফিসে ডিজিটাল রেশন কার্ড করতে এসে সানস্ট্রোকে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মন্টু সরকার(৫২)। বাড়ি বালুরঘাট থানার জলঘর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকায়। ঘটনায় বালুরঘাট বিডিও অফিসে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়ে ডিজিটাল রেশন কার্ডে নাম তোলার কাজ। আগামী ২৭ সেপ্টেম্বর অবধি চলবে এই নাম তোলা বা সংশোধনী। এদিকে আসামে এনআরসি হওয়ার পর ১৯ লাখ মানুষের নাম বাদ পড়ায় আতঙ্কিত অন্যান্য রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের মানুষও। আতঙ্কে প্রত্যেক দিনই সকাল থেকে জেলার আটটি ব্লক ও পৌরসভা গুলিতে ডিজিটাল রেশন কার্ডে নাম তোলার জন্য সাধারণ মানুষ ভিড় করছে। তীব্র গরম ও অন্যদিকে ভিড়ে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পরছে।

রেশন কার্ডে নাম তোলার জন্য এদিন সকালে বাড়ি থেকে বালুরঘাট বিডিও অফিসে আসেন পেশায় কৃষক মন্টু সরকার। বিডিও অফিস খোলার আগেই লাইনে দাঁড়ান তিনি। একদিকে রোদ অন্য দিকে ভিড়ে অসুস্থ হয়ে পরেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পাশেই বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান সান স্ট্রোকে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এদিকে পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়।

এবিষয়ে মৃতের আত্মীয় নবিউল ইসলাম জানান, আজ বালুরঘাট বিডিও অফিসে ডিজিটাল রেশন কার্ডের জন্য এসেছিল। তার সঙ্গে মেসোও এসেছিল। রোদ গরমে ও লোকের ভিড়ে স্ট্রোক অ্যাটাক করে। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। এমন ভাবে আগামী দিনে কাজ হলেও তার মেসোর মত আরও লোক মারা যেতে পারে বলে তিনি জানিয়েছেন।

এবিষয়ে মৃতের প্রতিবেশী মোক্তার মণ্ডল জানান, এনআরসির আতঙ্ক তাদের গ্রামে ছড়িয়েছে। যাদের ডিজিটাল রেশন কার্ড নাই তাদের নাম তুলতে হবে। তাই গ্রামের সকলে মিলেই বালুরঘাট বিডিও অফিসে আসেন। সেখানে মন্টু সরকার সান স্ট্রোকে মৃত্যু হয়। মৃত ব্যক্তি তাদের প্রতিবেশী। সাধারণ মানুষ এনআরসি নিয়ে ব্যাপক আতঙ্কে রয়েছে।

অন্য দিকে এবিষয়ে বালুরঘাটের বিডিও অনুজ শিকদার জানান, তিনি জেলা প্রশাসনিক ভবনে মিটিংয়ে ছিলেন। বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে যান। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এবং ওই ব্যক্তিকে সরকারি সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Sep 20, 2019, 11:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.