বংশীহারী, 3 অগস্ট: পাকা রাস্তার দাবিতে সড়ক অবরোধে নামল স্থানীয়রা ৷ এমনকী সাধারণ মানুষের সঙ্গে এই বিক্ষোভে সামিল হয় স্কুল-পড়ুয়ার দল ৷ দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রামপঞ্চায়েত এলাকার শায়েস্তাবাদ থেকে মুরগামারি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল । বহুবার পঞ্চায়েতে বা ব্লকের দ্বারস্থ হলেও মেলেনি সমাধান ৷ তাই মঙ্গলবার সকালে ক্ষিপ্ত গ্রামবাসীরা রশিদপুর এলাকায় মালদা-বালুরঘাট সড়কে প্ল্যাকার্ড হাতে বসে পড়ে । তবে এই পরিস্থিতি নতুন নয়, স্বাধীনতার পর থেকে কেউই এই রাস্তার প্রতি নজর দেয়নি (Locals block road in Sayestabad Dakshin Dinajpur demanding cement concrete road) ৷
একুশে ভোটের সময় হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র মুরগামারি-শায়েস্তাবাদ এলাকায় ভোট চাইতে এসে কথা দিয়েছিলেন ভোটে জিতলে সবার আগে এই রাস্তা করে দেবেন । ভোট মিটে গিয়েছে ৷ কাঁচা রাস্তায় একটা ইটও পড়েনি ৷ বর্ষার সময় খুব কষ্ট করে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের । শায়েস্তাবাদ-মুরগামারি এলাকায় বিভিন্ন প্রাইমারি স্কুল থাকলেও সেখানে যেতে পারে না গ্রামের ছাত্র-ছাত্রীরা । ব্লক প্রশাসনের কাছে গ্রামবাসীদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই রাস্তা মেরামত করে দিতে হবে ।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারি থানার বিশাল পুলিশ বাহিনী ৷ পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বললেও অবরোধ ওঠেনি ৷ তখন ব্লক প্রশাসনের তরফে সেখানে পৌঁছন জয়েন্ট বিডিও অরিত্র দোলুই ৷ তিনি গ্রামবাসীদের বোঝানোর জন্য রাস্তার মধ্যেই বসে পড়েন । পরে রাস্তার হাল দেখতে পুলিশকে সঙ্গে নিয়ে গ্রামে যান জয়েন্ট বিডিও । তিনি কথা দিয়েছেন, আপাতত রাস্তাটি মেরামত করা হবে ৷ পরে বরাদ্দের টাকা পেলে পাকা রাস্তা তৈরির কাজ হবে । ব্লক প্রশাসনের আশ্বাসে প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পরে বিক্ষোভকারীরা চলে যান ৷ এর ফলে প্রচুর যানবাহন আটকে পড়ে বালুরঘাট-মালদা রাজ্যসড়কে ।
আরও পড়ুন: বেহাল রাস্তায় নিত্যদিন দুর্ঘটনা, পথ অবরোধ করে বিক্ষোভ কালনায়
বেহাল রাস্তা প্রসঙ্গে স্থানীয় ফিরোজ আলি আহমেদ বলেন, "শায়েস্তাবাদ থেকে মুরগামারী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল । তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে বারবার আবেদন জানানো হলেও রাস্তা পাকা হয়নি ।" তিনি ভোটের আগে হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্রের প্রতিশ্রুতির কথাও জানান ৷ বিপ্লব মিত্র ভোটে জিতে এখন মন্ত্রী । রাস্তা পাকা নিয়ে বিডিও জানান, জেলা থেকে এই রাস্তা ঠিক করার ছাড়পত্র পাশ করা হয় না ।
আরেক বিক্ষোভকারী গ্রামবাসী নওবাজ শরিফ বলেন, "স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও বংশীহারি ব্লকের শায়েস্তাবাদ থেকে মুরগামারি পর্যন্ত কাঁচা রাস্তা পাকা হয়নি ।" তাঁর গলাতেই হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্রের বিরুদ্ধে ক্ষোভ উঠে আসে ৷ বংশীহারি বিডিও সুদেষ্ণা পাল জানান, আপাতত পঞ্চায়েত পক্ষ থেকে কোনওভাবে রাস্তাটি মেরামত করা হবে ৷ পরে অর্থ বরাদ্দ পেলে রাস্তা তৈরি করে দেওয়া হবে ৷
আরও পড়ুন: পথশ্রী প্রকল্পের লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগ, সোনারপুরে পাকা রাস্তা পায়নি বাসিন্দারা