ETV Bharat / state

দুস্থদের সাহায্যে বালুরঘাটে সবজির ATM-এর ব্যবস্থা স্থানীয় যুবকদের - বালুরঘাট

দুস্থদের সাহায্য করতে নয়া উদ্যোগ নিলেন বালুরঘাটের কিছু যুবক । রাস্তায় বসালেন সবজির ATM ।

Vegetable ATM
সবজি এটিএম
author img

By

Published : Apr 14, 2020, 3:30 PM IST

বালুরঘাট, 14 এপ্রিল : লকডাউনে দুস্থদের সংসারে অভাব দেখা দিয়েছে । তাঁদের জন্য সরকার ও বিভিন্ন সংগঠনের তরফে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে । এই দুস্থদের সাহায্য করতে এক নয়া উদ্যোগ নিলেন বালুরঘাটের কিছু যুবক । খুললেন সবজির ATM । অভাবগ্রস্তরা এই ATM থেকে বিনামূল্যে একদিনের সবজি নিয়ে যেতে পারবে ।

বালুরঘাটের 2 নম্বর ওয়ার্ডের জটালি মোড় । এখানকার স্থানীয় কিছু যুবকই দুস্থদের সাহায্য করতে সবজির ATM খোলেন । প্রতিদিন সকাল হলেই খোলা হয় এই সবজির ATM । তারপর দুস্থরা নিজেদের প্রয়োজনমতো একদিনের সবজি বিনামূল্যে নিয়ে যান । লকডাউন যতদিন চলবে ততদিন এলাকায় এই ATM পরিষেবা দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা । স্থানীয় যুবকদের এই উদ্যোগে খুশি এলাকার দুস্থরা । এই ATM -এর ফলে সুবিধা হচ্ছে পাশের ওয়ার্ডের বাসিন্দাদেরও । তারাও এই ATM থেকে সবজি নিয়ে যাচ্ছে ।

ATM-এ সবজি সংগ্রহ করতে আসা মিনতি হালদার জানান, তিনি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন । লকডাউনের জেরে সব বাড়িতে কাজ বন্ধ হয়ে গেছে । রেশন থেকে চাল পাওয়া গেলেও অর্থের অভাবে সবজি কিনতে পারছেন না । এই ATM-এর ফলে গত কয়েক দিন ধরে সবজি সংগ্রহ করায় অনেক উপকৃত হয়েছেন তিনি ।

স্থানীয় উদ্যোক্তা প্রেমানন্দ শীল বলেন, "লকডাউনের জেরে পাড়ার বেশিরভাগ মানুষের খুব সমস্যা হয়ে গেছে । কাজ বন্ধ থাকায় বর্তমানে বাড়িতেই বসে থাকতে হচ্ছে অনেককে । এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়াতে এলাকার কিছু যুবকরা মিলে বিনামূল্যের এই সবজি ATM খুলেছি । এখান থেকে প্রতিদিন প্রায় 300-র বেশি মানুষকে একদিনের খাওয়ার মতো সবজি দেওয়া হচ্ছে । আমাদের এই কাজে এলাকার অনেকেই অর্থ দিয়ে সাহায্য করছেন । লকডাউন যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এভাবে বিনামূল্যের সবজি ATM-এর মাধ্যমে মানুষের পাশে দাঁড়াব আমরা ।

বালুরঘাট, 14 এপ্রিল : লকডাউনে দুস্থদের সংসারে অভাব দেখা দিয়েছে । তাঁদের জন্য সরকার ও বিভিন্ন সংগঠনের তরফে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে । এই দুস্থদের সাহায্য করতে এক নয়া উদ্যোগ নিলেন বালুরঘাটের কিছু যুবক । খুললেন সবজির ATM । অভাবগ্রস্তরা এই ATM থেকে বিনামূল্যে একদিনের সবজি নিয়ে যেতে পারবে ।

বালুরঘাটের 2 নম্বর ওয়ার্ডের জটালি মোড় । এখানকার স্থানীয় কিছু যুবকই দুস্থদের সাহায্য করতে সবজির ATM খোলেন । প্রতিদিন সকাল হলেই খোলা হয় এই সবজির ATM । তারপর দুস্থরা নিজেদের প্রয়োজনমতো একদিনের সবজি বিনামূল্যে নিয়ে যান । লকডাউন যতদিন চলবে ততদিন এলাকায় এই ATM পরিষেবা দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা । স্থানীয় যুবকদের এই উদ্যোগে খুশি এলাকার দুস্থরা । এই ATM -এর ফলে সুবিধা হচ্ছে পাশের ওয়ার্ডের বাসিন্দাদেরও । তারাও এই ATM থেকে সবজি নিয়ে যাচ্ছে ।

ATM-এ সবজি সংগ্রহ করতে আসা মিনতি হালদার জানান, তিনি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন । লকডাউনের জেরে সব বাড়িতে কাজ বন্ধ হয়ে গেছে । রেশন থেকে চাল পাওয়া গেলেও অর্থের অভাবে সবজি কিনতে পারছেন না । এই ATM-এর ফলে গত কয়েক দিন ধরে সবজি সংগ্রহ করায় অনেক উপকৃত হয়েছেন তিনি ।

স্থানীয় উদ্যোক্তা প্রেমানন্দ শীল বলেন, "লকডাউনের জেরে পাড়ার বেশিরভাগ মানুষের খুব সমস্যা হয়ে গেছে । কাজ বন্ধ থাকায় বর্তমানে বাড়িতেই বসে থাকতে হচ্ছে অনেককে । এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়াতে এলাকার কিছু যুবকরা মিলে বিনামূল্যের এই সবজি ATM খুলেছি । এখান থেকে প্রতিদিন প্রায় 300-র বেশি মানুষকে একদিনের খাওয়ার মতো সবজি দেওয়া হচ্ছে । আমাদের এই কাজে এলাকার অনেকেই অর্থ দিয়ে সাহায্য করছেন । লকডাউন যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এভাবে বিনামূল্যের সবজি ATM-এর মাধ্যমে মানুষের পাশে দাঁড়াব আমরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.