ETV Bharat / state

প্রতিবেশীকে খুন, 9 বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড - life time imprisonment after 9 long years verdict by south dinajpur district court

প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট জেলা আদালতের ৷

life time imprisonment after 9 long years
অভিযুক্ত ব্যক্তি
author img

By

Published : Dec 6, 2019, 8:53 PM IST

বালুরঘাট, 6 ডিসেম্বর : প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ৷ দীর্ঘ 9 বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট জেলা আদালতের ৷ আজ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) কিষেন কুমার আগরওয়াল অভিযুক্ত রাজু মুদিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান ৷

2010 সালের 13 অক্টোবর হরিরামপুর থানার দানবগ্রামের বাসিন্দা বিদেশি মুদিকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে রাজু মুদি । বিদেশি মুদি পেশায় কবিরাজ ছিলেন । পুরোনো শত্রুতার জেরে খুন বলে জানান সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী ৷ ঘটনার দিন হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃত বিদেশি মুদির স্ত্রী বিশ্নি মুদি । তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজু মুদিকে গ্রেপ্তার করে পুলিশ ৷

দীর্ঘ সাক্ষী-প্রমাণের পর অবশেষে গতকাল বালুরঘাট জেলা আদালতের বিচারক অভিযুক্ত রাজু মুদিকে দোষী সাব্যস্ত করে । আজ তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক । এবিষয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, হরিরামপুরের একটি খুনের মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) কিষেন কুমার আগরওয়াল । 307 ধারায় 10 বছরের কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে ছ'মাসের কারাদণ্ড । 326 ধারায় 10 বছরের কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা । অনাদায়ে ছ'মাসের কারাদণ্ড । এবং 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছ'মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ।

বালুরঘাট, 6 ডিসেম্বর : প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ৷ দীর্ঘ 9 বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট জেলা আদালতের ৷ আজ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) কিষেন কুমার আগরওয়াল অভিযুক্ত রাজু মুদিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান ৷

2010 সালের 13 অক্টোবর হরিরামপুর থানার দানবগ্রামের বাসিন্দা বিদেশি মুদিকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে রাজু মুদি । বিদেশি মুদি পেশায় কবিরাজ ছিলেন । পুরোনো শত্রুতার জেরে খুন বলে জানান সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী ৷ ঘটনার দিন হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃত বিদেশি মুদির স্ত্রী বিশ্নি মুদি । তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজু মুদিকে গ্রেপ্তার করে পুলিশ ৷

দীর্ঘ সাক্ষী-প্রমাণের পর অবশেষে গতকাল বালুরঘাট জেলা আদালতের বিচারক অভিযুক্ত রাজু মুদিকে দোষী সাব্যস্ত করে । আজ তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক । এবিষয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, হরিরামপুরের একটি খুনের মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) কিষেন কুমার আগরওয়াল । 307 ধারায় 10 বছরের কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে ছ'মাসের কারাদণ্ড । 326 ধারায় 10 বছরের কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা । অনাদায়ে ছ'মাসের কারাদণ্ড । এবং 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছ'মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ।

Intro:কোদাল দিয়ে কুপিয়ে খুন, ৯ বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ।।

বালুরঘাট, ৬ ডিসেম্বর: দীর্ঘ ৯ বছর পর প্রতিবেশীকে খুন করার অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত। শুক্রবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক(তৃতীয় কোর্ট) কিষেণ কুমার আগারওয়াল অভিযুক্ত রাজু মুদিকে দোষী সাব্যস্ত করার পর রায় ঘোষণা করেন।

জানা গেছে, ১৩ অক্টোবর ২০১০ সালে হরিরামপুর থানার দানবগ্রামের এলাকার বিদেশী মুদিকে সন্ধ্যা বেলায় কোদাল দিয়ে কুপিয়ে খুন করে প্রতিবেশীরা রাজু মুদি। বিদেশি মুদি পেশায় কবিরাজ ছিলেন। ঘটনার দিনই হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী বিশ্নি মুদি। অভিযোগের ভিত্তিতে হরিরামপুর থানার পুলিশ অভিযুক্ত রাজু মুদিকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩০৭, ৩০২ ও ৩২৬ ধারা মামলা রুজু করে পুলিশ। দীর্ঘ সাক্ষী-প্রমানের পর অবশেষে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বালুরঘাট জেলা আদালতের বিচারক অভিযুক্ত রাজু মুদিকে দোষী সাব্যস্ত করে। দোষী সাবস্তের পর এদিন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক(তৃতীয় কোর্ট) কিষেণ কুমার আগারওয়াল অভিযুক্ত রাজু মুদিকে দোষী যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। দীর্ঘ দিন পর অভিযুক্ত ব্যক্তি সাজা পাওয়ায় খুশি মৃতের পরিবার।

এবিষয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, হরিরামপুরের একটি খুনের মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক(তৃতীয় কোর্ট) কিষেণ কুমার আগারওয়াল। সাক্ষ্য-প্রমাণের পরে দিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। আজ অভিযুক্তকে ৩০৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড। ৩২৬ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড। এবং ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.