ETV Bharat / state

বালুরঘাটে রেল চালুর দাবিতে DRM ও সাংসদকে চিঠি - বালুরঘাটে ট্রেন চালুর দাবি

একলাখী বালুরঘাট রেল উন্নয়ন কমিটির সম্পাদক পীযূষ দেব জানান, দেশের বেশিরভাগ জায়গায় রেল চালু হয়েছে । তবে এখনও বালুরঘাট থেকে কলকাতা যাতায়াত করার কোনও রেল চালু হয়নি । তাই বালুরঘাট থেকে কলকাতা রেল চালানোর দাবি নিয়ে কাটিহার ডিভিশনের DRM ও বালুরঘাটের সাংসদকে চিঠি দিয়েছেন তাঁরা ।

balurghat rail news
বালুরঘাটে রেল চালুর দাবিতে DRM ও সাংসদকে চিঠি
author img

By

Published : Sep 13, 2020, 7:35 AM IST

বালুরঘাট, 13 সেপ্টেম্বর : সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী বালুরঘাট স্টেশন থেকে রেল পরিষেবা চালুর দাবিতে কাটিহার ডিভিশনের DRM ও বালুরঘাটের সাংসদকে চিঠি দিল একলাখী বালুরঘাট রেল উন্নয়ন কমিটি । গতকাল দুপুরে সংগঠনের পক্ষ থেকে মেল মারফত কাঠিয়ার ডিভিশনের DRM-কে চিঠি দেওয়া হয় । পাশাপাশি লিখিত আকারে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকেও বিষয়টি জানানো হয় । সরকারি স্বাস্থ্য বিধি মেনে যাতে দ্রুত বালুরঘাট-কলকাতা ও বালুরঘাট-শিলিগুড়ির রেল পরিষেবা চালু হয় সেই দাবিতে এদিন চিঠি দেন কমিটির সম্পাদক পীযূষ দেব।

দীর্ঘ প্রতীক্ষার পর বালুরঘাট স্টেশন থেকে রেল পরিষেবা পেয়েছিলেন বালুরঘাটবাসী । সেই হিসেবে দূরপাল্লার রেল বালুরঘাট এখনও পায়নি । কিন্তু কোরোনা ও লকডাউনের জেরে সেই সুবিধার গুড়ে বালি । প্রায় মাস ছয়েক ধরে বন্ধ রয়েছে বালুরঘাট থেকে সমস্ত রকম রেল পরিষেবা । আনলক শুরুর হলেও বালুরঘাটে ট্রেন পরিষেবা চালু হয়নি । এই পরিস্থিতিতে বালুরঘাট থেকে শিলিগুড়ি বা কলকাতা যাওয়ার একমাত্র মাধ্যম বাস । চিকিৎসার কারণে কলকাতা যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ভাড়া করে যাচ্ছেন অনেকে । কারণ অসুস্থ অবস্থায় বাসে যাত্রা করা তাদের কাছে অস্বস্তিজনক । যার জেরে অনেকেই ডাক্তার দেখানো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা পেতে পিছিয়ে যাচ্ছেন । তাই এবার জেলাবাসীর সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়েছেন একলাখী বালুরঘাট রেল উন্নয়ন কমিটি ।

এবিষয়ে একলাখী বালুরঘাট রেল উন্নয়ন কমিটির সম্পাদক পীযূষ দেব জানান, "দেশের বেশিরভাগ জায়গায় রেল চালু হয়েছে । তবে এখনও বালুরঘাট থেকে কলকাতা যাতায়াত করার কোনও রেল চালু হয়নি । এই অবস্থায় জেলার মানুষরা ব্যাপক সমস্যায় পড়ছেন । বিশেষ করে চিকিৎসা করাতে বাইরে যেতে পারছেন না জেলার মানুষরা ।" তাই বালুরঘাট থেকে কলকাতা রেল চালানোর দাবি নিয়ে কাটিহার ডিভিশনের DRM ও বালুরঘাটের সাংসদকে চিঠি দিয়েছেন তাঁরা ।

এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, তিনি একলাখী বালুরঘাট রেল উন্নয়ন কমিটির চিঠি পেয়েছেন । এখনই এনিয়ে রেলমন্ত্রীকে কোনও চিঠি দিচ্ছেন না । কারণ, আগামী 14 সেপ্টেম্বর থেকে পার্লামেন্টের অধিবেশন । তাই সেখানে তিনি এই প্রস্তাবটি রেলমন্ত্রীসহ সবার সামনে রাখবেন ।

বালুরঘাট, 13 সেপ্টেম্বর : সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী বালুরঘাট স্টেশন থেকে রেল পরিষেবা চালুর দাবিতে কাটিহার ডিভিশনের DRM ও বালুরঘাটের সাংসদকে চিঠি দিল একলাখী বালুরঘাট রেল উন্নয়ন কমিটি । গতকাল দুপুরে সংগঠনের পক্ষ থেকে মেল মারফত কাঠিয়ার ডিভিশনের DRM-কে চিঠি দেওয়া হয় । পাশাপাশি লিখিত আকারে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকেও বিষয়টি জানানো হয় । সরকারি স্বাস্থ্য বিধি মেনে যাতে দ্রুত বালুরঘাট-কলকাতা ও বালুরঘাট-শিলিগুড়ির রেল পরিষেবা চালু হয় সেই দাবিতে এদিন চিঠি দেন কমিটির সম্পাদক পীযূষ দেব।

দীর্ঘ প্রতীক্ষার পর বালুরঘাট স্টেশন থেকে রেল পরিষেবা পেয়েছিলেন বালুরঘাটবাসী । সেই হিসেবে দূরপাল্লার রেল বালুরঘাট এখনও পায়নি । কিন্তু কোরোনা ও লকডাউনের জেরে সেই সুবিধার গুড়ে বালি । প্রায় মাস ছয়েক ধরে বন্ধ রয়েছে বালুরঘাট থেকে সমস্ত রকম রেল পরিষেবা । আনলক শুরুর হলেও বালুরঘাটে ট্রেন পরিষেবা চালু হয়নি । এই পরিস্থিতিতে বালুরঘাট থেকে শিলিগুড়ি বা কলকাতা যাওয়ার একমাত্র মাধ্যম বাস । চিকিৎসার কারণে কলকাতা যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ভাড়া করে যাচ্ছেন অনেকে । কারণ অসুস্থ অবস্থায় বাসে যাত্রা করা তাদের কাছে অস্বস্তিজনক । যার জেরে অনেকেই ডাক্তার দেখানো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা পেতে পিছিয়ে যাচ্ছেন । তাই এবার জেলাবাসীর সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়েছেন একলাখী বালুরঘাট রেল উন্নয়ন কমিটি ।

এবিষয়ে একলাখী বালুরঘাট রেল উন্নয়ন কমিটির সম্পাদক পীযূষ দেব জানান, "দেশের বেশিরভাগ জায়গায় রেল চালু হয়েছে । তবে এখনও বালুরঘাট থেকে কলকাতা যাতায়াত করার কোনও রেল চালু হয়নি । এই অবস্থায় জেলার মানুষরা ব্যাপক সমস্যায় পড়ছেন । বিশেষ করে চিকিৎসা করাতে বাইরে যেতে পারছেন না জেলার মানুষরা ।" তাই বালুরঘাট থেকে কলকাতা রেল চালানোর দাবি নিয়ে কাটিহার ডিভিশনের DRM ও বালুরঘাটের সাংসদকে চিঠি দিয়েছেন তাঁরা ।

এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, তিনি একলাখী বালুরঘাট রেল উন্নয়ন কমিটির চিঠি পেয়েছেন । এখনই এনিয়ে রেলমন্ত্রীকে কোনও চিঠি দিচ্ছেন না । কারণ, আগামী 14 সেপ্টেম্বর থেকে পার্লামেন্টের অধিবেশন । তাই সেখানে তিনি এই প্রস্তাবটি রেলমন্ত্রীসহ সবার সামনে রাখবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.