ETV Bharat / state

পুজো দেখে ফেরার পথে কুশমণ্ডিতে বাইক দুর্ঘটনায় মৃত 3 - kushmandi bike accident

নবমীর রাতে কুশমণ্ডিতে বাইক দুর্ঘটনা ৷ এক যুবতিসহ মৃত তিন ৷ আহত আরও দুই ৷

বাইক দুর্ঘটনায় মৃত 3
author img

By

Published : Oct 8, 2019, 6:02 PM IST

কুশমণ্ডি, 8 অক্টোবর : কুশমণ্ডিতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতিসহ তিনজনের ৷ আহত হয়েছেন দু'জন ৷ এই নিয়ে এবার পুজোয় বাইক দুর্ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলায় মৃত্যু হল ছ'জনের ৷

কুশমণ্ডিতে দুর্ঘটনায় মৃতদের নাম রঞ্জন সরকার (25), সুদেব রায় (24) ও শম্পা সরকার (24) ৷ গতকাল রাতে ঠাকুর দেখে হেঁটে বাড়ি ফিরছিলেন শম্পা সরকার ও রঞ্জন সরকার ৷ সাতমাইল এলাকায় পিছন থেকে একটি বাইক এসে তাঁদের ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় শম্পার ৷ গুরুতর আহত হন রঞ্জনসহ বাইকে থাকা তিনজন ৷ তাঁদের নাম জয় মিশ্র, সুদেব রায় ও সুবল সরকার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কুশমণ্ডি থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷ সেখানে আজ রঞ্জন সরকার ও সুদেব রায় মারা যান ৷ বাকিদের অবস্থা আশঙ্কাজনক ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয় ৷

কুশমণ্ডি থানার IC মানবেন্দ্র সাহা জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সপ্তমীতে বালুরঘাটের পাগলিগঞ্জে বাইক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়৷ অষ্টমীতে ঠাকুরপুরা এলাকায় একজনের মৃত্যু হয় ৷

কুশমণ্ডি, 8 অক্টোবর : কুশমণ্ডিতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতিসহ তিনজনের ৷ আহত হয়েছেন দু'জন ৷ এই নিয়ে এবার পুজোয় বাইক দুর্ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলায় মৃত্যু হল ছ'জনের ৷

কুশমণ্ডিতে দুর্ঘটনায় মৃতদের নাম রঞ্জন সরকার (25), সুদেব রায় (24) ও শম্পা সরকার (24) ৷ গতকাল রাতে ঠাকুর দেখে হেঁটে বাড়ি ফিরছিলেন শম্পা সরকার ও রঞ্জন সরকার ৷ সাতমাইল এলাকায় পিছন থেকে একটি বাইক এসে তাঁদের ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় শম্পার ৷ গুরুতর আহত হন রঞ্জনসহ বাইকে থাকা তিনজন ৷ তাঁদের নাম জয় মিশ্র, সুদেব রায় ও সুবল সরকার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কুশমণ্ডি থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷ সেখানে আজ রঞ্জন সরকার ও সুদেব রায় মারা যান ৷ বাকিদের অবস্থা আশঙ্কাজনক ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয় ৷

কুশমণ্ডি থানার IC মানবেন্দ্র সাহা জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সপ্তমীতে বালুরঘাটের পাগলিগঞ্জে বাইক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়৷ অষ্টমীতে ঠাকুরপুরা এলাকায় একজনের মৃত্যু হয় ৷

Intro:নবমীর রাতে ঠাকুর দেখে ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের, পুজোয় দুর্ঘটনায় মোট বলি ৫।।

কুশমণ্ডি, ৮ অক্টোবর: কুশমণ্ডিতে নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। মৃতদের মধ্যে একজন যুবতি রয়েছে। মৃত তিনজনের নাম রঞ্জন সরকার(২৫), সাহেব সরকার(২৪) ও শম্পা সরকার(২৪)। ঘটনায় আরও দু'জন আহত হয়েছে। আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে ঘটনায় এলাকায় শোকের ছায়া। এদিকে এবারের পুজোয় দক্ষিণ দিনাজপুর জেলায় পথ দুর্ঘটনায় বলি হল মোট পাঁচজনের। সপ্তমী ও অষ্টমীতে বালুরঘাটের পাগলীগঞ্জ ও ঠাকুরপুরা এলাকায় মৃত্যু হয়।

জানা গেছে, গতকাল গভীর রাতে ঠাকুর দেখে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল কুশমণ্ডি গ্রাম পঞ্চায়েতের আকচা গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া ও রাজাপির এলাকার শম্পা সরকার ও রঞ্জন সরকার। বাড়ি ফেরার পথে সাতমাইল এলাকায় পাশের জেলা কালিয়াগঞ্জ থেকে আসা দুটি মোটোর বাইকের একটি ধাক্কা মারে শম্পা সরকারকে। এবং পরের জন্য শম্পার উপর দিয়ে ও রঞ্জন সরকারকে ধাক্কা মেরে মাটিতে পরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শম্পার। এদিকে রঞ্জন সহ মোটর বাইকে থাকা তিনজন জয় মিশ্র, সুদেব রায় ও সুবল সরকার জখম হয়। জখম অবস্থায় তাদের স্থানীয় কুশমণ্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে মঙ্গলবার মারা যায় রঞ্জন সরকার ও সুদেব রায় মারা যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে ঘটনায় শোকের ছায়া নেমে আসে উত্তরপাড়া এলাকায়।

এবিষয়ে কুশমণ্ডি থানার আইসি মানবেন্দ্র সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। মৃত ও জখমদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়।গতকাল একজন ও আজ দু'জনের মৃত্যু হয়। মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।Body:Kushmandi Conclusion:Kushmandi
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.