ETV Bharat / state

জনমানব শূন্য শহর বালুরঘাট

কোরোনা মোকাবিলায় জনতা কারফিউ বালুরঘাটে ।

janata curfew in balurghat
জনমানব শূন্য শহর বালুরঘাট
author img

By

Published : Mar 22, 2020, 4:33 PM IST

বালুরঘাট, 22 মার্চ : কোরোনা মোকাবিলায় জনতা কারফিউতে সাড়া দিয়েছেন বালুরঘাটবাসী । রবিবার সকাল সাতটা থেকে বালুরঘাট শহর একরকম জনমানব শূন্য হয়ে রয়েছে । শহরের সরকারি ও বেসরকারি বাস স্ট্যান্ড চত্বর সুনসান । এমনকী বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট । নেহাতই খুব জরুরি না হলে ঘর থেকে বের হচ্ছেন না কেউই ।

প্রসঙ্গত, কোরোনা ভাইরাস রুখতে সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে কেন্দ্র-রাজ্য সরকার । পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 4 জনের শরীরে কোরোনা ভাইরাস মিলেছে । ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।

হাসপাতালগুলোতে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, এছাড়াও তিনটি ITI কলেজ ও একটি ছাত্রী আবাসে খোলা হয়েছে কোয়ারান্টাইন । বিভিন্ন দোকানপাটও বন্ধ । তবে শহরের মধ্যে কিছু চায়ের দোকান ও মাংসের দোকানে ছিল অল্প বিস্তর ভিড় ।

জনমানব শূন্য শহর বালুরঘাট

জনতা কারফিউ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দুলালচন্দ্র সরকার জানান, "সকলকে জনতা কারফিউয়ে সাড়া দেওয়া উচিত । কোরোনা মোকাবিলায় এটি একটি ভালো সিদ্ধান্ত । আর এই সিদ্ধান্ত নিয়ে কোনও রকম রাজনীতি না করাই উচিত । সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না ।"

বালুরঘাট, 22 মার্চ : কোরোনা মোকাবিলায় জনতা কারফিউতে সাড়া দিয়েছেন বালুরঘাটবাসী । রবিবার সকাল সাতটা থেকে বালুরঘাট শহর একরকম জনমানব শূন্য হয়ে রয়েছে । শহরের সরকারি ও বেসরকারি বাস স্ট্যান্ড চত্বর সুনসান । এমনকী বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট । নেহাতই খুব জরুরি না হলে ঘর থেকে বের হচ্ছেন না কেউই ।

প্রসঙ্গত, কোরোনা ভাইরাস রুখতে সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে কেন্দ্র-রাজ্য সরকার । পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 4 জনের শরীরে কোরোনা ভাইরাস মিলেছে । ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।

হাসপাতালগুলোতে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, এছাড়াও তিনটি ITI কলেজ ও একটি ছাত্রী আবাসে খোলা হয়েছে কোয়ারান্টাইন । বিভিন্ন দোকানপাটও বন্ধ । তবে শহরের মধ্যে কিছু চায়ের দোকান ও মাংসের দোকানে ছিল অল্প বিস্তর ভিড় ।

জনমানব শূন্য শহর বালুরঘাট

জনতা কারফিউ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দুলালচন্দ্র সরকার জানান, "সকলকে জনতা কারফিউয়ে সাড়া দেওয়া উচিত । কোরোনা মোকাবিলায় এটি একটি ভালো সিদ্ধান্ত । আর এই সিদ্ধান্ত নিয়ে কোনও রকম রাজনীতি না করাই উচিত । সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.