ETV Bharat / state

কোরোনা : গঙ্গারামপুরের নার্সিংহোমেও আইসোলেশন ওয়ার্ড তৈরির উদ্যোগ

গঙ্গারামপুরের বেসরকারি নার্সিংহোম ও মাতৃসদনে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে । 50টি আইসোলেশন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে ।

isolation-ward
গঙ্গারামপুরে বেসরকারি হাসপাতালেও খোলা হল আইসোলেশন ওয়ার্ড
author img

By

Published : Mar 21, 2020, 12:43 PM IST

গঙ্গারামপুর, 21 মার্চ : দক্ষিণ দিনাজপুরে সরকারি হাসপাতাল ছাড়াও এবার গঙ্গারামপুরের বিভিন্ন নার্সিংহোমে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করছে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন । গঙ্গারামপুরের দু'টি নার্সিংহোমে 20টি এবং গঙ্গারামপুর পৌরসভা পরিচালিত মাতৃসদনে 30টি বেড বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের বন্দোবস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই মর্মে গতকাল জেলাশাসক নিখিল নির্মল এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে গঙ্গারামপুরের নার্সিংহোম এবং মাতৃসদন পরিদর্শন করেন ।

জেলাশাসক জানান, "ইতিমধ্যে সরকারি হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে । প্রয়োজন হলে নার্সিংহোমগুলিতেও আমরা আইসোলেশন ওয়ার্ড তৈরি করে পরিষেবা দিতে পারব । বাজারগুলিতে লোকজনের ভিড় এড়াতে প্রশাসনকে কড়া নজরদারি চালাতে বলেছি । এছাড়া সাধারণ মানুষ যাতে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোয় সেই দিকেও নজর দিতে বলেছি ।"

জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "কোরোনা মোকাবিলায় গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালসহ বিভিন্ন নার্সিংহোমে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে । যদি কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যায়, তাঁদের যাতে পরিষেবা দিতে কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে ।"

গঙ্গারামপুর, 21 মার্চ : দক্ষিণ দিনাজপুরে সরকারি হাসপাতাল ছাড়াও এবার গঙ্গারামপুরের বিভিন্ন নার্সিংহোমে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করছে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন । গঙ্গারামপুরের দু'টি নার্সিংহোমে 20টি এবং গঙ্গারামপুর পৌরসভা পরিচালিত মাতৃসদনে 30টি বেড বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের বন্দোবস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই মর্মে গতকাল জেলাশাসক নিখিল নির্মল এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে গঙ্গারামপুরের নার্সিংহোম এবং মাতৃসদন পরিদর্শন করেন ।

জেলাশাসক জানান, "ইতিমধ্যে সরকারি হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে । প্রয়োজন হলে নার্সিংহোমগুলিতেও আমরা আইসোলেশন ওয়ার্ড তৈরি করে পরিষেবা দিতে পারব । বাজারগুলিতে লোকজনের ভিড় এড়াতে প্রশাসনকে কড়া নজরদারি চালাতে বলেছি । এছাড়া সাধারণ মানুষ যাতে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোয় সেই দিকেও নজর দিতে বলেছি ।"

জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "কোরোনা মোকাবিলায় গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালসহ বিভিন্ন নার্সিংহোমে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে । যদি কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যায়, তাঁদের যাতে পরিষেবা দিতে কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.