ETV Bharat / state

বালুরঘাটে আত্রেয়ী নদীবাঁধ পরিদর্শন সেচ আধিকারিকদের

author img

By

Published : Sep 26, 2020, 12:09 PM IST

বিগত কয়েকদিন ধরে গোটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে । ফলে আত্রেয়ীর নদীর জল বেড়েছে। আত্রেয়ী নদী কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে গতকাল বালুরঘাটে আসেন সেচ বিভাগের আধিকারিকরা ।

Balurghat
Balurghat

বালুরঘাট , 26 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতেই শুক্রবার বালুরঘাটের আত্রেয়ী নদী ও নদীবাঁধ পরিদর্শন করলেন মালদা উত্তর রেঞ্জের সেচ দপ্তরের মুখ্য নির্বাহী বাস্তুকার শ্যাম বন্দ্যোপাধ্যায় । এছাড়াও ছিলেন জেলা সেচ বিভাগের নির্বাহী বাস্তুকার স্বপন বিশ্বাসসহ অন্যান্য আধিকারিকরা । মূলত , বালুরঘাট শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদী বাঁধ ও স্লুইস গেট ঘুরে দেখেন তাঁরা । তবে এখনই বন্যা পরিস্থিতি তৈরি বা কোনও রকম সর্তকতা জারি করা হচ্ছে না বলে জেলা সেচ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিগত কয়েকদিন ধরে গোটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে । উত্তরে একাধিক নদীতে বিপদসীমার উপর দিয়ে জল বইছে । পাশাপাশি , পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির ফলে ধস নামছে। গোটা উত্তরবঙ্গের জেলা প্রশাসনকেই সর্তক থাকার কথা বলেছে হাওয়া অফিস । এদিকে , বিগত কয়েক দিনের বৃষ্টিতে আত্রেয়ীর নদীর জল বেড়েছে। আত্রেয়ী নদী কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে গতকাল বালুরঘাটে আসেন সেচ আধিকারিকরা । আত্রেয়ীর জল বেড়ে গেলেও তা বিপদসীমার নিচেই রয়েছে বলে জানানো হয়েছে । বালুরঘাটের অঘোরি বাবা মন্দির এলাকায় স্লুইস গেটসহ কয়েকটি স্লুইস গেট দিয়ে সামান্য জল ঢুকছে । সেগুলি দ্রুত সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

এবিষয়ে জেলা নির্বাহী বাস্তুকার স্বপন বিশ্বাস বলেন , ’’কিছু স্লুইস গেট রয়েছে, যেখান দিয়ে সামান্য জল বের হচ্ছে । সেগুলি দ্রুত বালির বস্তা দিয়ে পুরোপুরি সিল করে দেওয়া হবে । এছাড়াও আত্রেয়ীর জল এখন বিপদসীমার নিচেই আছে । তবে জল বাড়বে বলে মনে করা হচ্ছে । আমরা সবরকমভাবে প্রস্তুত রয়েছি । ’’

অন্যদিকে শ্যাম বন্দ্যোপাধ্যায় বলেন , ’’বৃষ্টির কারণে নদীর জল ক্রমশ বাড়ছে। তাই বালুরঘাটের স্লুইসগেট ও নদীবাঁধের অবস্থা ও প্রকৃতি কেমন তা দেখার জন্য এসেছিলাম । এখনও পর্যন্ত স্লুইস গেটগুলির অবস্থা ভালোই আছে। জল যদি আরও বাড়ে সেই কারণে কিছু স্লুইসগেটের সংস্কারের নির্দেশ দিয়ে যাচ্ছি । যাতে শহরবাসীর কোনওরকম সমস্যা না হয়।

বালুরঘাট , 26 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতেই শুক্রবার বালুরঘাটের আত্রেয়ী নদী ও নদীবাঁধ পরিদর্শন করলেন মালদা উত্তর রেঞ্জের সেচ দপ্তরের মুখ্য নির্বাহী বাস্তুকার শ্যাম বন্দ্যোপাধ্যায় । এছাড়াও ছিলেন জেলা সেচ বিভাগের নির্বাহী বাস্তুকার স্বপন বিশ্বাসসহ অন্যান্য আধিকারিকরা । মূলত , বালুরঘাট শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদী বাঁধ ও স্লুইস গেট ঘুরে দেখেন তাঁরা । তবে এখনই বন্যা পরিস্থিতি তৈরি বা কোনও রকম সর্তকতা জারি করা হচ্ছে না বলে জেলা সেচ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিগত কয়েকদিন ধরে গোটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে । উত্তরে একাধিক নদীতে বিপদসীমার উপর দিয়ে জল বইছে । পাশাপাশি , পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির ফলে ধস নামছে। গোটা উত্তরবঙ্গের জেলা প্রশাসনকেই সর্তক থাকার কথা বলেছে হাওয়া অফিস । এদিকে , বিগত কয়েক দিনের বৃষ্টিতে আত্রেয়ীর নদীর জল বেড়েছে। আত্রেয়ী নদী কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে গতকাল বালুরঘাটে আসেন সেচ আধিকারিকরা । আত্রেয়ীর জল বেড়ে গেলেও তা বিপদসীমার নিচেই রয়েছে বলে জানানো হয়েছে । বালুরঘাটের অঘোরি বাবা মন্দির এলাকায় স্লুইস গেটসহ কয়েকটি স্লুইস গেট দিয়ে সামান্য জল ঢুকছে । সেগুলি দ্রুত সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

এবিষয়ে জেলা নির্বাহী বাস্তুকার স্বপন বিশ্বাস বলেন , ’’কিছু স্লুইস গেট রয়েছে, যেখান দিয়ে সামান্য জল বের হচ্ছে । সেগুলি দ্রুত বালির বস্তা দিয়ে পুরোপুরি সিল করে দেওয়া হবে । এছাড়াও আত্রেয়ীর জল এখন বিপদসীমার নিচেই আছে । তবে জল বাড়বে বলে মনে করা হচ্ছে । আমরা সবরকমভাবে প্রস্তুত রয়েছি । ’’

অন্যদিকে শ্যাম বন্দ্যোপাধ্যায় বলেন , ’’বৃষ্টির কারণে নদীর জল ক্রমশ বাড়ছে। তাই বালুরঘাটের স্লুইসগেট ও নদীবাঁধের অবস্থা ও প্রকৃতি কেমন তা দেখার জন্য এসেছিলাম । এখনও পর্যন্ত স্লুইস গেটগুলির অবস্থা ভালোই আছে। জল যদি আরও বাড়ে সেই কারণে কিছু স্লুইসগেটের সংস্কারের নির্দেশ দিয়ে যাচ্ছি । যাতে শহরবাসীর কোনওরকম সমস্যা না হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.