গঙ্গারামপুর , 19 অক্টোবর : পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে । পরদিনই আড়াই বছরের সন্তানকে নিয়ে আত্মঘাতী হলেন মহিলা । বাড়ির সামনে 512 নম্বর রাজ্য সড়কে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেন ওই মহিলা । ঘটনায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় আড়াই বছরের শিশুটির । গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে প্রথমে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় তাঁর । মৃতার নাম লিপিকা বসাক চৌধুরি (35) এবং মৃত শিশুর নাম অনন্যব্রত চৌধুরি (2.5) । গঙ্গারামপুর থানার দত্ত পাড়া এলাকার ঘটনা । রবিবার ওই মহিলার দেহ এবং তাঁর আড়াই বছরের শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করছে গঙ্গারামপুর থানার পুলিশ ।
শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার ফতেপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শহরের চিত্রশিল্পী তনয় চৌধুরির । শনিবার বিকেলে তাঁর দেহ সৎকারের পর আড়াই বছরের শিশুকে নিয়ে পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন তাঁর স্ত্রী । পরিবারের বক্তব্য , স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে শোকাহত স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে । এরপর বাড়ির কাছেই 512 নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেন । জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় পিষে ঘটনাস্থানেই মৃত্যু হয় শিশুটির । গুরুতর আহত হন মৃত চিত্রশিল্পীর স্ত্রী । বাসিন্দারা তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে । এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় তাঁর ।
এই বিষয়ে গঙ্গারামপুর দত্ত পাড়ার বাসিন্দা পপি দত্ত বলেন , স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকস্তব্ধ হয়ে গেছিলেন লিপিকা । শনিবার বিকেলে তনয় চৌধুরির দেহ সৎকারের পর রাতে সবার সঙ্গে বাড়িতেই ছিলেন । এরপর গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে গাড়ির সামনে ঝাঁপ দেন ।
এই বিষয়ে গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু বলেন , "শনিবার গভীর রাতে এক মহিলা তাঁর আড়াই বছরের সন্তানকে নিয়ে 512 নম্বর জাতীয় সড়কে গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন । ঘটনাস্থানে শিশুটি মারা যায় এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল মৃতের স্ত্রী । অবশেষে গতকাল রাতে স্ত্রীরও মৃত্যু হয় । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ।"