ETV Bharat / state

নাগরিকত্বের জন্য আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন : অর্পিতা ঘোষ

মানুষকে ভুল বুঝিয়ে চলছে BJP । নাগরিকত্ব দেওয়া হবে বলে ফর্ম ফিলাপের জন্য আবেদন করতে বলছেন BJP নেতারা। BJP নেতাদের পাতা ফাঁদে পা দেবেন না আপনারা। কারণ, নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। পথসভা থেকে বললেন অর্পিতা ঘোষ ।

CAA protest rally in balurghat
প্রতিবাদ মিছিল
author img

By

Published : Dec 24, 2019, 11:57 PM IST

বালুরঘাট, ২৪ ডিসেম্বর : BJP-র পাতা ফাঁদে পা দেবেন না। নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019-এর প্রতিবাদে বালুরঘাটে পথসভায় বললেন বালুঘাটের তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ । তিনি আরও বলেন, "CAA-র জন্য আবেদন করেছেন কী আপনি পাঁচ বছরের জন্য বিদেশি হয়েছেন। ওই পাঁচ বছর আপনি কোন দেশের নাগরিক হতে পারবেন না। পাঁচ বছর পর আপনাকে নাগরিকত্ব দেবে।"

মঙ্গলবার NRC ও CAA-র প্রতিবাদে বালুরঘাটে মিছিল করে তৃণমূল । মিছিল শেষে পথসভা থেকে BJP-কে আক্রমণ করেন অর্পিতা ঘোষ। মিছিলে অর্পিতা ঘোষ ছাড়াও হাজির ছিলেন তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা, বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। তবে মিছিলে অনুপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক রাজিব ব্যানার্জি । জেলা পর্যবেক্ষককে ছাড়ায় এদিন মহা মিছিল করে জেলা তৃণমূল। বেলা তিনটে নাগাদ বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়। শহর পরিক্রমা করে বালুরঘাট হিলি মোড়ে পৌঁছে শেষ হয় মিছিলটি। মিছিলে পা মেলান হাজার হাজার কর্মী-সমর্থকরা । মিছিল শেষে বালুরঘাট হিলি মোড়ে একটি পথসভাও করা হয় তৃণমূলের তরফে ।

পথসভায় অর্পিতা ঘোষ BJP-কে কটাক্ষ করে বলেন, "মানুষকে ভুল বুঝিয়ে চলছে BJP । নাগরিকত্ব দেওয়া হবে বলে ফর্ম ফিলাপের জন্য আবেদন করতে বলছেন BJP নেতারা। BJP নেতাদের পাতা ফাঁদে পা দেবেন না আপনারা। কারণ, নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। পাঁচ বছরের জন্য কোন দেশের নাগরিকত্ব পাবেন না আপনি।" সেই সঙ্গে তিনি BJP-কে উদ্দেশ্য করে বলেন, "মানুষকে বোকা বানানো বন্ধ করুন। যতদিন রাজ্যে তৃণমূল ও দলনেত্রী মমতা ব্যানার্জি রয়েছে, ততদিন এখানে কোন ভাবেই NRC ও CAA লাগু হবে না।"

মিছিলের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় বালুরঘাট শহরজুড়ে। বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে যানজটের প্রভাব বেশি লক্ষ করা যায়। যানজটের মোকাবেলায় বালুরঘাট শহর জুড়ে মোতায়েন করা হয় বারতি পুলিশ । যানজটের জেরে বালুরঘাট বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ আটকে থাতে বাস । প্রায় ঘণ্টাখানেক বাদে স্বাভাবিক হয় পরিষেবা ।

বালুরঘাট, ২৪ ডিসেম্বর : BJP-র পাতা ফাঁদে পা দেবেন না। নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019-এর প্রতিবাদে বালুরঘাটে পথসভায় বললেন বালুঘাটের তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ । তিনি আরও বলেন, "CAA-র জন্য আবেদন করেছেন কী আপনি পাঁচ বছরের জন্য বিদেশি হয়েছেন। ওই পাঁচ বছর আপনি কোন দেশের নাগরিক হতে পারবেন না। পাঁচ বছর পর আপনাকে নাগরিকত্ব দেবে।"

মঙ্গলবার NRC ও CAA-র প্রতিবাদে বালুরঘাটে মিছিল করে তৃণমূল । মিছিল শেষে পথসভা থেকে BJP-কে আক্রমণ করেন অর্পিতা ঘোষ। মিছিলে অর্পিতা ঘোষ ছাড়াও হাজির ছিলেন তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা, বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। তবে মিছিলে অনুপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক রাজিব ব্যানার্জি । জেলা পর্যবেক্ষককে ছাড়ায় এদিন মহা মিছিল করে জেলা তৃণমূল। বেলা তিনটে নাগাদ বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়। শহর পরিক্রমা করে বালুরঘাট হিলি মোড়ে পৌঁছে শেষ হয় মিছিলটি। মিছিলে পা মেলান হাজার হাজার কর্মী-সমর্থকরা । মিছিল শেষে বালুরঘাট হিলি মোড়ে একটি পথসভাও করা হয় তৃণমূলের তরফে ।

পথসভায় অর্পিতা ঘোষ BJP-কে কটাক্ষ করে বলেন, "মানুষকে ভুল বুঝিয়ে চলছে BJP । নাগরিকত্ব দেওয়া হবে বলে ফর্ম ফিলাপের জন্য আবেদন করতে বলছেন BJP নেতারা। BJP নেতাদের পাতা ফাঁদে পা দেবেন না আপনারা। কারণ, নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। পাঁচ বছরের জন্য কোন দেশের নাগরিকত্ব পাবেন না আপনি।" সেই সঙ্গে তিনি BJP-কে উদ্দেশ্য করে বলেন, "মানুষকে বোকা বানানো বন্ধ করুন। যতদিন রাজ্যে তৃণমূল ও দলনেত্রী মমতা ব্যানার্জি রয়েছে, ততদিন এখানে কোন ভাবেই NRC ও CAA লাগু হবে না।"

মিছিলের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় বালুরঘাট শহরজুড়ে। বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে যানজটের প্রভাব বেশি লক্ষ করা যায়। যানজটের মোকাবেলায় বালুরঘাট শহর জুড়ে মোতায়েন করা হয় বারতি পুলিশ । যানজটের জেরে বালুরঘাট বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ আটকে থাতে বাস । প্রায় ঘণ্টাখানেক বাদে স্বাভাবিক হয় পরিষেবা ।

Intro:নাগরিকত্বের জন্য কেউ আবেদন করবেন না, তা না হলে পাঁচ বছর জন্য আপনি বিদেশি হবেন; অর্পিতা ঘোষ।।

বালুরঘাট, ২৪ ডিসেম্বর: বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। সিএএ-র জন্য আবেদন করেছেন না আপনি পাঁচ বছরের জন্য বিদেশি হয়েছেন। ওই পাঁচ বছর আপনি কোন দেশের নাগরিক হতে পারবেন না। পাঁচ বছর পর আপনাকে নাগরিকত্ব দেবে। মঙ্গলবার এনআরসি ও সিএএ-র প্রতিবাদে বালুরঘাট মহকুমায় তৃণমূলের মিছিল শেষে পথসভা থেকে এমন করেই বিজেপিকে কটাক্ষ করলেন দলনেত্রী অর্পিতা ঘোষ। এদিনের মিছিল ও পথসভা অর্পিতা ঘোষ ছাড়াও হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।

প্রসঙ্গত, এনআরসি ও সিএএ-র প্রতিবাদে এদিন বালুরঘাট মহকুমায় তৃণমূলের পক্ষ থেকে মহা মিছিল করা হয়। এদিন বিকেলে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে তৃণমূলের প্রতিবাদ মহামিছিলটি বের হয়। এরপর মিছিলটি সারা শহর পরিক্রমা করে বালুরঘাট হিলি মোড়ে পৌঁছায়। এদিনের মিছিলে হাজার হাজার কর্মী-সমর্থক পায়ে পা মেলান। এদিকে তৃণমূলের মহামিছিলের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় বালুরঘাট শহর জুড়ে। মূলত বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে সবথেকে বেশি যানজট সৃষ্টি হয়। এদিকে যানজট মোকাবেলায় বালুরঘাট শহর জুড়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ বালুরঘাট বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাস আটকে থাকে। মিছিল শুরুর আধা ঘণ্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি তারপর ধীরে ধীরে যাতায়াত শুরু হয়। এদিকে এদিনের মহামিছিলে তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা বনমন্ত্রী রাজিব ব্যানার্জি থাকার কথা থাকলেও তিনি এদিন উপস্থিত ছিলেন না। জেলা পর্যবেক্ষককে ছাড়ায় এদিন মহা মিছিল করে তৃণমূল। মিছিল শেষে বালুরঘাট হিলি মোড়ে একটি পথসভা করে তৃণমূল।

এদিনের পথসভা থেকে তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ বিজেপিকে কটাক্ষ করে বলেন, মানুষকে ভুল বুঝিয়ে চলছে বিজেপি। নাগরিকত্ব দেওয়া হবে বলে ফর্ম ফিলাপের জন্য আবেদন করা কথা বলছেন বিজেপি নেতারা। বিজেপির নেতা দেশেই পাতা ফাঁদে পা দেবেন না আপনারা। কারণ নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। পাঁচ বছরের জন্য কোন দেশের নাগরিকত্ব পাবেন না আপনি। মানুষকে বোকা বানানো বন্ধ করুন। যতদিন রাজ্যে তৃণমূল ও দলনেত্রী মমতা ব্যানার্জি রয়েছে ততদিন এখানে কোন ভাবেই এন আর সি ও সিএএ লাগু হবে না।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.