ETV Bharat / state

মদ্যপানের টাকা চেয়ে না পেয়ে যুবতিকে খুন ? গ্রেপ্তার স্বামী - মদের টাকা না পেয়ে খুন করল স্বামী

যুবতিকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । আটক অভিযুক্ত । তদন্তে নেমেছে পুলিশ ।

husband murdered wife for money to buy wine
মদের খাওয়ার জন্য টাকা না পেয়ে স্ত্রী কে কোপাল স্বামী ,আটক স্বামী ,এলাকায় চাঞ্চল্য
author img

By

Published : Apr 23, 2020, 9:11 PM IST

হরিরামপুর, 23 এপ্রিল : মদের টাকা না দেওয়ায় বছর 35-এর যুবতিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতার নাম গীতা হেমব্রম । অভিযুক্তের নাম নির্মল হেমব্রম (45) । মৃতার স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক । গতকাল রাতে হরিরামপুর থানার অন্তর্গত বৈরাঠা গ্রামের নীল গম্ভীর এলাকার ঘটনা । বৃহস্পতিবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ।

বছর দ'শেক আগে নির্মলের সঙ্গে গীতার বিয়ে হয় । গীতার বাবার বাড়ি ঝাড়খণ্ডের দুমকাতে । তাদের দুই সন্তান রয়েছে । দাদনে শ্রমিকের কাজ করে নির্মল । স্থানীয়রা জানান, প্রায়শই নেশাভানের জন্য নির্মল গীতার কাছ থেকে টাকা চাইত । টাকা না পেলে মারধর করত । বুধবার সকাল থেকেই নির্মল ও গীতার মধ্যে বিবাদ শুরু হয়েছিল । হঠাৎ রাতে নির্মল ও গীতার সন্তানদের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা আসে । ঘরে গীতার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে ।

প্রতিবেশী লক্ষ্মী টুডু বলেন, "লকডাউনের জন্য কাজ হারিয়ে ঘরে বসে ছিল নির্মল । কাজ হারানোয় ঝামেলা করত বাড়িতে । মদের নেশা করার জন্য গীতার কাছ থেকে টাকা চাইলে । গীতা টাকা দিতে অস্বীকার করলে নির্মল কোদাল দিয়ে তাঁর মাথায় আঘাত হানে ।"

বৈরাঠা গ্রামের পঞ্চায়েত সদস্য থানায় লিখিত অভিযোগ করেন । পুলিশ সকালে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় । তদন্ত চালাচ্ছে পুলিশ । গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন, "রাতে মদ্যপ অবস্থায় মদের জন্য টাকা চেয়েছিল নির্মল । টাকা না দেওয়ায় গীতাকে ঘুমন্ত অবস্থায় কোদাল দিয়ে মাথায় আঘাত করে । প্রাথমিক অনুমান তাতেই মারা যায় গীতা ।"

হরিরামপুর, 23 এপ্রিল : মদের টাকা না দেওয়ায় বছর 35-এর যুবতিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতার নাম গীতা হেমব্রম । অভিযুক্তের নাম নির্মল হেমব্রম (45) । মৃতার স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক । গতকাল রাতে হরিরামপুর থানার অন্তর্গত বৈরাঠা গ্রামের নীল গম্ভীর এলাকার ঘটনা । বৃহস্পতিবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ।

বছর দ'শেক আগে নির্মলের সঙ্গে গীতার বিয়ে হয় । গীতার বাবার বাড়ি ঝাড়খণ্ডের দুমকাতে । তাদের দুই সন্তান রয়েছে । দাদনে শ্রমিকের কাজ করে নির্মল । স্থানীয়রা জানান, প্রায়শই নেশাভানের জন্য নির্মল গীতার কাছ থেকে টাকা চাইত । টাকা না পেলে মারধর করত । বুধবার সকাল থেকেই নির্মল ও গীতার মধ্যে বিবাদ শুরু হয়েছিল । হঠাৎ রাতে নির্মল ও গীতার সন্তানদের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা আসে । ঘরে গীতার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে ।

প্রতিবেশী লক্ষ্মী টুডু বলেন, "লকডাউনের জন্য কাজ হারিয়ে ঘরে বসে ছিল নির্মল । কাজ হারানোয় ঝামেলা করত বাড়িতে । মদের নেশা করার জন্য গীতার কাছ থেকে টাকা চাইলে । গীতা টাকা দিতে অস্বীকার করলে নির্মল কোদাল দিয়ে তাঁর মাথায় আঘাত হানে ।"

বৈরাঠা গ্রামের পঞ্চায়েত সদস্য থানায় লিখিত অভিযোগ করেন । পুলিশ সকালে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় । তদন্ত চালাচ্ছে পুলিশ । গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন, "রাতে মদ্যপ অবস্থায় মদের জন্য টাকা চেয়েছিল নির্মল । টাকা না দেওয়ায় গীতাকে ঘুমন্ত অবস্থায় কোদাল দিয়ে মাথায় আঘাত করে । প্রাথমিক অনুমান তাতেই মারা যায় গীতা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.