ETV Bharat / state

ভগ্নিপতির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন মহিলা, গ্রেপ্তার শওহর ও ছেলে - গঙ্গারামপুরে মহিলা খুন

মাঝে-মধ্যেই ভগ্নিপতি বাড়িতে আসত । সেই থেকে ভগ্নিপতির সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । গত রাতে ভগ্নিপতির সঙ্গে তহমিনাকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে শওহর ও ছেলে । তারপরেই দু'জনে ওই মহিলাকে খুন করার পরিকল্পনা করে । পুলিশের জিজ্ঞাসাবাদে এই খুনের কথা স্বীকার করেছে শওহর ও ছেলে ।

Gangarampur Murder
গঙ্গারামপুরে মহিলা খুন
author img

By

Published : May 15, 2020, 1:03 PM IST

গঙ্গারামপুর, 15 মে : বাড়ির পাশের নালায় মহিলাকে প্রথম পড়ে থাকতে দেখেন এক বাসিন্দার । মহিলাকে চিনতে পারায় তাঁর বাড়ির লোককে খবর দেন । বাড়ি থেকে বেরিয়ে আসে মহিলার ছেলে । সঙ্গে সঙ্গে মামারবাড়িতে খবর দেন । জানান, তাঁর মাকে কেউ খুন করে নালায় ফেলে দিয়ে গেছে । ঘটনাস্থানে পৌঁছায় মহিলার বাপের বাড়ি লোক জন । খবর পেয়ে পৌঁছায় পুলিশও । ওই মহিলাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । মহিলার নাম তহমিনা বিবি(35) । গঙ্গারামপুর থানার ফুলবাড়ির আউটিনা গ্রামের ঘটনা ।

এই পুরো ঘটনায় তহমিনার শওহর ও ছেলেকে দায়ি করে পুলিশের কাছে অভিযোগ জানায় তহমিনার বাপের বাড়ির লোক জন । তাঁদের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় তাদের । তহমিনার মৃত্যুর কারণ জানতে ওই দু'জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । তখনই তহমিনাকে খুনের কথা স্বীকার তাঁর শওহর ও ছেলে । তারা জানায়, ভগ্নিপতির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তহমিনার । আর তাই তাঁকে খুন করে তারা ।

পুলিশ জানায়, আউটিনা গ্রামেরই মমিনুলের সঙ্গে 25 বছরের বৈবাহিক সম্পর্ক তহমিনার । তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে । বড় মেয়ের বিয়ে হয়েছে এক বছর আগে । ছেলে আবদুল রানা মমিনুলের সঙ্গে মাঠে চাষের কাজ করেন । চাষের কাজ করায় বেশিরভাগ সময় তহমিনার শওহর ও ছেলে মাঠেই থাকত । তখন মাঝে-মধ্যেই তহমিনার ভগ্নিপতি বাড়িতে আসত । সেই থেকে তহমিনার সঙ্গে ভগ্নিপতির বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ।

গত রাতে ভগ্নিপতির সঙ্গে তহমিনাকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে শওহর মমিনুল ও ছেলে । তারপরেই দু'জনে তহমিনাকে খুন করার পরিকল্পনা করে । সেই মতো রাতে তহমিনা ঘুমিয়ে পড়লে শক্ত জিনিস দিয়ে তাঁকে খুন করে শওহর ও ছেলে । তারপর নালায় ফেলে দেয় । এরপর সকালে যখন স্থানীয় বাসিন্দারা নালায় তহমিনার দেহ পড়ে থাকতে দেখে তাঁর ছেলেকে খবর দেয় । কারও যাতে সন্দেহ না হয় তাই স্থানীয় বাসিন্দাদের সামনে অবাক হওয়ার ভান করে ছেলে । তারপর মামার বাড়িতে খবর দেয় সে ।

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তহমিনাকে খুন করা হয়েছে । তাঁর শওহর ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে । পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

গঙ্গারামপুর, 15 মে : বাড়ির পাশের নালায় মহিলাকে প্রথম পড়ে থাকতে দেখেন এক বাসিন্দার । মহিলাকে চিনতে পারায় তাঁর বাড়ির লোককে খবর দেন । বাড়ি থেকে বেরিয়ে আসে মহিলার ছেলে । সঙ্গে সঙ্গে মামারবাড়িতে খবর দেন । জানান, তাঁর মাকে কেউ খুন করে নালায় ফেলে দিয়ে গেছে । ঘটনাস্থানে পৌঁছায় মহিলার বাপের বাড়ি লোক জন । খবর পেয়ে পৌঁছায় পুলিশও । ওই মহিলাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । মহিলার নাম তহমিনা বিবি(35) । গঙ্গারামপুর থানার ফুলবাড়ির আউটিনা গ্রামের ঘটনা ।

এই পুরো ঘটনায় তহমিনার শওহর ও ছেলেকে দায়ি করে পুলিশের কাছে অভিযোগ জানায় তহমিনার বাপের বাড়ির লোক জন । তাঁদের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় তাদের । তহমিনার মৃত্যুর কারণ জানতে ওই দু'জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । তখনই তহমিনাকে খুনের কথা স্বীকার তাঁর শওহর ও ছেলে । তারা জানায়, ভগ্নিপতির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তহমিনার । আর তাই তাঁকে খুন করে তারা ।

পুলিশ জানায়, আউটিনা গ্রামেরই মমিনুলের সঙ্গে 25 বছরের বৈবাহিক সম্পর্ক তহমিনার । তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে । বড় মেয়ের বিয়ে হয়েছে এক বছর আগে । ছেলে আবদুল রানা মমিনুলের সঙ্গে মাঠে চাষের কাজ করেন । চাষের কাজ করায় বেশিরভাগ সময় তহমিনার শওহর ও ছেলে মাঠেই থাকত । তখন মাঝে-মধ্যেই তহমিনার ভগ্নিপতি বাড়িতে আসত । সেই থেকে তহমিনার সঙ্গে ভগ্নিপতির বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ।

গত রাতে ভগ্নিপতির সঙ্গে তহমিনাকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে শওহর মমিনুল ও ছেলে । তারপরেই দু'জনে তহমিনাকে খুন করার পরিকল্পনা করে । সেই মতো রাতে তহমিনা ঘুমিয়ে পড়লে শক্ত জিনিস দিয়ে তাঁকে খুন করে শওহর ও ছেলে । তারপর নালায় ফেলে দেয় । এরপর সকালে যখন স্থানীয় বাসিন্দারা নালায় তহমিনার দেহ পড়ে থাকতে দেখে তাঁর ছেলেকে খবর দেয় । কারও যাতে সন্দেহ না হয় তাই স্থানীয় বাসিন্দাদের সামনে অবাক হওয়ার ভান করে ছেলে । তারপর মামার বাড়িতে খবর দেয় সে ।

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তহমিনাকে খুন করা হয়েছে । তাঁর শওহর ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে । পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.