বালুরঘাট, 12 অক্টোবর: আগামীকাল লক্ষ্মী পুজো ৷ প্রতিবছরের মতো এবারও বালুরঘাটের খিদিরপুর এলাকার শিল্পীরা পট তৈরি করেছেন । কিন্তু বর্তমানে এই শিল্প বিলুপ্তির পথে । পটের চাহিদা দিন দিন কমছে শিল্পীদের কথায় "লাভ কোথায়"? তার থেকে অন্য পেশায় যুক্ত হওয়াই ভালো ৷" আর তাই নতুন প্রজন্মের কেউ এই পেশায় আসছেন না ৷ বয়স্ক কয়েকজন শিল্পীর হাত ধরেই বেঁচে রয়েছে পটশিল্প ৷
শিল্পীরা জানান, যে টাকা তাঁরা খরচ করেন সেই তুলনায় লাভের পরিমাণ খুবই কম ৷ একটি পট তৈরিতে খরচ প্রায় কুড়ি টাকা । কিন্তু তা খুব বেশি হলে 25 টাকায় বিক্রি হয় । " বর্তমানে অগ্নিমূল্যের বাজারে এই সামান্য লাভে পেট চলে না বলে জানালেন এক শিল্পী ৷
বালুরঘাটের খিদিরপুর এলাকার পটশিল্পী শম্পা পাল ও বাসুদেব পাল বলেন, "এক ট্রাক্টর মাটি কিনতে প্রায় 300 টাকা খরচ পড়ে । কাঁচামালের দাম হু-হু করে বাড়ছে ৷ কিন্তু সেই তুলনায় পটের দাম পাই না ৷ কম লাভে, আবার না লাভ করেই বিক্রি করতে হচ্ছে ৷"
বালুরঘাটের খিদিরপুর এলাকায় বর্তমানে মাত্র চার-পাঁচটি বাড়িতে লক্ষ্মীর পট তৈরি হয় । তার মধ্যে এবছর দুটো পরিবার পট তৈরি করেন ৷ এভাবে আর কতদিন টিঁকে থাকবে পটশিল্প ? উত্তর দেবে সময়৷