ETV Bharat / state

চাহিদা না থাকায় ধুঁকছে পটশিল্প - Pattachittra

আগামীকাল লক্ষ্মী পুজো ৷ প্রতিবছরের মতো এবারও বালুরঘাটের খিদিরপুর এলাকার শিল্পীরা পট তৈরি করেছেন । কিন্তু বর্তমানে এই শিল্প বিলুপ্তির পথে । পটের চাহিদা দিন দিন কমছে শিল্পীদের কথায় "লাভ কোথায়"? তার থেকে অন্য পেশায় যুক্ত হওয়াই ভালো ৷"

pat
author img

By

Published : Oct 12, 2019, 3:37 PM IST

বালুরঘাট, 12 অক্টোবর: আগামীকাল লক্ষ্মী পুজো ৷ প্রতিবছরের মতো এবারও বালুরঘাটের খিদিরপুর এলাকার শিল্পীরা পট তৈরি করেছেন । কিন্তু বর্তমানে এই শিল্প বিলুপ্তির পথে । পটের চাহিদা দিন দিন কমছে শিল্পীদের কথায় "লাভ কোথায়"? তার থেকে অন্য পেশায় যুক্ত হওয়াই ভালো ৷" আর তাই নতুন প্রজন্মের কেউ এই পেশায় আসছেন না ৷ বয়স্ক কয়েকজন শিল্পীর হাত ধরেই বেঁচে রয়েছে পটশিল্প ৷

শিল্পীরা জানান, যে টাকা তাঁরা খরচ করেন সেই তুলনায় লাভের পরিমাণ খুবই কম ৷ একটি পট তৈরিতে খরচ প্রায় কুড়ি টাকা । কিন্তু তা খুব বেশি হলে 25 টাকায় বিক্রি হয় । " বর্তমানে অগ্নিমূল্যের বাজারে এই সামান্য লাভে পেট চলে না বলে জানালেন এক শিল্পী ৷

photo
শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে পটশিল্প

বালুরঘাটের খিদিরপুর এলাকার পটশিল্পী শম্পা পাল ও বাসুদেব পাল বলেন, "এক ট্রাক্টর মাটি কিনতে প্রায় 300 টাকা খরচ পড়ে । কাঁচামালের দাম হু-হু করে বাড়ছে ৷ কিন্তু সেই তুলনায় পটের দাম পাই না ৷ কম লাভে, আবার না লাভ করেই বিক্রি করতে হচ্ছে ৷"

বালুরঘাটের খিদিরপুর এলাকায় বর্তমানে মাত্র চার-পাঁচটি বাড়িতে লক্ষ্মীর পট তৈরি হয় । তার মধ্যে এবছর দুটো পরিবার পট তৈরি করেন ৷ এভাবে আর কতদিন টিঁকে থাকবে পটশিল্প ? উত্তর দেবে সময়৷

বালুরঘাট, 12 অক্টোবর: আগামীকাল লক্ষ্মী পুজো ৷ প্রতিবছরের মতো এবারও বালুরঘাটের খিদিরপুর এলাকার শিল্পীরা পট তৈরি করেছেন । কিন্তু বর্তমানে এই শিল্প বিলুপ্তির পথে । পটের চাহিদা দিন দিন কমছে শিল্পীদের কথায় "লাভ কোথায়"? তার থেকে অন্য পেশায় যুক্ত হওয়াই ভালো ৷" আর তাই নতুন প্রজন্মের কেউ এই পেশায় আসছেন না ৷ বয়স্ক কয়েকজন শিল্পীর হাত ধরেই বেঁচে রয়েছে পটশিল্প ৷

শিল্পীরা জানান, যে টাকা তাঁরা খরচ করেন সেই তুলনায় লাভের পরিমাণ খুবই কম ৷ একটি পট তৈরিতে খরচ প্রায় কুড়ি টাকা । কিন্তু তা খুব বেশি হলে 25 টাকায় বিক্রি হয় । " বর্তমানে অগ্নিমূল্যের বাজারে এই সামান্য লাভে পেট চলে না বলে জানালেন এক শিল্পী ৷

photo
শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে পটশিল্প

বালুরঘাটের খিদিরপুর এলাকার পটশিল্পী শম্পা পাল ও বাসুদেব পাল বলেন, "এক ট্রাক্টর মাটি কিনতে প্রায় 300 টাকা খরচ পড়ে । কাঁচামালের দাম হু-হু করে বাড়ছে ৷ কিন্তু সেই তুলনায় পটের দাম পাই না ৷ কম লাভে, আবার না লাভ করেই বিক্রি করতে হচ্ছে ৷"

বালুরঘাটের খিদিরপুর এলাকায় বর্তমানে মাত্র চার-পাঁচটি বাড়িতে লক্ষ্মীর পট তৈরি হয় । তার মধ্যে এবছর দুটো পরিবার পট তৈরি করেন ৷ এভাবে আর কতদিন টিঁকে থাকবে পটশিল্প ? উত্তর দেবে সময়৷

Intro:মন্দা বাজার, পূর্বপুরুষদের ঐতিহ্যকে বাঁচতে আজও বালুরঘাটে পট লক্ষ্মী তৈরি করছেন পটুয়ারা।।

বালুরঘাট, ১২ অক্টোবর: বাজার মন্দা তবুও পেটের তাগিদ এবং নিজস্ব শিল্পকলা ও ঐতিহ্য বাঁচাতে এবারও পট লক্ষ্মী তৈরি করছে পটুয়ারা(পট শিল্পীরা)। অনেকে অবশ্য এই পট কথার সঙ্গে পরিচয় নয়। পট বলতে বোঝায় মাটির থালার মত এক খানি পাত্র, যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি বানানো হয়।

লক্ষ্মী পুজোর আগে বালুরঘাট খিদিরপুর এলাকার বেশকিছু পট শিল্পীরা পট লক্ষ্মী তৈরি করেন। বর্তমানে এই পটশিল্প প্রায় বিলুপ্তির পথে। কিছু মানুষের চাহিদা অনুযায়ী সামান্য লাভের আশায় বালুরঘাটের কিছু পটুয়া জীবিকা নির্বাহ করছে কোন রকমে। উপায় না থাকায় বয়স্করা শুধুমাত্র এই কাজে নিযুক্ত থাকলেও তাদের বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়ে নিয়েছে। যুক্ত হয়েছে অন্য পেশার সঙ্গে। ধীরে ধীরে একটি সময় জেলাতেই এই শিল্প লুপ্ত হয়ে বলে আশঙ্কা। বালুরঘাট শহরের খিদিরপুর এলাকার কয়েক ঘর পটুয়াদের বাস। তারা মূলত সব দেবতার প্রতিমা করেন পট আকারে।

পট শিল্পীদের কথা হয় জানা গেছে, পটেরর প্রতিমা বানাতে প্রয়োজনীয় মাটি এবং রং কিনতে হয়। তারপর প্রতিমা গড়ে বাজারজাত করতে একটি পটের খরচ পরে প্রায় কুড়ি টাকা। অথচ তা বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায়। আগুন বাজারে ওই লভ্যাংশ দিয়ে পেট চলে না তাদের বললেই চলে। এর ফলে পূর্বপুরুষদের শুরু করা এই কাজ থেকে হাত গুটিয়ে নিচ্ছে বর্তমান প্রজন্ম। তবু বাঙ্গালীদের প্রথা নিজেদের ঐতিহ্য বাঁচাতে পৌঢ়রা এখনো এই কাজ করে আসছেন। বালুরঘাট শহরের খিদিরপুর এলাকায় বর্তমানে চার-পাঁচটি বাড়িতে এই পটের লক্ষ্মী প্রতিমা তৈরি হয়। এরমধ্যে আবার এবারে দুটি পরিবার কোনরকম পটের প্রতিমা তৈরি করেননি। এক একটি বাড়িতে খুব বেশি হলে ১০০ থেকে ১৫০ টি করে প্রতিমা তৈরি করা হয়। তবে খোলাবাজারে জাদা মোটেই দামি তারা পাইকারি বাজারে বিক্রি করে পটের লক্ষ্মী। তাদের অবর্তমানে আগামীদিনের শিল্পের কি হবে তা এখন তাদের কাছে ভাবনার বিষয়।

এবিষয়ে বালুরঘাটের খিদিরপুর এলাকার পটশিল্পী শম্পা পাল ও বাসুদেব পাল জানান, মাটি থেকে রং সব কিছুই কেনা। একটা এক ট্রাক্টর মাটি কিনতে প্রায় তিন হাজার টাকা খরচ পরে। কাঁচামালের দাম যে হারে বাড়ছে সেই তুলনায় পটের প্রতিমার তেমন পাওয়া যায় না। চাহিদা থাকলেও ২০ থেকে ৩০ টাকার বেশি কেউ দাম দিতে চায় না একেকটি প্রতিমার। তৈরি করে ফেলেছেন অনেক আগেই। সেগুলো তার এখন নষ্ট করতে পারবেন না। তাই কমবেশি করি বিক্রি করেন পটের লক্ষ্মী প্রতিমা। সব বিক্রি হয়ে গেলেও যে মাটি ও রং এর দামটা উঠে আসবে।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.