বালুরঘাট, 28 ফেব্রুয়ারি: মাধ্যমিকের চতুর্থদিন প্রশ্নপত্র বিভ্রাট দক্ষিণ দিনাজপুরে ৷ মঙ্গলবার জেলার তপন থানার অন্তর্গত ভাইওর জালালিয়া হাইস্কুলে জীবন বিজ্ঞানের পরিবর্তে ভুল করে পৌঁছে যায় ইতিহাস প্রশ্নপত্র (History question paper instead of life science reached at school in Tapan) ৷ বাক্স খুলতেই বিষয়টি নজরে আসে পরীক্ষক-সহ স্কুল কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে ভুল প্রশ্নপত্র আবার তপন থানায় নিয়ে যাওয়া হয়। এরপর যথাযথ প্রশ্নপত্র এনে অনেকটা দেরিতে শুরু হয় পরীক্ষা ৷ গোটা ঘটনায় খানিক ভোগান্তি পোহাতে হয় পরীক্ষার্থীদের ৷ নির্দিষ্ট সময় বেলা 12টার প্রায় আধঘণ্টা পর এদিন ভাইওর জালালিয়া হাইস্কুলে পরীক্ষা শুরু হয়।
বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হলে নির্দেশমতো স্কুলের তরফে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়। যদিও প্রশ্নপত্র বিভ্রাটের বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ ৷ কোনও মন্তব্য করতে রাজি হননি জেলা স্কুল পরিদর্শক-সহ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। এ বিষয়ে গৌরী দাস নামে এক অভিভাবক জানান, জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের বদলে ভুল করে ইতিহাস প্রশ্ন দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। প্রায় 30 মিনিট পর তপন থানা থেকে আবার প্রশ্নপত্র আসে এবং পরীক্ষা শুরু হয় ৷ ঘটনায় পরীক্ষার্থীদের মনোবল ভেঙে যায় বলেও দাবি করেন অভিভাবকেরা ৷
আরও পড়ুন: ভবানীপুরে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মুখ্যমন্ত্রী, মমতার আশীর্বাদ পেয়ে আপ্লুত পরীক্ষার্থীরা
বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ-এর দক্ষিণ দিনাজপুর জেলা সংযোজক বাপ্পা মোহন্ত ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল পরিদর্শক মৃণ্ময় ঘোষ যদিও প্রশ্নপত্র বিভ্রাটের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, ওই স্কুলে প্রশ্নপত্র দেরিতে পৌঁছেছে। এমনকী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে বলেও দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেন তিনি। প্রশ্নপত্র দেরিতে পৌঁছনোর কারণ কী ? স্কুল পরিদর্শক জানান, মিস কমিউনিকেশনের ফলেই এমনটা ঘটেছে ৷