দক্ষিণ দিনাজপুর, 3 সেপ্টেম্বর: আর মাত্র দু‘দিন ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে ৷ এই শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন গঙ্গারামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক পার্থ সরকার (Shiksha Ratna Award) ৷ মঙ্গলবার 31 অগস্ট শিক্ষা দফতরের কমিশনারের তরফে মেল করে এই খবর জানানো হয়েছে। শুধু বিষয়মুখী শিক্ষা নয় ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য পুরস্কৃত করা হয়েছে তাঁকে । এই শিক্ষকের পুরস্কার প্রাপ্তির খবরে খুশির হাওয়া শিক্ষাঙ্গনে ৷
দীর্ঘ প্রায় 23 বছর ধরে শিক্ষকতা করছেন পার্থবাবু ৷ 2004 সালে গঙ্গারামপুর ব্লকের সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে সহ-শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন। সেখানে প্রায় 5 বছর শিক্ষকতা করার পর 2010 সালে গঙ্গারামপুর শহরের কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে যোগদান করেন।গঙ্গারামপুর শহরের স্কুলগুলির মধ্যে অন্যতম কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দিক থেকে জেলার খ্যাতনামা স্কুলগুলিকে মেধা তালিকায় পিছনে রেখে খবরের শিরোনামে উঠে এসেছে এই স্কুলটি । প্রধান শিক্ষক হিসাবে পার্থবাবুর যোগদানের পরে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর প্রতিও আগ্রহ বাড়ে ৷ সেইসঙ্গে পড়ুয়াদের সুন্দর জীবন গড়ে তুলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বিভিন্ন সময়ে ৷ সেই সকল অনুষ্ঠানে পড়ুয়াদের যোগদানও ছিল বাধ্যতামূলক ৷
আরও পড়ুন: শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন রানিগঞ্জের দেবাশিস মণ্ডল
ভলিবল, ফুটবল খেলায় এই স্কুলের সুনাম ছিল বরাবারই ৷ এবছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সরকার শিক্ষারত্ন পুরস্কার পাওয়ায় আরও একটি পালক যুক্ত হল এই স্কুলের মুকুটে। এই বিষয়ে স্কুল ছাত্রী দিয়া চাকী বলেন, ‘‘আমরা বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছি কিন্তু হেডমাস্টমশায় আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেন ৷ পাশাপাশি খুব ভালো ক্লাস নেন ৷ নিজের মেয়ের মত আমাদেরকে ভালবাসেন। আমরা খুব খুশি হেড মাস্টারমশাই পুরস্কার পাওয়ার জন্য।’’