ETV Bharat / state

1500 মানুষকে খাবার হরিরামপুর হাসপাতালের ডাক্তার-সহ স্বাস্থ্যকর্মীদের - WB_SDIN_03_HARIRAUMPUR_DOCTOR_HELP_WB10011

প্রায় 1500 জন মানুষকে খাবার বিলি করলেন হাসপাতাল কর্মীরা ৷ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াল হরিরামপুর হাসপাতালের ডাক্তার ও বিভিন্ন হাসপাতালকর্মীরার ৷ আজ ও আগামীকাল এই খাদ্যবিতরণ করবে স্বাস্থ্যকর্মীরা ৷

HARIRAMPUR_DOCTOR_HELPs 1500 poor family
1500 মানুষকে খাদ্যবিতরণ করল হরিরামপুর হাসপাতালের ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীরা
author img

By

Published : Apr 21, 2020, 8:25 PM IST

হরিরামপুর, 21 এপ্রিল : প্রায় 1500 জন মানুষকে খাবার বিলি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের ৷ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন হরিরামপুর হাসপাতালের ডাক্তার ও বিভিন্ন হাসপাতালকর্মীরা ৷ আজ ও আগামীকাল এই খাদ্যবিতরণ করবেন স্বাস্থ্যকর্মীরা ৷

আজ দুপুরে শিরশি পঞ্চায়েতের বাটিল গ্রামের মানুষদের পাশে দাঁড়ালেন হাসপাতালকর্মী থেকে শুরু করে আশা কর্মীরা । আজ ও আগামীকাল মোট 1500 জন দরিদ্রদের মধ্যে খাবার বিলি করা হবে । আজ খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন হরিরামপুর হাসপাতালের BMOH সৌভিক আলমসহ বিভিন্ন আশা কর্মীসহ অন্যরা । এছাড়া আগামিকালও এই এলাকায় খাবার বিলি করা হবে ৷ লকডাউনের জেরে অনেকেই সমস্যায় পড়েছেন ।

রোজগার বন্ধ । সরকারের তরফে রেশন সামগ্রী সরবরাহ করা হলেও তা যথাযথভাবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে । এই পরিস্থিতিতে এগিয়ে এলেন হরিরামপুর হাসপাতালের ডাক্তারসহ বিভিন্ন হাসপাতাল কর্মীরা ৷ মানুষের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী ৷ বিলি করা হয় চাল, আলু, সোয়াবিনসহ অন্যান্য সামগ্রী ।

এবিষয়ে হরিরামপুর হাসপাতালের BMOH সৌভিক আলম বলেন, " লকডাউন চলছে । সমস্যায় পড়েছেন অনেকে । এই অবস্থায় সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে সাধ্যমতো প্রয়াস চালিয়ে যাচ্ছি । আজ এই গ্রামে সর্বত্র খাদ্য বিতরণ করছি । আগামিকাল হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় খাদ্য বিতরণ করা হবে ৷ সব মিলে মোট 1500 জনের মধ্যে খাবার তুলে দেওয়া হবে । "

হরিরামপুর, 21 এপ্রিল : প্রায় 1500 জন মানুষকে খাবার বিলি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের ৷ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন হরিরামপুর হাসপাতালের ডাক্তার ও বিভিন্ন হাসপাতালকর্মীরা ৷ আজ ও আগামীকাল এই খাদ্যবিতরণ করবেন স্বাস্থ্যকর্মীরা ৷

আজ দুপুরে শিরশি পঞ্চায়েতের বাটিল গ্রামের মানুষদের পাশে দাঁড়ালেন হাসপাতালকর্মী থেকে শুরু করে আশা কর্মীরা । আজ ও আগামীকাল মোট 1500 জন দরিদ্রদের মধ্যে খাবার বিলি করা হবে । আজ খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন হরিরামপুর হাসপাতালের BMOH সৌভিক আলমসহ বিভিন্ন আশা কর্মীসহ অন্যরা । এছাড়া আগামিকালও এই এলাকায় খাবার বিলি করা হবে ৷ লকডাউনের জেরে অনেকেই সমস্যায় পড়েছেন ।

রোজগার বন্ধ । সরকারের তরফে রেশন সামগ্রী সরবরাহ করা হলেও তা যথাযথভাবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে । এই পরিস্থিতিতে এগিয়ে এলেন হরিরামপুর হাসপাতালের ডাক্তারসহ বিভিন্ন হাসপাতাল কর্মীরা ৷ মানুষের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী ৷ বিলি করা হয় চাল, আলু, সোয়াবিনসহ অন্যান্য সামগ্রী ।

এবিষয়ে হরিরামপুর হাসপাতালের BMOH সৌভিক আলম বলেন, " লকডাউন চলছে । সমস্যায় পড়েছেন অনেকে । এই অবস্থায় সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে সাধ্যমতো প্রয়াস চালিয়ে যাচ্ছি । আজ এই গ্রামে সর্বত্র খাদ্য বিতরণ করছি । আগামিকাল হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় খাদ্য বিতরণ করা হবে ৷ সব মিলে মোট 1500 জনের মধ্যে খাবার তুলে দেওয়া হবে । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.