বংশীহারী , 11 মে : বংশীহারী এলাকায় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃতের নাম উপেন বর্মন (55) ৷ লকডাউনে দীর্ঘদিন কর্মহীন হওয়ায় ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা লেগেই থাকত ৷ মনে করা হচ্ছে , পারিবারিক অশান্তির জেরে আজ সকাল বেলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ বংশীহারী থানার তিন নং এলাহাবাদ গ্রামপঞ্চায়েতের ন পাড়া এলাকার ঘটনা ৷
বংশীহারী থানার তিন নং এলাহাবাদ গ্রামপঞ্চায়েতের ন পাড়া এলাকার বাসিন্দা উপেন বর্মন । পরিবারে দুই মেয়ে ও তাঁর স্ত্রী ৷ আগেই সংসারে অভাব ছিল ৷ লকডাউনের কারণে দীর্ঘদিন কাজকর্ম বন্ধ থাকায় অভাব আরও বৃদ্ধি পায় ৷ দুইবেলা চারটে পেট চালানো মুশকিল হয়ে গিয়েছিল ৷ ফলে প্রায় দিনই স্ত্রীর সঙ্গে অশান্তি লেগে থাকত ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় তাঁদের মধ্যে অশান্তি হয় ৷ এরপর আজ সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বংশীহারী থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে ৷
এই বিষয়ে এলাকাবাসী লতিফুর রহমান জানান , প্রায় অনেকদিন আগেই উপেন বর্মনের বিয়ে হয় । তাঁদের দুই মেয়ে । স্বামী বিভিন্ন মাঠে-ঘাটে কাজ করত এবং স্ত্রী ঘরের কাজকর্ম করে সংসার চালাত । লকডাউন চলাকালীন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷ গতকাল সন্ধ্যায় সেই বিবাদ চরমে ওঠে ৷ এরপরই আজ সকালে ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় ৷
বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিত সরকার জানান , বংশীহারী থানার ন পাড়া এলাকায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ কী কারণে এই ঘটনা ঘটল সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে ।