ETV Bharat / state

Central Team Visit: কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের খবর পেয়ে টনক নড়ল পঞ্চায়েতের - কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের খবর পেয়ে টনক নড়ল পঞ্চায়েতের

দক্ষিণ দিনাজপুর জেলাতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে এসেছেন । রবিবার রাতেই বালুরঘাটে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল (Gram Panchayat Took Initiative After Hearing About the Central Team Visit)।

Central Team Visit
কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের খবর পেয়ে টনক নড়ল পঞ্চায়েতের
author img

By

Published : Aug 9, 2022, 6:31 PM IST

বংশীহারি, 8 আগস্ট: কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে তাদের 100 দিনের কাজ দেখাতে তিন দিন আগে গাছ লাগানোর অভিযোগ উঠল বংশীহারি ব্লকের 2 নম্বর ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে (Gram Panchayat Took Initiative After Hearing About the Central Team Visit) । স্থানীয়দের অভিযোগ, সোমবার কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে বলে পঞ্চায়েতের পক্ষ থেকে তড়িঘড়ি কেলনা এলাকায় লাগানো হয়েছে গাছ । কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েতের উপপ্রধান ।

রাজ্যের বেশ কয়েকটি জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে এসেছেন । রবিবার রাতেই বালুরঘাটে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল । বালুরঘাট সার্কিট হাউসে তারা রাত্রিবাস করেন । এরপর সোমবার সকালে চলে যান দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের ব্রজবল্লভপুর ও এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় । বংশীহারি ব্লকের কেলনা এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগেই রাস্তার দু-ধারে গাছ লাগানো হয়েছে বলে এলাকাবাসীদের দাবি ।

আরও পড়ুন: গাছ লাগানোর এগ্রিমেন্টে সই করলে পাওয়া যাবে বিল্ডিং প্ল্যানের অনুমতি

2021-22 আর্থিক বর্ষে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে গড়গড়িয়া ব্রিজ থেকে বাহিরি রায়ের বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তায় বৃক্ষরোপণ করা হয় কিন্তু এলাকাবাসীদের দাবি আর্থিক বর্ষে রাস্তার দু'ধারে কোনও গাছই লাগানো হয়নি । তবে পঞ্চায়েতের পক্ষ থেকে গাছ লাগানোর অভিযোগ অস্বীকার করা হয় । ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের চক্ষু চড়কগাছ ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দল ঢুকবে বলে সদ্য গাছের চারা ও বোর্ড লাগানো হয়েছে ৷

কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের খবর পেয়ে টনক নড়ল পঞ্চায়েতের

100 দিনের কাজ নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ ওঠে । বিজেপির করা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার থেকে টাকা পাঠানো বন্ধ হয়েছে, রাজনৈতিক এই দড়ি টানাটানি চলছেই রাজ্যজুড়ে ৷ আর এরই মাঝে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমার দুটি ব্লকে আজ কেন্দ্রীয় প্রতিনিধি দল 100 দিনের প্রকল্পের বিভিন্ন প্রকল্পগুলো খতিয়ে দেখার জন্য তদন্তে নামল । প্রথম দিন ব্রজবল্লভপুর বংশীহারি ব্লক এবং নন্দনপুর গ্রাম পঞ্চায়েত গঙ্গারামপুর ব্লক এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন । কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে । যে সমস্ত পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি হয়েছে বলে বিজেপির অভিযোগ ৷ যেমন কুমারগঞ্জ, গঙ্গারামপুর, তপন, কুশমন্ডি ও বালুরঘাট-সহ বিভিন্ন ব্লকের অধীনে বিভিন্ন পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সড়ব হয়েছে বিজেপির জেলা নেতৃত্ব । কেন্দ্রীয় প্রতিনিধি দল আগামী পাঁচ দিন জেলায় থাকবে এবং তারা বিভিন্ন ব্লকে গিয়ে 100 দিনের প্রকল্পের কাজ সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে ।

আরও পড়ুন: সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে পালিত বৃক্ষবন্দনা উৎসব

এই বিষয়ে এলাকার এক মহিলা প্রতিমা রায় জানান, রাস্তার দু'ধারে কোনও গাছ ছিল না বা কোন বোর্ড লাগানো হয়নি । কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার তিনদিন আগে পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হয়েছে রাস্তার দু'ধারে গাছ । পঞ্চায়েতের পক্ষ থেকে গাছগুলো আনা হলেও রাতারাতি সেই কাজগুলো লাগানো হয় এবং সঙ্গে এনআরজিএস প্রকল্পের বোর্ড লাগানো হয় ।

ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান 2021-22 শিক্ষাবর্ষে রাস্তার দুই ধারে গাছগুলো লাগানো হয়েছিল কিন্তু যত্নের অভাবে কাজগুলি মরে যায় । সে কারণে পরশু আবার নতুন করে গাছ লাগানো হয় । গ্রামবাসীদের করা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন ।

বংশীহারি, 8 আগস্ট: কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে তাদের 100 দিনের কাজ দেখাতে তিন দিন আগে গাছ লাগানোর অভিযোগ উঠল বংশীহারি ব্লকের 2 নম্বর ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে (Gram Panchayat Took Initiative After Hearing About the Central Team Visit) । স্থানীয়দের অভিযোগ, সোমবার কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে বলে পঞ্চায়েতের পক্ষ থেকে তড়িঘড়ি কেলনা এলাকায় লাগানো হয়েছে গাছ । কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েতের উপপ্রধান ।

রাজ্যের বেশ কয়েকটি জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে এসেছেন । রবিবার রাতেই বালুরঘাটে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল । বালুরঘাট সার্কিট হাউসে তারা রাত্রিবাস করেন । এরপর সোমবার সকালে চলে যান দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের ব্রজবল্লভপুর ও এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় । বংশীহারি ব্লকের কেলনা এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগেই রাস্তার দু-ধারে গাছ লাগানো হয়েছে বলে এলাকাবাসীদের দাবি ।

আরও পড়ুন: গাছ লাগানোর এগ্রিমেন্টে সই করলে পাওয়া যাবে বিল্ডিং প্ল্যানের অনুমতি

2021-22 আর্থিক বর্ষে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে গড়গড়িয়া ব্রিজ থেকে বাহিরি রায়ের বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তায় বৃক্ষরোপণ করা হয় কিন্তু এলাকাবাসীদের দাবি আর্থিক বর্ষে রাস্তার দু'ধারে কোনও গাছই লাগানো হয়নি । তবে পঞ্চায়েতের পক্ষ থেকে গাছ লাগানোর অভিযোগ অস্বীকার করা হয় । ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের চক্ষু চড়কগাছ ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দল ঢুকবে বলে সদ্য গাছের চারা ও বোর্ড লাগানো হয়েছে ৷

কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের খবর পেয়ে টনক নড়ল পঞ্চায়েতের

100 দিনের কাজ নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ ওঠে । বিজেপির করা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার থেকে টাকা পাঠানো বন্ধ হয়েছে, রাজনৈতিক এই দড়ি টানাটানি চলছেই রাজ্যজুড়ে ৷ আর এরই মাঝে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমার দুটি ব্লকে আজ কেন্দ্রীয় প্রতিনিধি দল 100 দিনের প্রকল্পের বিভিন্ন প্রকল্পগুলো খতিয়ে দেখার জন্য তদন্তে নামল । প্রথম দিন ব্রজবল্লভপুর বংশীহারি ব্লক এবং নন্দনপুর গ্রাম পঞ্চায়েত গঙ্গারামপুর ব্লক এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন । কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে । যে সমস্ত পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি হয়েছে বলে বিজেপির অভিযোগ ৷ যেমন কুমারগঞ্জ, গঙ্গারামপুর, তপন, কুশমন্ডি ও বালুরঘাট-সহ বিভিন্ন ব্লকের অধীনে বিভিন্ন পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সড়ব হয়েছে বিজেপির জেলা নেতৃত্ব । কেন্দ্রীয় প্রতিনিধি দল আগামী পাঁচ দিন জেলায় থাকবে এবং তারা বিভিন্ন ব্লকে গিয়ে 100 দিনের প্রকল্পের কাজ সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে ।

আরও পড়ুন: সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে পালিত বৃক্ষবন্দনা উৎসব

এই বিষয়ে এলাকার এক মহিলা প্রতিমা রায় জানান, রাস্তার দু'ধারে কোনও গাছ ছিল না বা কোন বোর্ড লাগানো হয়নি । কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার তিনদিন আগে পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হয়েছে রাস্তার দু'ধারে গাছ । পঞ্চায়েতের পক্ষ থেকে গাছগুলো আনা হলেও রাতারাতি সেই কাজগুলো লাগানো হয় এবং সঙ্গে এনআরজিএস প্রকল্পের বোর্ড লাগানো হয় ।

ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান 2021-22 শিক্ষাবর্ষে রাস্তার দুই ধারে গাছগুলো লাগানো হয়েছিল কিন্তু যত্নের অভাবে কাজগুলি মরে যায় । সে কারণে পরশু আবার নতুন করে গাছ লাগানো হয় । গ্রামবাসীদের করা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.