ETV Bharat / state

Panchayat Election Results 2023: ভোটগণনায় দেরি, দু'দিনের পারিশ্রমিক দাবি সরকারি কর্মীদের - ভোটকর্মী

সকাল পেরিয়ে রাত পর্যন্ত ভোটগণনা ৷ বংশীহারিতে ভোটগণনায় দেরি হওয়ায় দু'দিনের পারিশ্রমিক দাবি করলেন সরকারি কর্মীরা ৷

Bengal Panchayat vote counting
ভোটগণনা
author img

By

Published : Jul 12, 2023, 11:00 AM IST

বংশীহারি, 12 জুলাই: একদিনের বদলে দু'দিন ধরে চলছে ভোট গণনা । এবার, পারিশ্রমিক বাড়ানোর দাবি তুললেন গণনা-কেন্দ্রে নিযুক্ত সরকারি কর্মীরা । দক্ষিণ দিনাজপুরের বংশীহারি বালিকা বিদ্যালয় ভোট-গণনা কেন্দ্রের ঘটনা । গণনা চলাকালীন পারিশ্রমিক বৃদ্ধির দাবি তোলেন কর্মীরা । নিজেদের দাবি নিয়ে সরকারি কর্মীরা রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করতে চান ৷ তবে রিটার্নিং অফিসার তথা বিডিওর সঙ্গে দেখা করতে না পারায় ব্লকের জয়েন্ট বিডিও অরিত্র দলুইয়ের কাছে নিজেদের দাবি রাখেন কর্মীরা ।

মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েতের ভোটগণনা শুরু হয়েছিল ৷ তবে রাত 12টা পেরোলেও চলতে থাকে সেই গণনা পর্ব ৷ তাই একদিনের বদলে দু'দিনের কাজ করানো হয়েছে বলে দাবি তোলেন ভোটকর্মীদের । আর সেই জন্যই তাঁরা দু'দিনের পারিশ্রমিক দাবি করেন ৷

জানা যাচ্ছে, বংশীহারি ব্লকের ভোটগণনা কেন্দ্র তৈরি করা হয়েছে বুনিয়াদপুর পুরসভার ওই বালিকা বিদ্যালয়ে । ভোটকর্মীদের অভিযোগ, সকাল থেকে চরম অব্যবস্থার সম্মুখীন হয়েছেন তাঁরা । ভোট কর্মীদের একদিনের জন্য গণনাকেন্দ্রে আনা হয় ৷ কিন্তু পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির ভোটগণনা ধীরে ধীরে চলে ৷ এর জেরে রাত বারোটা বেজে যায় গণনা শেষ হতে । কিন্তু সন্ধ্যায় ভোটগণনা করতে আসা কর্মীদের কোন প্রকার খাবারের ব্যবস্থা করা হয়নি এবং তাঁদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ ৷

তাই ভোটকর্মীরা একত্রিত হয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করতে আসেন । কিন্তু রিটার্নিং অফিসার না থাকায় তারা জয়েন বিডিওর দ্বারস্থ হন । পরবর্তীতে জয়েন বিডিওকে ভোটগণনা করতে আসা সব কর্মীরা জানান, তাঁদেরকে দু'দিনের কাজ করানোর পারিশ্রমিক দিতে হবে । সেই সঙ্গে সকালে যাতায়াতের জন্য সঠিক সময়ে গাড়ির বন্দোবস্ত রাখতে হবে ।

আরও পড়ুন: গণনার রাতে অগ্নিগর্ভ ভাঙড়, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার

এই বিষয়ে ভোটগণনা করতে আসা নুর আলম নামে এক কর্মী বলেন, " সকাল বেলায় ভোটগণনা করতে আসার সময় দীর্ঘক্ষণ ধরে আমাদের আইকার্ড দেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে রাখা হয় । অনেক দেরি করে ভোটগণনা শুরু হয় ৷ তবে রাত 12টা বেজে গেলেও গণনা চলতে থাকে ৷ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির গণনা করতে অনেক দেরি হয় । আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হোক । সেই সঙ্গে দেওয়া হোক 2 দিনের প্রাপ্য পারিশ্রমিক । " মঙ্গলের গণনার বুধে পা । ভোটকর্মীদেরও টানা ডিউটি চলছেই । জোরদার হচ্ছে প্রাপ্য " পারিশ্রমিকের দাবি"।

বংশীহারি, 12 জুলাই: একদিনের বদলে দু'দিন ধরে চলছে ভোট গণনা । এবার, পারিশ্রমিক বাড়ানোর দাবি তুললেন গণনা-কেন্দ্রে নিযুক্ত সরকারি কর্মীরা । দক্ষিণ দিনাজপুরের বংশীহারি বালিকা বিদ্যালয় ভোট-গণনা কেন্দ্রের ঘটনা । গণনা চলাকালীন পারিশ্রমিক বৃদ্ধির দাবি তোলেন কর্মীরা । নিজেদের দাবি নিয়ে সরকারি কর্মীরা রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করতে চান ৷ তবে রিটার্নিং অফিসার তথা বিডিওর সঙ্গে দেখা করতে না পারায় ব্লকের জয়েন্ট বিডিও অরিত্র দলুইয়ের কাছে নিজেদের দাবি রাখেন কর্মীরা ।

মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েতের ভোটগণনা শুরু হয়েছিল ৷ তবে রাত 12টা পেরোলেও চলতে থাকে সেই গণনা পর্ব ৷ তাই একদিনের বদলে দু'দিনের কাজ করানো হয়েছে বলে দাবি তোলেন ভোটকর্মীদের । আর সেই জন্যই তাঁরা দু'দিনের পারিশ্রমিক দাবি করেন ৷

জানা যাচ্ছে, বংশীহারি ব্লকের ভোটগণনা কেন্দ্র তৈরি করা হয়েছে বুনিয়াদপুর পুরসভার ওই বালিকা বিদ্যালয়ে । ভোটকর্মীদের অভিযোগ, সকাল থেকে চরম অব্যবস্থার সম্মুখীন হয়েছেন তাঁরা । ভোট কর্মীদের একদিনের জন্য গণনাকেন্দ্রে আনা হয় ৷ কিন্তু পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির ভোটগণনা ধীরে ধীরে চলে ৷ এর জেরে রাত বারোটা বেজে যায় গণনা শেষ হতে । কিন্তু সন্ধ্যায় ভোটগণনা করতে আসা কর্মীদের কোন প্রকার খাবারের ব্যবস্থা করা হয়নি এবং তাঁদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ ৷

তাই ভোটকর্মীরা একত্রিত হয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করতে আসেন । কিন্তু রিটার্নিং অফিসার না থাকায় তারা জয়েন বিডিওর দ্বারস্থ হন । পরবর্তীতে জয়েন বিডিওকে ভোটগণনা করতে আসা সব কর্মীরা জানান, তাঁদেরকে দু'দিনের কাজ করানোর পারিশ্রমিক দিতে হবে । সেই সঙ্গে সকালে যাতায়াতের জন্য সঠিক সময়ে গাড়ির বন্দোবস্ত রাখতে হবে ।

আরও পড়ুন: গণনার রাতে অগ্নিগর্ভ ভাঙড়, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার

এই বিষয়ে ভোটগণনা করতে আসা নুর আলম নামে এক কর্মী বলেন, " সকাল বেলায় ভোটগণনা করতে আসার সময় দীর্ঘক্ষণ ধরে আমাদের আইকার্ড দেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে রাখা হয় । অনেক দেরি করে ভোটগণনা শুরু হয় ৷ তবে রাত 12টা বেজে গেলেও গণনা চলতে থাকে ৷ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির গণনা করতে অনেক দেরি হয় । আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হোক । সেই সঙ্গে দেওয়া হোক 2 দিনের প্রাপ্য পারিশ্রমিক । " মঙ্গলের গণনার বুধে পা । ভোটকর্মীদেরও টানা ডিউটি চলছেই । জোরদার হচ্ছে প্রাপ্য " পারিশ্রমিকের দাবি"।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.