গঙ্গারামপুর, 8 জুন : মধ্যপ্রদেশের ভোপাল থেকে গঙ্গারামপুরে ফিরল 5 পরিযায়ী শ্রমিক । প্রত্যেকেই গঙ্গারামপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাদিহাট পালপাড়া এলাকার বাসিন্দা । আপাতত তাদের দিন কাটছে বাড়ির পাশের একটি জঙ্গলে । তাঁবু খাটিয়ে রাত কাটছে । বাড়ি থেকে খাবার পেলেও স্থানীয় বিধায়ক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । ঝড়-জল উপেক্ষা করেই থাকতে হচ্ছে ওই জঙ্গলেই ।
লকডাউন শিথিল হতেই ভোপালে আটকে পড়া 5 পরিযায়ী শ্রমিক গাড়ি ভাড়া করে ফিরে আসে নিজের জেলায় । জেলায় ফিরতেই গঙ্গারামপুর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে । সেখান থেকে স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষের নির্দেশে 14 দিনের হোম কোয়ারানটাইনে পাঠানো হয় । তারপর ওই 5 জনকে কাদিহালের পালপাড়া নিজের গ্রামে ঢুকতে বাঁধা দেওয়া হয় । সে কারণে স্থানীয় একটি জঙ্গলে তাঁবু খাটিয়ে থাকতে বাধ্য হয় । গতকাল পরিযায়ীদের দেখতে আসেন গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস ।
গৌতমবাবু বলেন, "আজ খাবারের ব্যবস্থা করেছি । পরবর্তীকালে কোনও সমস্যা হলে অবশ্যই আমাকে জানাতেও বলেছি । আমার এলাকায় খোঁজ নিচ্ছি । পরিযায়ীরা যাতে ভালো ভাবে থাকে সেদিকে নজর দিচ্ছি ।"
প্রায় মাস তিনেক আগে কাদিহাল থেকে ওই 3 জন ভোপালে যায় । সেখানে মাটির টব ও ফুলদানি বিক্রি করত । বিক্রি-বাট্টা বেশ চলছিল সেখানে । হঠাৎ কোরোনা মোকাবিলার জন্য লকডাউন জারি হওয়ায় । বন্ধ হয়ে যায় বিক্রি-বাট্টা । আটকে পড়ে ভোপালেই ।