বংশীহারি, 17 ডিসেম্বর : মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু 4 বছরের শিশুর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বিশ্বনাথপুর ডোবা গ্রামে (4 years old child drowns in the pond)। মৃত শিশুটির নাম আয়ুষ কুণ্ডু । বাড়ি মালদা জেলার গাজলের কদুবাড়ি এলাকায় । বিশ্বনাথপুর ডোবা গ্রামের বাসিন্দা পবিত্র মণ্ডল শিশুটির মামা ৷ গোষ্ঠলীলা অনুষ্ঠান উপলক্ষে মামাবাড়ি এসেছিল ছোট্ট আয়ুষ ।
শুক্রবার অনুষ্ঠানে বাড়ির সকলে ব্যস্ত থাকায় আয়ুষ কোথায় তা কেউ খোঁজ করেনি৷ কিন্তু দুপুর পর্যন্ত শিশুটিকে দেখতে না পেয়ে, খোঁজাখুজি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে আশেপাশে খোঁজার পর বাড়ি থেকে কিছু দূরে একটি পুকুরে তার দেহ ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন । দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : বিদ্যাধরপুর স্টেশনের কাছে লাইনে ফাটল, যাত্রীদের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা লোকালের
মৃতের দাদু পরিতোষ মণ্ডল বলেন, "আমার মেয়ে দুপুরবেলা গিয়ে বলে নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না । এরপরেই আমি ছুটে যাই পুকুরের দিকে । পুকুরের মধ্যে দেখি নাতির দেহ ভাসছে ৷" গত 13 দিন ধরে গোষ্ঠলীলা অনুষ্ঠান চলছিল আয়ুষের মামার বাড়িতে ৷ আর তাই নানা কাজে ব্যস্ত ছিলেন সকলেই ৷ তার মাঝে কখন একা বেরিয়ে যায় ছোট্ট শিশুটি ৷ তা খেয়াল করেননি কেউই ৷ আর তা থেকেই এই দুর্ঘটনা ৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷