বালুরঘাট, 1এপ্রিল : দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের চারজন। বুধবার তাঁদের চিহ্নিত করে জেলা প্রশাসন। আজ তাঁদের পরিবারসহ কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে। পাশাপাশি বিশেষ নজর রাখছেন স্বাস্থ্যকর্মীরা।
কয়েকদিন আগে দিল্লির নিজ়ামউদ্দিনে ধর্মীয় অনুষ্ঠান হয়। সেখানে দেশ ও দেশের বাইরে থেকে প্রায় দেড় হাজার লোকের জমায়েত হয়েছিল। এদিকে ওই ধর্মীয় অনুষ্ঠানে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে 24 জনের শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া যায়। এই অবস্থায় কারা কারা ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেই তালিকা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তৈরি করার প্রক্রিয়া শুরু করা হয়। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মোট 73 জন ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে দক্ষিণ দিনাজপুরের চারজন ছিলেন। তাঁদের বাড়ি জেলার কুমারগঞ্জ, গঙ্গারামপুর ও হিলিতে। ওই চারজনকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।
চিহ্নিত করার পরে তাঁদের পরিবার-সহ কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। এদিকে এই চারজন কার কার সংস্পর্শে এসেছিলেন সেই তথ্য জোগাড় করার চেষ্টা করছে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। এদিকে নিজ়ামউদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে জেলা থেকে যোগদানের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আর কারা কারা গেছিলেন সে তথ্য জোগাড় করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে জানান, যাঁরা নিজ়ামউদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।