ETV Bharat / state

গঙ্গারামপুর পৌরসভাতেও প্রশাসক, দায়িত্বে অমলেন্দু সরকার - GANGARAMPUR_MUNICIPALITY_ADMINISTOR_WB1

গঙ্গারামপুর পৌরসভাতেও প্রশাসক বোর্ড গঠন । দায়িত্বে চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, " আগামীদিনে প্রশাসক হিসাবে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবেন ৷ বিভিন্ন ওয়ার্ডগুলোর যেন কোনও সমস্যা না হয় সেদিকে তিনি নজর রাখবেন । "

The former chairman of Gangarampur municipality took charge as the administrator , south dinajpur
প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান
author img

By

Published : May 22, 2020, 10:10 PM IST

গঙ্গারামপুর, 22 মে : পৌরবোর্ডের মেয়াদ শেষ । তাই এবার গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অমলেন্দু সরকার । আজ দায়িত্ব নেওয়ার আগে প্রশাসক বোর্ডের পাঁচ সদস্যকে সংবর্ধনা দেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষসহ আরও অনেকে ।

আজ প্রশাসক বোর্ডের পাঁচ সদস্য গঙ্গারামপুর পৌরসভায় যান । সাংসদ অর্পিতা ঘোষ, বিধায়ক গৌতম দাস, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়ও সেখানে উপস্থিত ছিলেন । সবাই অমলেন্দু সরকারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন । যদিও পৌরসভার মেয়াদ 20 তারিখ শেষ হয় ৷ 21 তারিখ প্রশাসক বোর্ডের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও আমফানের কারণে তা একদিন পিছিয়ে 22 তারিখ করা হয় । নবগঠিত প্রশাসক বোর্ডকে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ও গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ তাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় অমলেন্দুবাবুকে । তবে এই অনুষ্ঠানে প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ঘনিষ্ঠ কোনও কাউন্সিলরকে দেখা যায়নি ।

অমলেন্দু সরকার বলেন, আগামীদিনে প্রশাসক হিসেবে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবেন ৷ ওয়ার্ডগুলোর যেন কোনও সমস্যা না হয় সেদিকে তিনি নজর রাখবেন । রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ বলেন, " প্রশাসক বোর্ডের অনুমতি নিয়ে অমলেন্দু সরকারকে প্রশাসকের চেয়ারে বসানো হয়েছে । আগামীদিনে আমরা শহরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব । এর সঙ্গে আমরা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের মতামত নিয়ে বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নগুলি করতে পারব । আমরা প্রথমেই পানীয় জল ও নিকাশি নালার ব্যবস্থা করব ৷ পরবর্তীতে এই লকডাউনের সময় যেন সাধারণ মানুষের অসুবিধা না হয় সেজন্য আমরা বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভাকে নিয়ে নতুন চিন্তাভাবনা করছি । "

প্রশাসক বোর্ডের সদস্য অশোক বর্ধন বলেন, "আমরা প্রশাসক বোর্ডের সদস্যদের সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত ছিলাম । প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সেখানে উপস্থিত ছিলেন । এখন পাঁচজনের প্রশাসক বোর্ড শহরের উন্নয়ন করবে যা এখনও করা সম্ভব হয়নি । "

গঙ্গারামপুর, 22 মে : পৌরবোর্ডের মেয়াদ শেষ । তাই এবার গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অমলেন্দু সরকার । আজ দায়িত্ব নেওয়ার আগে প্রশাসক বোর্ডের পাঁচ সদস্যকে সংবর্ধনা দেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষসহ আরও অনেকে ।

আজ প্রশাসক বোর্ডের পাঁচ সদস্য গঙ্গারামপুর পৌরসভায় যান । সাংসদ অর্পিতা ঘোষ, বিধায়ক গৌতম দাস, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়ও সেখানে উপস্থিত ছিলেন । সবাই অমলেন্দু সরকারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন । যদিও পৌরসভার মেয়াদ 20 তারিখ শেষ হয় ৷ 21 তারিখ প্রশাসক বোর্ডের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও আমফানের কারণে তা একদিন পিছিয়ে 22 তারিখ করা হয় । নবগঠিত প্রশাসক বোর্ডকে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ও গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ তাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় অমলেন্দুবাবুকে । তবে এই অনুষ্ঠানে প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ঘনিষ্ঠ কোনও কাউন্সিলরকে দেখা যায়নি ।

অমলেন্দু সরকার বলেন, আগামীদিনে প্রশাসক হিসেবে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবেন ৷ ওয়ার্ডগুলোর যেন কোনও সমস্যা না হয় সেদিকে তিনি নজর রাখবেন । রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ বলেন, " প্রশাসক বোর্ডের অনুমতি নিয়ে অমলেন্দু সরকারকে প্রশাসকের চেয়ারে বসানো হয়েছে । আগামীদিনে আমরা শহরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব । এর সঙ্গে আমরা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের মতামত নিয়ে বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নগুলি করতে পারব । আমরা প্রথমেই পানীয় জল ও নিকাশি নালার ব্যবস্থা করব ৷ পরবর্তীতে এই লকডাউনের সময় যেন সাধারণ মানুষের অসুবিধা না হয় সেজন্য আমরা বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভাকে নিয়ে নতুন চিন্তাভাবনা করছি । "

প্রশাসক বোর্ডের সদস্য অশোক বর্ধন বলেন, "আমরা প্রশাসক বোর্ডের সদস্যদের সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত ছিলাম । প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সেখানে উপস্থিত ছিলেন । এখন পাঁচজনের প্রশাসক বোর্ড শহরের উন্নয়ন করবে যা এখনও করা সম্ভব হয়নি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.