গঙ্গারামপুর, 7 জানুয়ারি : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার অন্তর্গত পঞ্চগ্রাম এলাকার কিশোরীকে গণধর্ষণ করে খুনের প্রতিবাদে পথে নামল ছাত্রছাত্রীরা ৷ ফুলবাড়ি এলাকায় সকাল 10 টা থেকে দুপুর 2টো পর্যন্ত মালদা-বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ৷ জাতীয় সড়ক অবরোধের জেরে যানজটে আটকে পড়েন নিত্যযাত্রীরা । BJP সাংসদ সুকান্ত মজুমদার ঘটনাস্থানে পৌঁছায় ৷ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ।
গতকাল সকালে সাফানগর পঞ্চায়েতের গারোয়া এলাকায় ফাঁকা মাঠে কালভার্টের নিচ থেকে উদ্ধার হয় ওই কিশোরীর অগ্নিদগ্ধ দেহ ৷ কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে ৷ প্রমাণ লোপাটের জন্য পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে মৃতদেহ ৷ পরে তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ ৷
আজ সকাল থেকেই দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামে ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে অবরোধকারীরা দাবি, যতক্ষণ না অভিযুক্তদের নাম প্রকাশ্যে আনা হবে অবরোধ চলবে ৷ পরে মূল অভিযুক্তসহ বাকি দু'জনের নাম প্রকাশ্যে আনতে বাধ্য হন জেলা পুলিশ সুপার ৷
ঘটনা প্রসঙ্গে BJP সাংসদ সুকান্ত মজুমদার জানান, লজ্জাজনক ঘটনা ৷ পালটা পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ এলাকার নিরাপত্তার জন্য পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ সেইসঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি ৷