বালুরঘাট, 2 ডিসেম্বর : বালুরঘাটের অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল মালঞ্চা হাইস্কুল মাঠে ৷ সেখান থেকে লোকশিল্পীদের সংগঠিত হওয়ার বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা তপন বিধানসভার চেয়ারম্যান বাচ্চু হাঁসদা ৷ সম্মেলনে বাচ্চুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন তপন বিধানসভার কনভেনর অরূপ কুমার সরকার, বালুরঘাট বিধানসভার কনভেনার বিভাস চট্টোপাধ্যায়, দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল সহ অন্য নেতৃত্বরা ।
তিনি বলেন, "গত লোকসভা নির্বাচনে জেলার লোকশিল্পীরা একরকম বিচ্ছিন্ন হয়ে গেছিল । লোকসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পর লোকশিল্পীদের প্রতি এক ধরনের অনিহা তৈরি হয়েছে দলীয় নেতৃত্বরই । সেই জায়গা থেকে আমরাও ভাবতে শুরু করেছি যে শিল্পীদের আমরা এত সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছি, সেই শিল্পীরা আজ বিমুখ হচ্ছেন । তাই লোকশিল্পীদের সংগঠিত হতে হবে । গত দিনে যা ভুল হয়েছে সেই ভুলগুলো ছুড়ে ফেলে দিয়ে সকলে একত্রিত হন । লোকশিল্পীদের পাশে যে ভাবে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে ৷"
গতকাল সম্মেলন শুরুর আগে মালঞ্চা হাইস্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় । হাই স্কুল মাঠ থেকে মালঞ্চা বাজার ঘুরে ফের অনুষ্ঠান মঞ্চে এসে শেষ হয় । সম্মেলনে প্রায় 1256 শিল্পী অংশগ্রহণ করেন । মূলত রাজ্য সরকারের তরফে লোকশিল্পীদের জন্য যে ভাতা ও অন্যান্য সুবিধা রয়েছে তা প্রচার করতে এই সম্মেলনের আয়োজন করা হয় । জেলার আটটি ব্লকেই এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সম্মেলনে বাচ্চু হাঁসদা আরও বলেন, "আসন্ন বিধানসভা নির্বাচনে সকলে সংগঠিত ভাবে লড়তে হবে । মুখ্যমন্ত্রী যে সব উন্নয়নের প্রকল্প রয়েছে তা গান বেঁধে লোকশিল্পীদের প্রচার করতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো দিকগুলোর প্রচার করুন । শুধু উন্নয়নের প্রচার করুন । ভোট চাইতে হবে না । মানুষ বুঝে গেছেন 2019 নির্বাচনে যে ভুল করেছিল তা 2021-এর নির্বাচনে করবেন না ।"
তপন বিধানসভার কনভেনার অরূপ কুমার সরকার জানান, বালুরঘাট ব্লকে মোট 1537 জন শিল্পী রয়েছেন । যাঁরা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান । গতকাল মোট 1256জন অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন হাজির হয়েছিলেন ।