ETV Bharat / state

লোকশিল্পীরা বিমুখ, ভুলত্রুটি ভুলে একত্রিত হওয়ার বার্তা রাজ্যের প্রতিমন্ত্রীর - balurghat news

বালুরঘাটের অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন থেকে লোকশিল্পীদের সংগঠিত হওয়ার বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথী তপন বিধানসভার চেয়ারম্যান বাচ্চু হাঁসদা ৷

bb
মঞ্চে বক্তৃতা দিচ্ছেন প্রতিমন্ত্রী
author img

By

Published : Dec 2, 2019, 2:51 PM IST

বালুরঘাট, 2 ডিসেম্বর : বালুরঘাটের অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল মালঞ্চা হাইস্কুল মাঠে ৷ সেখান থেকে লোকশিল্পীদের সংগঠিত হওয়ার বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা তপন বিধানসভার চেয়ারম্যান বাচ্চু হাঁসদা ৷ সম্মেলনে বাচ্চুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন তপন বিধানসভার কনভেনর অরূপ কুমার সরকার, বালুরঘাট বিধানসভার কনভেনার বিভাস চট্টোপাধ্যায়, দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল সহ অন্য নেতৃত্বরা ।

তিনি বলেন, "গত লোকসভা নির্বাচনে জেলার লোকশিল্পীরা একরকম বিচ্ছিন্ন হয়ে গেছিল । লোকসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পর লোকশিল্পীদের প্রতি এক ধরনের অনিহা তৈরি হয়েছে দলীয় নেতৃত্বরই । সেই জায়গা থেকে আমরাও ভাবতে শুরু করেছি যে শিল্পীদের আমরা এত সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছি, সেই শিল্পীরা আজ বিমুখ হচ্ছেন । তাই লোকশিল্পীদের সংগঠিত হতে হবে । গত দিনে যা ভুল হয়েছে সেই ভুলগুলো ছুড়ে ফেলে দিয়ে সকলে একত্রিত হন । লোকশিল্পীদের পাশে যে ভাবে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে ৷"

গতকাল সম্মেলন শুরুর আগে মালঞ্চা হাইস্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় । হাই স্কুল মাঠ থেকে মালঞ্চা বাজার ঘুরে ফের অনুষ্ঠান মঞ্চে এসে শেষ হয় । সম্মেলনে প্রায় 1256 শিল্পী অংশগ্রহণ করেন । মূলত রাজ্য সরকারের তরফে লোকশিল্পীদের জন্য যে ভাতা ও অন্যান্য সুবিধা রয়েছে তা প্রচার করতে এই সম্মেলনের আয়োজন করা হয় । জেলার আটটি ব্লকেই এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সম্মেলনে বাচ্চু হাঁসদা আরও বলেন, "আসন্ন বিধানসভা নির্বাচনে সকলে সংগঠিত ভাবে লড়তে হবে । মুখ্যমন্ত্রী যে সব উন্নয়নের প্রকল্প রয়েছে তা গান বেঁধে লোকশিল্পীদের প্রচার করতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো দিকগুলোর প্রচার করুন । শুধু উন্নয়নের প্রচার করুন । ভোট চাইতে হবে না । মানুষ বুঝে গেছেন 2019 নির্বাচনে যে ভুল করেছিল তা 2021-এর নির্বাচনে করবেন না ।"

তপন বিধানসভার কনভেনার অরূপ কুমার সরকার জানান, বালুরঘাট ব্লকে মোট 1537 জন শিল্পী রয়েছেন । যাঁরা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান । গতকাল মোট 1256জন অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন হাজির হয়েছিলেন ।

বালুরঘাট, 2 ডিসেম্বর : বালুরঘাটের অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল মালঞ্চা হাইস্কুল মাঠে ৷ সেখান থেকে লোকশিল্পীদের সংগঠিত হওয়ার বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা তপন বিধানসভার চেয়ারম্যান বাচ্চু হাঁসদা ৷ সম্মেলনে বাচ্চুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন তপন বিধানসভার কনভেনর অরূপ কুমার সরকার, বালুরঘাট বিধানসভার কনভেনার বিভাস চট্টোপাধ্যায়, দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল সহ অন্য নেতৃত্বরা ।

তিনি বলেন, "গত লোকসভা নির্বাচনে জেলার লোকশিল্পীরা একরকম বিচ্ছিন্ন হয়ে গেছিল । লোকসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পর লোকশিল্পীদের প্রতি এক ধরনের অনিহা তৈরি হয়েছে দলীয় নেতৃত্বরই । সেই জায়গা থেকে আমরাও ভাবতে শুরু করেছি যে শিল্পীদের আমরা এত সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছি, সেই শিল্পীরা আজ বিমুখ হচ্ছেন । তাই লোকশিল্পীদের সংগঠিত হতে হবে । গত দিনে যা ভুল হয়েছে সেই ভুলগুলো ছুড়ে ফেলে দিয়ে সকলে একত্রিত হন । লোকশিল্পীদের পাশে যে ভাবে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে ৷"

গতকাল সম্মেলন শুরুর আগে মালঞ্চা হাইস্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় । হাই স্কুল মাঠ থেকে মালঞ্চা বাজার ঘুরে ফের অনুষ্ঠান মঞ্চে এসে শেষ হয় । সম্মেলনে প্রায় 1256 শিল্পী অংশগ্রহণ করেন । মূলত রাজ্য সরকারের তরফে লোকশিল্পীদের জন্য যে ভাতা ও অন্যান্য সুবিধা রয়েছে তা প্রচার করতে এই সম্মেলনের আয়োজন করা হয় । জেলার আটটি ব্লকেই এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সম্মেলনে বাচ্চু হাঁসদা আরও বলেন, "আসন্ন বিধানসভা নির্বাচনে সকলে সংগঠিত ভাবে লড়তে হবে । মুখ্যমন্ত্রী যে সব উন্নয়নের প্রকল্প রয়েছে তা গান বেঁধে লোকশিল্পীদের প্রচার করতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো দিকগুলোর প্রচার করুন । শুধু উন্নয়নের প্রচার করুন । ভোট চাইতে হবে না । মানুষ বুঝে গেছেন 2019 নির্বাচনে যে ভুল করেছিল তা 2021-এর নির্বাচনে করবেন না ।"

তপন বিধানসভার কনভেনার অরূপ কুমার সরকার জানান, বালুরঘাট ব্লকে মোট 1537 জন শিল্পী রয়েছেন । যাঁরা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান । গতকাল মোট 1256জন অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন হাজির হয়েছিলেন ।

Intro:বালুরঘাট, ২ ডিসেম্বর: গত লোকসভা নির্বাচনে জেলার লোকশিল্পীরা একরকম বিচ্ছিন্ন হয়ে গেছিল। লোকসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পর লোকশিল্পীদের প্রতি একধরনের অনিহা তৈরি হয়েছে দলীয় নেতৃত্বদেরই। সেই জায়গা থেকে আমরাও ভাবতে শুরু করেছি যে শিল্পীদের আমরা এত সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছি, সেই শিল্পীরা আজকে বিমুখ হচ্ছে। তাই লোকশিল্পীরা সংগঠিত হতে হবে। গত দিনে যা ভুল হয়েছে সেই ভুলগুলো ছুড়ে ফেলে দিয়ে সকলে একত্রিত হন। লোকশিল্পীদের পাশে যে ভাবে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। রবিবার বিকেলে বালুরঘাট ব্লকের মালঞ্চা হাই স্কুলে বালুরঘাট ব্লকের অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা তপন বিধানসভার চেয়ারম্যান বাচ্চু হাঁসদা। এদিনের সম্মেলনে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, তপন বিধানসভার কনভেনার অরূপ কুমার সরকার, বালুরঘাট বিধানসভার কনভেনার বিভাস চ্যাটার্জী, দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।

প্রসঙ্গত, রবিবার বালুরঘাট ব্লকের অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন অনুষ্ঠিত হল মালঞ্চা হাই স্কুল মাঠে। সম্মেলন শুরুর আগে এদিন মালঞ্চা হাই স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। মালঞ্চা হাই স্কুল মাঠ থেকে মালঞ্চা বাজার ঘুরে ফের অনুষ্ঠান মঞ্চে এসে শেষ হয়। এদিনের সম্মেলনে প্রায় ১২৫৬ শিল্পী অংশগ্রহণ করেন। মূলত রাজ্য সরকারের লোক শিল্পীদের জন্য দিয়ে ভাতা ও অন্যান্য সুবিধা রয়েছে তা অন্যান্য শিল্পীদের মধ্যে প্রচার করতে আজকের এই সম্মেলন। জেলার আটটি ব্লকেই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এদিনের সম্মেলনে মন্ত্রী বাচ্চু হাঁসদা আরও বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সকলে সংগঠিত ভাবে লড়তে হবে। মুখ্যমন্ত্রী যে সব উন্নয়নের প্রকল্প রয়েছে তা গান বেঁধে লোকশিল্পীদের প্রচার করতে বলেন। মমতা ব্যানার্জির ভাল দিক গুলোর প্রচার করুন। মানুষকে বোঝাতে হবে না যে ভোটটা তৃণমূলে দিন। শুধু উন্নয়নের প্রচার করুন। ভোট চাইতে হবে না। মানুষ বুঝে গেছে ২০১৯ নির্বাচনে যে ভুল করেছিল তা ২০২১ নির্বাচনে করবে না।

তপন বিধানসভার কনভেনার অরূপ কুমার সরকার জানান, বালুরঘাট ব্লকে মোট ১৫৩৭ জন শিল্পী রয়েছেন। যারা প্রতি মাসে ১ হাজর টাকা করে ভাতা পান। এদিন মোট ১২৫৬ জন অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন হাজির হয়েছিলেন।Body:BALURGHAT Conclusion:BALURGHAT
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.