ETV Bharat / state

পুনর্ভবা ও টাঙ্গনে বাড়ছে জল, বালুরঘাটে বন্যা পরিস্থিতি

টানা তিনদিনের বৃষ্টিতে বালুরঘাটের আত্রেয়ী কলোনির জনজীবন বিপর্যস্ত । জল বাড়ছে পুনর্ভবা ও টাঙ্গন নদীতে । ইতিমধ্যে প্রায় 50 বিঘা চাষের জমি তলিয়ে গেছে নদীর গর্ভে ।

author img

By

Published : Jul 15, 2019, 11:32 AM IST

Updated : Jul 15, 2019, 12:52 PM IST

জলমগ্ন এলাকা

বালুরঘাট, 15 জুলাই : কোথাও কোমর সমান, কোথাও বা গলা সমান জল । মাথা গোঁজার ঠাঁই দূর-অস্ত । পানীয় জলের জন্য হাহাকার এলাকায় । টানা তিনদিনের বৃষ্টিতে বালুরঘাটের আত্রেয়ী কলোনির জনজীবন বিপর্যস্ত । জল বাড়ছে পুনর্ভবা ও টাঙ্গন নদীতে । ইতিমধ্যে প্রায় 50 বিঘা চাষের জমি তলিয়ে গেছে নদীর গর্ভে ।

গত এক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হচ্ছে দার্জিলিং, ভুটান ও সিকিমে । জলস্তর ক্রমেই বাড়ছে তিস্তা ও অন্যান্য নদীতে । বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ারে । পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফুঁসছে আত্রেয়ী নদীও ।

flood
শেষ সম্বল বাঁচানোর চেষ্টা

গতকাল থেকেই আত্রেয়ী কলোনিতে জল ঢুকতে শুরু করে । আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করার সময় পাননি অনেকেই । জলমগ্ন প্রায় 50 টি বাড়ি । অনেকেই উঠে এসেছেন বড় রাস্তায় । স্থানীয় গোপালপুর ব্লকের প্রায় 50 বিঘা জমি নদীর গর্ভে তলিয়ে গেছে ।

বন্যা পরিস্থিতি বালুরঘাটে

স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগেও দেখা মেলেনি প্রশাসনের কোনও আধিকারিকের । এলাকার নিচু জায়গাগুলি আগে থেকে উঁচু করার ব্যবস্থা করলে হয়ত তাঁদের আজ এই দুর্ভোগে পড়তে হত না ।

flood
জলমগ্ন গোটা এলাকা

বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে । গতরাতেই কয়েকটি পরিবারকে শহরের সাহেব কাছারির উৎসব ভবনে রাখা হয়েছে । পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে ।

balurghat
পানীয় জলের হাহাকার

বালুরঘাট, 15 জুলাই : কোথাও কোমর সমান, কোথাও বা গলা সমান জল । মাথা গোঁজার ঠাঁই দূর-অস্ত । পানীয় জলের জন্য হাহাকার এলাকায় । টানা তিনদিনের বৃষ্টিতে বালুরঘাটের আত্রেয়ী কলোনির জনজীবন বিপর্যস্ত । জল বাড়ছে পুনর্ভবা ও টাঙ্গন নদীতে । ইতিমধ্যে প্রায় 50 বিঘা চাষের জমি তলিয়ে গেছে নদীর গর্ভে ।

গত এক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হচ্ছে দার্জিলিং, ভুটান ও সিকিমে । জলস্তর ক্রমেই বাড়ছে তিস্তা ও অন্যান্য নদীতে । বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ারে । পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফুঁসছে আত্রেয়ী নদীও ।

flood
শেষ সম্বল বাঁচানোর চেষ্টা

গতকাল থেকেই আত্রেয়ী কলোনিতে জল ঢুকতে শুরু করে । আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করার সময় পাননি অনেকেই । জলমগ্ন প্রায় 50 টি বাড়ি । অনেকেই উঠে এসেছেন বড় রাস্তায় । স্থানীয় গোপালপুর ব্লকের প্রায় 50 বিঘা জমি নদীর গর্ভে তলিয়ে গেছে ।

বন্যা পরিস্থিতি বালুরঘাটে

স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগেও দেখা মেলেনি প্রশাসনের কোনও আধিকারিকের । এলাকার নিচু জায়গাগুলি আগে থেকে উঁচু করার ব্যবস্থা করলে হয়ত তাঁদের আজ এই দুর্ভোগে পড়তে হত না ।

flood
জলমগ্ন গোটা এলাকা

বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে । গতরাতেই কয়েকটি পরিবারকে শহরের সাহেব কাছারির উৎসব ভবনে রাখা হয়েছে । পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে ।

balurghat
পানীয় জলের হাহাকার
Intro:কয়েকদিনের টানা বৃষ্টিতে জল ঢুকছে বালুরঘাট আত্রেয়ী কলোনিতে, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয়রা।। 

বালুরঘাট, ১৫ জুলাই: কয়েকদিনের টানা বৃষ্টি ও উপরের পাহাড়ি জল নেমে আসায় বালুরঘাট শহরের আত্রেয়ী কলোনি এলাকায় জল ঢুকতে শুরু করেছে। গত রবিবার রাত থেকেই এলাকায় জল ঢুকতে শুরু করে। সোমবার সকালে এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ টি বাড়িতে জল ঢুকে গেছে। আতঙ্কে আসবাবপত্র নিয়ে বাড়ি ছাড়ছে স্থানীয়রা। ঠাঁই নিয়েছেন উঁচু রাস্তার উপর। হু হু করে জল বাড়ছে জেলার আত্রেয়ী সহ পুনর্ভবা এবং টাঙ্গন নদীতে। এদিকে হঠাৎ করে নদীর জল বেড়ে যাওয়ায় বালুরঘাটের পাগলিগঞ্জ গোপালপুর এলাকার প্রায় ৪০ থেকে ৫০ বিঘা জমি নদী গর্ভে চলে গেছে। নদীর জল ঢুকতে শুরু করেছে আত্রেয়ী লাগোয়া চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ডাকরা এলাকাতেও। এদিকে পুরো বিষয়ের উপর নজর রাখছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত সেভাবে কোন সর্তকতা জারি করা হয়নি।

প্রসঙ্গত, বিগত এক সপ্তাহ ধরে দার্জিলিং ভুটান সিকিমে একটানা বৃষ্টি হচ্ছে। এক টানা বৃষ্টিতে তিস্তা থেকে অন্য নদী গুলোর জল বেড়ে গেছে। কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দিকে বিগত কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও মাঝারি কখনো ভারী বৃষ্টি হচ্ছে। উপর থেকে পাহাড়ের জল নেমে আসায় ফুলে-ফেঁপে উঠেছে বালুরঘাট আত্রেয়ী সহ জেলার অন্যান্য নদীগুলি। বালুরঘাট শহরের আত্রেয়ী কলোনিতে গতকাল থেকেই জল ঢুকতে শুরু করে। রাতে বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে যাওয়ায় তারা নিজেদের আসবাবপত্র ঘর থেকে বের করতে পারেনি। সোমবার দিনের আলো ফুটতেই তারা ঘর থেকে আসবাবপত্র বের করতে শুরু করে। এদিকে আজ সকালে সব মিলিয়ে ৪০ - ৫০ টি বাড়িতে জল ঢুকে যায়। বর্তমানে পুরো এলাকা প্রায় জলের তলায় রয়েছে। শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন তারা। যদিও তাদের বাড়ি ঘর জলে ডুবে গেল প্রশাসনের কারো কোন দেখা মেলেনি বলে অভিযোগ আত্রেয়ী কলোনিবাসীর। অন্যদিকে বালুরঘাট ব্লকের গোপালপুর এলাকায় ৪০ - ৫০ বিঘা চাষী জমি নদী গর্ভে চলে গেছে। নদী ভাঙ্গন রুখতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা।

এবিষয়ে কল্পনা কর্মকার ও সুজিত সরকার জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে আত্রেয়ীতে অনেক জল আগেই বেড়েছিল। উপর থেকে জল নেমে আসায় আত্রেয়ী এখন ফুলে-ফেঁপে রয়েছে। নদীর জল ঢুকতে শুরু করেছে তাদের এলাকায়। গতকাল থেকেই জল ঢুকতে শুরু করে। আজ এলাকার বেশিরভাগ বাড়ি জলে ডুবে গেছে। ঘরের সব জিনিস নিয়ে তারা নিরাপদ স্থানে যাচ্ছেন। তাদের এলাকাটা এমনি নিচু। ফলে জল ঢুকে পড়ে আগেই।  নিচু এলাকা প্রশাসনের পক্ষ থেকে উচু করার ব্যবস্থা করলে তাদের এই কষ্টের কিছুটা শুরাহ হত। পাশাপাশি প্রশাসনের কাছে পানীয় জল ও খাওয়ার ব্যবস্থার করার আর্জি জানান তারা। 
অন্য দিকে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোটা ঘটনার উপর নজর রাখছেন। গতকাল রাতেই বেশ কয়েকটি পরিবারকে শহরের সাহেবকাছারি র উৎসব ভবনে রাখা হয়েছে। পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। Body:BALURGHAT Conclusion:BALURGHAT
Last Updated : Jul 15, 2019, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.